পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী N98\రి স্বলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেথে নিয়ো হার, ফেলো না অামারে ছড়ায়ে ॥ বিকায়ে বিকায়ে দীন আপনারে পারি না ফিরিতে হুয়ারে হুয়ারে, তোমার করিয়া নিয়ো গো আমারে বরণের মালা পরায়ে ॥ V) বজ্ৰসেন ও শু্যাম ( তরণীতে ) শুrাম এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী। তীরে বসে যায় যে বেলা মরি গো মরি। ফুল ফোটানো সারা করে বসন্ত যে গেল সরে, নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি । জল উঠেছে ছলছলিয়ে ঢেউ উঠেছে তুলে, মরমরিয়ে করে পাতা বিজন তরুমূলে, শূন্তমনে কোথায় তাকাস সকল বাতাস সকল আকাশ ঐ পারের ঐ বাশির স্বরে উঠে শিহরি ॥ বজ্ৰসেন কহ কহ মোরে প্রিয়ে আমারে করেছ মুক্ত কী সম্পদ দিয়ে। অয়ি বিদেশিনী, তোমারি কাছে আমি কত ঋণে ঋণী ।