পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এত বলি রোহিণী হইলা অন্তৰ্দ্ধান । বসি পড়ে দয়ানন্দ হঞে হতজ্ঞান ॥ কিছু ক্ষণ পরে উঠি চলে ধীরে ধীরে । উপনীত হইল গিঞা শয়ন-মন্দিরে ॥ হেথা প্ৰভু চণ্ডীদাস বসিঞ ধ্যানেতে। সকল বৃত্তান্ত তিনি পারিলা জানিতে ॥ ধ্যান-ভঙ্গে উঠি তবে চলিলা সত্বর। রাজ-অন্তঃপুরে যথা হামীর-উত্তর ॥ ধীরে ধীরে চক্ষু মেলি দেখে নৃপমণি। সমূখেতে চণ্ডীদাস ভক্ত-চুড়ামণি ॥ দণ্ডবত নমি রাজা কহিলা তখন। হেনকালে কেন প্ৰভু হেথা আগমন ॥ উত্তরিলা চণ্ডীদাস কি কহিব আর । বড়ই বিপদ রাজা সমুখে তুমার ॥ নিশি-যোগে আসে যায় নারী একজন। চোরাঘাতে তুমার সে বধিতে জীবন ॥ নারী বলি কভু তারে না ভাবিহ হীন । গুপ্ত ভাবে অন্তঃপুরে থাক কিছু দিন । বিশ্বত না হও রাজা খুব সাবধান । এত বলি চণ্ডীদাস হইলা অন্তৰ্দ্ধান ॥ ভাবিতে লাগিল তবে হামীর রাজন। কি হেতু নাশিবে মোরে কেবা সেই জন ॥ নিত্য কৰ্ম্ম হয় যার পর-উপকার। তাহার মরণে বাস্থ হয় তবে কার ॥ প্রাণ-ভয়ে থাকি যদি অন্দর-মহলে । বাচিয়াও মরা আমি হব যে তা হলে ॥ কিন্তু যদি হেনমতে ঘটে তিরোভাব । মরিয়াও অমরত্ব হবে মোর লাভ ॥ নিত্য আমি রব হেথা ধ্যানেতে মগন । যায় যাবে স্বাক তাহে আমার জীবন ॥ এত ভাবি নর-রায় বসি সেই স্থানে। নিত্য কৰ্ম্ম করে নিত্য নিৰ্ব্বিকার মনে ॥ একদিন ধ্যান-মগ্ন আছে নরমণি ৷ ধীরে ধীরে গিঞ তথা পশিলা রোহিণী ॥ ૨84] যেমন মারিবে খড়গ নৃপতির মাথে। কে দুটি ধরিল হাত পশ্চাৎ হইতে ॥ চেয়ে দেখে চণ্ডীদাস আছে ধরি হাত । রোহিণীর শিরে যেন হইল বজ্ৰাঘাত ॥ চণ্ডীদাস কহে রুষি আরে হতভাগী । রাজ-অজে অন্ত্রাঘাত করিৰি কি লাগি ॥ কুলের কামিনী তুই এমন রাক্ষসী। এই দোষে হস্ত তোর পড়িবে যে খসি ॥ কোন দোষে কহ তবে কহিলা রোহিণী। ভবানীরে কইল বধ এই নৃপমণি ॥ বেশ ত আছেন তিনি সিংহাসনে বসি । কই তার হাত দুটি পড়ে না ত খসি ॥ জনকে যেদিন রাজা করিল নিধন । তখন কোথায় তুমি ছিলে হে ব্ৰাহ্মণ ॥ বয়েস পৰ্য্যন্ত যার না দেখিলা মুখ । ভাগুর শ্বশুর পর সবার সমুখ ॥ হেন মাতা কইলা যবে চিতা-আরোহণ। তখন কোথায় তুমি ছিলে হে ব্রাহ্মণ ॥ রাজ-কন্যা হঞে আমি দাসী-বৃত্তি করি। কত লার্থী খেঞেছিছু রাজ-পদে ধরি ॥ হত বা না হত কছু উদর-পূরণ। তখন কোথায় তুমি ছিলে হে ব্ৰাহ্মণ ॥ ধৰ্ম্মাধৰ্ম্ম-বিচার কি ছিল না সেকালে । কি আছে রাজার ধৰ্ম্ম কৰ্ত্তব্য লজিঘলে ॥ রাজ-কন্যা আমি এই রাজ্য-অধিকারী। হামীরে নাশিব কিম্বা দিব দূর করি ॥ পিতৃ-সিংহাসনে মোর বসিব এখন। ইথে কি অধৰ্ম্ম তুমি দেখিছ ব্রাহ্মণ ॥ হামীর-উত্তর কহে করি ষোড়পাণি। ব্রাহ্মণ রাজার কন্যা তুমিই রোহিণী ॥ এস মাগো রাজলক্ষ্মী বস সিংহাসনে। তোরে রাজা করি আমি যাইব যে বনে ॥ ধর মা মুটুক পর মস্তকে তুমার । রাজ-রাজেশ্বরী তুমি লহ রাজ্যভার ॥