পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই 93 বিষ্ণুপুর বনগ্রাম বাঙ্গালার মাথা। মল্লেশ গোপাল-সিংহ নিবসেন যথা ॥ চলে তথা চণ্ডীদাস চতুর্দোলে চড়ি । সঙ্গে রামী রামরূপ ফুলচাদ ছড়ি ॥* রামরূপ ফুলচাদ মঙ্গরাজ-দূত । নৃপতির প্রিয় অতি জাতিতে রজপুত ॥ শঙ্খনাদ করি তবে যত পুরবাসী। চণ্ডীর মস্তকে ফুল ছুড়ে রাশি রাশি। কেহ করে জয়ধ্বনি কেহ গুণ গায় । এইরূপে চণ্ডীদাস হইলা বিদায় ॥ মল্লরাজ-পুরে তবে উপনীত হন। নগরের শোভা দেখি প্রফুল্লিত মন ॥ অবিশ্রাস্ত যাতায়াত করে নর নারী। সারি সারি শোভে কত দোকানী পসারী ॥ কত শত দেবালয় স্বর্ণ উচ্চ-চুড়া। প্রবাল মুকুতা মণি মাণিক্যেতে জড়া ॥ বড় বড় বাপী কত না যায় বর্ণন । প্রকাও পরিখা গড় করেছে বেষ্টন ॥ আম্র তাল তমাল বিশাল তরু-রাজি । মনোমত করি যেন রাখা আছে সাজি ॥ অভেদ্য স্থদীর্ঘ এক প্রাচীরেতে বেড়া । রাজ-অট্টালিকা শোভে ধরি উচ্চ চুড়া ॥ ঢোল ঢঙ্কা বাজে কত শঙ্খ নহবত । কেহ নাচে কেহ গায় বাজায় সঙ্গত ॥ বাৰ্ত্তা পেঞে মল্লরাজ বাহিরে আইসে। কবপুটে প্রণাম করিলা চণ্ডীদাসে ॥ কহিলেন আজি মম অতি স্বপ্রভাত। ঘরে বসি পাইহ তেঞি প্রভূর সাক্ষাৎ ॥ কৃপা করি অন্তঃপুরে করুন গমন । মহিষী করিবে তব চরণ দর্শন ॥ হাসি কহে চণ্ডীদাস গুন নরমণি। পুর মধ্যে কারো কভু নাহি যাই আমি ॥ ● झफुि-दांब्रः । ૨૬૮] 'SN98Nలి তবে যদি পাই দেখা মদন-মোহন । অবশুই অস্তঃপুরে করিব গমন ॥ রাজা কহে থাকে মুক্ত গুক্তির ভিতরে। কিন্তু সে কি জানে মুক্ত কত গুণ ধরে ॥ কত রত্ব গর্তে সিন্ধু করঞে ধারণ । জানে কিসে রত্ব কত যতনের ধন ॥ আছে বটে মন্ত্রপুরে সে অমূল্য ধন। আমি কি চিনিব তায় হঞে নরাধম ॥ একাত্মা সে চণ্ডীদাস শ্রীরাধা-বল্লভ । তব ইচ্ছা হলে সে ত নহে অসম্ভব । মোর পাশে থাকেন যে রূপে যবে তিনি। দেখাইব আমি তারে লইবেন চিনি ॥ তুমিও আইস মা গো রাই রাসমণি । তব আগমনে আমি বহুভাগ্য মানি ॥ এইরূপে পরস্পর করি সম্ভাষণ। রাজ-অস্তঃপুর মধ্যে করিলা গমন ॥ ছিলা রাণী স্থির-নেত্রে দাড়াঞে প্রাঙ্গণে । প্রণাম করিলা তবে দোহার চরণে ॥ সসন্ত্রমে মৃগচৰ্ম্ম পাতিলেন তিনি। তাহাতে বসিলা প্ৰভু চণ্ডীদাস রামী ॥ তাড়াতাড়ি করে কেহ চরণ খালনে । কেহ ছুটাছুটি করি তাম্রকুটee আনে। আস্তে ব্যস্তে আসি কেহ চামর চুলায়। বসি কাছে কত কথা কহে নররায় ॥ বালক বালিকা বহু ফিরে দলে দলে । অসংখ্য রমণী রহে অন্দর-মহলে ৷ আবার কহিলা রাজা কে আছ হোখায়। তামাকু সাজিয়া পুন আনহ ত্বরায় ॥ চণ্ডীদাস হান্তমুখে কহিলা তখন। কোথা মঙ্গেশ্বর তব মদন-মোহন ॥ ৩৬ ) প্রায় ১৬•• খিষ্টাব্দ হইতে এদেশে ভাষাৰ চলিয়াছে। গঙ্গ অাছে, बवन-cनांइन यांजक-८क्रतं छांईiब्र छख ब्रांब रॅौब्र-दीर्घौ८ब्रब्र निविख কলিকায় ডামাক সাজিতেন। বোধ হয় কৃষ্ণসেন গল্পটি জুড়িয়া দিয়াছেন।