পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশোধ সহচরী সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে ; নিঃসন্তায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে মুছাবে কে । আৰ্ত্তের ক্ৰন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা, অদ্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা, প্রবলের উৎপীড়নে কে বাচাবে বর্বলেরে, অপমানিতেরে কার দয়া বক্ষে লবে ডেকে । প্রহরীদের প্রতি শুীম৷ তোমাদের এ কী ভ্রান্তি, কে ঐ পুরুষ দেবকান্তি প্রহরী মরি মরি, এমন ক’রে কি ওকে বাধে ? দেখে যে আমার প্রাণ র্কাদে । বন্দী করেছ কোন দোষে P প্রহরী চুরি হয়ে গেছে রাজকোষে চোর চাই যে ক’রেই হোক । হোক না সে যেই কোন লোক ; নহিলে মোদের যাবে মান । শু্যাম৷ নির্দোষী বিদেশীর রাখো প্রাণ দুই দিন মাগিল্প সময় । প্রহরী রাখিব তোমার অনুনয় । দুই দিন কারাগারে রবে তার পর যা হয় তা হবে । বগুলেন এ কী খেলা, হে সুন্দরী, কিসের এ কৌতুক !