পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুটার ডাক্তারের উদ্দেশে দৌড়াইয়া বাহির হইয়া গেল । মাকে বলিয়া গেল,—ডাক্তার আনতে চললাম,'মা । তখন বেলা সাড়ে বারটা । স্বচাদ ডাক্তারের গোফ পাকিলেও এবং টাক পড়িলেও অৰবিধ কিছুই হয় নাই, কারণ দাত পড়েও নাই, নড়েও নাই। সেই সুযোগে জনৈক বদান্ত রোগী প্রদত্ত উপঢৌকন কচি পাঠাটির মাংস আজ বিপ্রহরে তিনি খাইয়াছেন।-- খাইয়া খানিক আগে উপরে উঠিয়াছেন, তার পর গুইয়াছেন, তার পর ডান পাশে ফিরিয়া টানিয়া টানিয় কলিকাটিতে আর কিছুই রাখেন নাই—শেষ করিয়াছেন ; তার পর সট কাটি নামাইয়া রাশিয়াছেন---এইবার বা পাশে ফিরিবেন, নিদ্রাকর্ষণ স্বরু হইয়াছে, এমন সময় পুনৰ্ব্বমুর ডাকে তাহার চিত্ত বিক্ষিপ্ত হইল-•• বলিলেন,—কি ? —আমি পুনৰ্ব্বস্ব। একবার শুষ্কন ডাক্তার বাৰু। পুনৰ্ব্বক্ষর কণ্ঠস্বরে যেন প্ৰণতি ধ্বনিত হইল। —যাই। বলিয়া স্বচাদ জানালায় আসিলেন ; বলিলেন,—কি খবর ? —বাবার ভারি অন্থখ। আম্বন একবার। কিন্তু স্বচাদের অভিজ্ঞতা বহুধ ব্যাপ্ত। জিজ্ঞাসা করিলেন,—ওষুধ মোটেই পড়ে নি ? —কবরেজ মশারকে ডেকেছিলাম। তিনি ওষুধ দিয়েছেন। —তবে আর কি ! তাই আপাততঃ দাও গিয়ে । মামি ঠিক সাড়ে তিনটে যাব। একেবারে কঠিন কিছু ठ नग्ने ! পুনৰ্ব্বম্বর মনে হইল, বোধ হয় সে ভুল করিল, কিন্তু তার মনে হইল, স্বচাদ যেন বলিতে চান, তেমন কঠিন কিছু হইলে কবিরাজ প্রভৃতি হিজিবিজি ব্যাপার না করিয়া একেবারে তাহারই কাছে সে আসিত।

    • रब ७ प्ले चडिपान छब्रिज-कष रुश्लि नां । বপদ তার নিজেরই বলিয়া সম্ভবতঃ তার মনে হইল, ভয়ধাতা ও জীবনদাতা চিকিৎসকের কৰ্ত্তব্য, রোগার্ডের

هو صدهها আহবানে সেই দিকে এবং তখনই অভয় লইয়া আত্মহারা भड ছোটা--- কিন্তু স্বৰ্গদ ধীরে স্বন্থে বলিলেন,—এই খেয়ে উঠলাম। আর রোদে রোদে বড় ঘুরেছি আজ। কিছু ভেবে না ; তোমার বাবাকে আমি মরতে দেব না । বলিয়া হাসিয়া উঠলেন ; বলিলেন,-সাড়ে তিনটের ঠিক যাব। —গাড়ী আনি ? -नी नl• • • পুনৰ্ব্বস্ব পুনরায় কাতরোক্তি করিল ; বলিল,—সাড়ে তিনটার আগেই যদি যেতে পারেন তবে বড় উপকার হয়। তিনি বেহুল হয়ে আছেন—জর খুব। স্বচাদ তেমনি মিষ্ট মুখে কহিলেন,—যাব, যাব, তাই যাব। সব দেখব গিয়ে। আমারও ত গরজ আছে! . পুনৰ্ব্বন্ধ অত্যন্ত নিস্তেজ হইয়া ফিরিয়া আসিল--- রোগীকে কবিরাজী ঔষধই দেওয়া হইল এবং দেখিতে দেখিতে স্বর্চাদের ‘সাড়ে তিনটে কথন বাজিয়া গেল• • • পুনৰ্ব্বন্ধ আবার ছুটিল— স্বর্চাদ দিব্য খালি গায়ে তার ফুলবাগিচার বেড়ার पांtब्र नैफ़िांश्ध चांtझन“शूनर्विश्ब्र भिक थञांछ ध्यू झछि তুলিয়া বলিলেন,—আমি তৈরি হে। একটু বসে। চ'-টা খেয়ে নিই। খাবে এক কাপ ? —আীজের না । —আমি খেয়ে নিই। দু-মিনিট F-চল বসি গে— বলিয়া স্বর্চাদ বেড়ার ধার হইতে পুনৰ্ব্বন্ধকে লইয়া আসিয়া চেয়ারে বসাইলেন ; বলিলেন,-চা তৈরি হচ্ছে—এল ব'লে। চ-টা না খেয়ে বেরুলে আমার মনে হয় রুগী-টুগী সব মিথ্যে —এমনই খাপছাড়া লাগে। আর, যার-তার হাতের চা আমি কিছুতেই খেতে পারি নে; মনে হয় ঠিক ষত্ব নিয়ে তৈরি করা হয় না---এনেছিস ; রাখ, । ভূত্য টেবিলের চায়ের কাপ এবং জলখাবারের ডিস্ নামাই দিল—স্বচাদ কাচাগোল্লা ভাণ্ডিয়া মুখে দিলেন--- शून्र्सश्ब्र भन्न श्रङ जॉशिंग, देशणांक चांद्र পরলোকের মাঝখানে, একটা অনির্দিষ্ট স্থানে, স্বচ্ছ অন্ধকারে