পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমবার স্বচাদের সাক্ষাৎ আমরা পাইয়াছি ; এইবার দ্বিতীয়বার পাইব, কিন্তু বিলম্ব আছে। স্থটাদের বাড়ীটা একটু দূরে— পুনৰ্ব্বস্ব দৌড়াইয়া যখন সেখানে পৌছিল তখন উষার আলোক ফুটিয়াছে ; কিন্তু স্বীকার করিতেই হইবে, স্বচাদ তখন ঘুমাইয়া নাই—অত ভোরেই তার নিদ্ৰাভঙ্গ হইয়াছে। তিনি এদিকেও খুব সাবধানী আর নিষ্ঠাবান। এক ডাকেই সাড়া দিয়া স্বচাদ দ্বিতলের শয়ন-প্রকোষ্ঠ হইতে জানিতে চাহিলেন,-কে ? —আমি পুনৰ্ব্বস্ব । শীগগির আস্থন ত একবার। বাবার অবস্থা ভাল বোধ হচ্ছে না। পা যেন ঠাণ্ড মনে হ’ল !—বলিয়া পুনৰ্ব্বস্ব ইশপাইতে লাগিল। স্বচাদ জানালায় আসিলেন ; বলিলেন,—শুনলাম। চল যাচ্ছি । মুখে একটু জল নিয়েই যাচ্ছি, চল । ভোরও ত হয়ে এল -আধ ঘণ্টা অন্তর দু’বার লাল ওষুধটা দাও গিয়ে ; তা করতেই আমি পৌছে যাব। দাড়াইয়া সাধ্যসাধন করার সময় পুনৰ্ব্বস্থর নাই। “যে— ”—বলিয়া সে চলিয়া আসিল । কিন্তু লাল রঙের ঔষধে রোগীর অবস্থান্তর ঘটিল না, একই ভাবে রহিল••• উহারাই বুদ্ধি করিয়া গরম জল বোতলে পুরিয়া হাতে পায়ে সেঁক দিতে লাগিল. এমনই করিয়া ঘণ্টাখানেক কাটিল —স্বৰ্য্যোদয় কখন হুইয়াছে তার ঠিক নাই—মুখে একটু জল নিতে ত এত বিলম্ব হইবার কথা নয় । পুনৰ্ব্বস্বকে তার মা আবার পাঠাইলেন••• এবার স্বচাদ অন্তঃপুরে নাই ; দেখা গেল, এবার “ডিস্পেন্সারী রুম’ আলো করিয়া তিনি বসিয়া আছেন— এমন সঙ্গত স্থশোভন পরিবেশে পুনৰ্ব্বস্ব আগে কখনও কাহাকেও দেখে নাই। স্কটা বুড়ো মানুষ ; ঘর আলো রিয়া বসিয়া থাকিলেও তার নিজস্ব দীপ্তি থাকা সম্ভব য়-আছে তার নাখনীর, এবং তাহাকেই কোলে করিয়া চিাঁদ বসিয়া আছেন বলিয়, পুনৰ্ব্বন্ধ অনুভব করিল লই জগুই, ঘর আলোকিত হইয়াছে--- খুফু দ্বাস্থর কোলে এলাইয়া পড়িয়া নানান জালাপ রিতেছে— পুনৰ্ব্বক্ষ যাইয়া দরজায় দাড়াইতেই স্বচাদ সহসা ব্যঃ হইয়া উঠিলেন ; বলিলেন,—এই উঠেছি, দাদা। এই মেয়েটি কত যে বাজে গল্প করছে তার ঠিক নেই-= কিছুতেই অঙ্ক ছেড়ে নামবে না —বলিয়া সুচাদ খানিক হাসিলেন—তাহার দরুণ র্তাহাকে অধিকতর উজ্জল দেখাইল - তারপর খুকুর দিকে মুখ নামাইয়া তিনি সামুনয়ে বলিলেন,—নামে, খুকু ! কত রুগী তেড়ে আসছে দেখছ না ! এত এত টাকা আনৃব ; সব তোমায় দেব । জার আঙুর কিনে আনব। আর সেই মাতালের পুতুলটা । মনে আছে ত ? চাবি দিলে কেমন ঘাড় নেড়ে নেড়ে সে মাতালের মত করে ! তোমার জন্যে নিশ্চয় কিনে আনব, যত দামই হোক । খুকু কান পাতিয়া প্রতিশ্রুতি প্রভৃতি শুনিল ; কিন্তু উত্তর দিল বিদ্রোহীর মত ; বলিল,—নামব না, তোমার সঙ্গে যাব ; আঙর কিনে সেই দোকানে বসেই খাব আর, পুতুল আমি নিজে কিনব। স্বচাদ হতাশ হইয়া বলিলেন,—দেখলে হে অদ্ভুত আবদার মেয়েটার ? তুমি যাও, সেক দাও গে। আমি উঠেছি--- মুৰ্চাদের মুখের কথা শেষ না হইতেই পুনৰ্ব্বত্ব প্রস্থানোস্থ্যত হইল । - —কেমন ? মা বলিলেন,—তেমনি । একবার চোখ মেলেছিলেন ; বললেন, ভাল আছি। ডাক্তার আসছে ? -ईT ॥ কিন্তু কই ডাক্তার ? অারও তিন কোয়ার্টার গেল••• ভাগনে দেবব্রতকে পুনৰ্ব্বক্ষ ছটাইয়া দিল—সে খবর পাঠাইল এবং বলিল যে, ডাক্তারবাবু বাহির হইয়াছেন••• ডাক্তারবাৰু বাহির হইয়াছেন শুনিয়াও আর দেরি করা চলিল না—মুহূর্তের বিলম্বে সৰ্ব্বনাশ কত দ্রুত আর কত অনিবার্ষ্য হইয়া উঠিতে পারে তাহা ঈশ্বরই জানেন। দ্বিতীয় অবলম্বন কবিরাজ—