পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারীনিগ্রহ সম্বন্ধে বঙ্গমহিলাদের সভা বঙ্গে যে বহুসংখ্যক নারী পৈশাচিকভাবে নিগৃহীত হইতেছেন, তাহার প্রতিরোধকল্পে কি করা যাইতে পারে, তাহার আলোচনার নিমিত্ত, শ্ৰীমতী মোহিনী দেবী, শ্ৰীমতী অনুরূপ দেবী, শ্ৰীমতী নিরুপমা দেবী, শ্রীমতী কিরণ বস্তু, শ্ৰীমতী লাবণ্যলতা চন্দ ও শ্ৰীমতী কুমুদিনী বস্তুর আহবানে, গত ১৯শে আশ্বিন কলিকাতায় মহাবোধি সোসাইটির হলে বাঙালী মহিলাদের একটি সভার অধিবেশন হইয়াছিল । শ্ৰীমতী সরলাবালা সরকার সভানেত্রীর আসন গ্রহণ করেন। সভার প্রারম্ভে তিনি বলেন : বাংলা দেশে নারীর উপর যেরূপ অত্যাচার চলিতেছে, অম্বা দেশে BBBB BB BBBBB BBBS BB BBBS BBB S BB BBB কিয় বাঙালী জাতি, বিশেষভাবে বাংলার নারীর, একেবারে নিশ্চল । বাংলা দশ যেন প্রাণহীন হষ্টয়৷ পণ্ডিয়াছে । গোদ গোবিন্দপুরে একটি নারীর উপর যে অত্যাচার হইয়া গিয়াছে, গঙ্গা কি বাংলার নারীজাতির কলঙ্ক ও অপমান নহে ? আজকাল দেশাত্মবোধ অনেক বুদ্ধি পাইয়াছে, এবং বুদ্ধি পাওয়াও উচিত ; সুতরাং পল্লীগ্রামের নারীদের উপর অত্যাচারে যদি বাংলার নারীদের প্রাণ কাদিয়: না উঠে এবং এইরূপ অত্যাচারের প্রতিকারের জষ্ঠ যদি তাহার বদ্ধপরিকর না হয়, তাহ হইলে নারীজাতির পক্ষে অধিকতর লজ্জার বিষয় আর কি আছে । দিনের পর দিন যখন এইরূপ হইতেছে, তখন দেশের নারীদের এই বিষয় সচেতন হওয়া উচিত এবং অস্তরের সহিত এই প্রশ্নের সমাধানের জন্ত যত্নবান হওয়া উচিত । ইহার পর এই সভায় নিম্নমুদ্রিত চারিটি প্রস্তাব গৃহীত হয়। (১) এই সম্ভ প্রস্তাৰ করিতেছে যে, বাংল দেশে যেরূপ দিনের পর দিন অসহায় নারীদিগের উপর দারুণ পৈশাচিক অত্যাচার হইতেছে, তাহার জন্য গবন্মেন্টের বিশেষভাবে কঠোরতর শাস্তির বিধান করা উচিত এবং যেখানে দলবদ্ধভাবে অত্যাচার হয়, সেখানে যে যে গ্রামের লোকের দ্বারা এইরূপ অত্যাচার সঙ্ঘটিত হয়, সেই সেই গ্রামের উপর পাইকারী জরিমান (পিউনিটিভ ট্যাক্স ) ধাৰ্য্য করা হউক এবং পুলিস যাহাতে এই সমস্ত অত্যাচার নিবারণের জন্য বিশেষ সতর্কভাবে নিজ কৰ্ত্তবা সাধন করে, সেজন্য তাঁহাজের উপর সরকারের বিশেষ আদেশ দেওয় উচিত । অপর পক্ষে এই সঙ্গ গ্রামে গ্রামে বাহাতে নারীদের রক্ষার জন্য রক্ষিদল সংগঠিত হয়, সেজন্যও দেশবাসীকে অনুরোধ করিতেছে। (২) খোদ গোবিন্দপুরে আমাদেরই একটি ভগ্নী, বাংল, মায়ের এক ভিাগিনী কন্য, বীরসী ও বহু সন্তানের জননী কুমকুমারীর উপর ৰে অমানুষিক, নিলজি ও পৈশাচিক অত্যাচার অনুষ্ঠিত হইয়াছে এবং যেরূপ দুঃসাহসের সহিত প্রকাষ্ঠভাবে দলবদ্ধ হইয় এই অত্যাচার হইয়াছে, তাহার বিবরণ পাঠ করিয়া প্রতোক নরনারীষ্ট স্তন্তিত হইবেন । এই মোকদ্দমায় অপরাধীগণের প্রতি যে-দণ্ড প্রদত্ত হইয়াছে, তাহ অপরাধের তুলনায় নিতান্ত সামান্য হুইয়াছে । এজন্য এই সভ। আশা করিতেছে aSBBB BB BBBS BBB BBB BBBS BBHBBBB BBBB দগুবিধানের দ্বারা বাংলার নারীগণের মান-সন্মান রক্ষার বাবস্থা করিয়৷ দেশবাসীর শঙ্কাল্পজন হুটুন । (৩) বাংল দেশের প্রত্যেক রমণ ঠাহীদের পত্নীগণের উপর যে সকল অত্যাচার হইতেছে, সে বিগয়ে বিশেষ মনোযোগ দিয়া, কলিকাতায় ও মফস্বলে, পল্লীতে পল্লীতে, ইহা নিধারণের উপায় নিৰ্দ্ধারণের জন্য BBBBBBB BBB 0 BBBBB BBBB BBBB BB BBBB DS BB অত্যাচার নিবারিত হয়, তদবধি দৃঢ়ভাবে প্রতিকারের চেষ্টা করিতে থাকিবেন । এই সম্প্র: বাংলা দেশের ভগিনীগণের নিকট সনিৰ্ব্বন্ধভাবে ইহাই অনুরোধ করিতেছে । (৪) জাতিধৰ্ম্ম নিধিলশেসে সমস্ত নারী মাত্রেই লাপ্পী, এবং যাহার BBBB BBB BBBB BBBKS BBY BBB BBBBB K BBBB প্রশ্নই উঠিতে পারে ন! । সুতরাং আমর। এই সম্প্রায় নারীগণের পক্ষ তহঁতে দৃঢ়ভাবে এই প্রস্তাব গ্রগুণ করিতেছি যে, নারীর উপর অত্যাচারী কর্তৃক অত্যাচার-ব্যাপারে সাম্প্রদায়িকতার উল্লেখ কোনমতেই সঙ্গত নহে । র্যাহার এই প্রস্তাবগুলি উপস্থিত করেন ও সমর্থন করেন র্তাহীদের কাহারও কাহারও বক্তৃতার কোন কোন অংশের তাৎপৰ্য্য নীচে দেওয়া যাইতেছে । শ্ৰীমতী কুমুদিনী বস্ব প্রথম প্রস্তাব উপস্থিত করিয়া বলেন : আজ ১৫ বৎসর ই’ল এই পাপ বুদ্ধি হওয়ায় এই পাপ দূর করবার জন্যে আন্দোলন আরস্ত হয়েছে । এই পাপ দূর করবার জন্যে বাঙালীকেই বদ্ধপরিকর হতে হবে । বাংলার পল্লীতে পল্লীতে যুবকগণের দ্বার: রক্ষীর দল সংগঠন ক'রে দুৰ্ব্ব স্থদের অত্যাচার দমন করবার ব্যবস্থা করতে হবে । নতুবা অীর রঞ্চ নেই , কেহই আর নিরাপদে বাস করতে পারবে না । বাংলার পল্লীতে আমাদের ভগিণীদের মধ্যে ষ্ট্ৰীযশ ত্রাসের সঞ্চার হয়েছে। কোন দিন কোন পরিবারের মেয়ে, বধূ, মা’র সর্বনাশ হবে, তার কিছুই ঠিক লাই । এষ্ট অরাজক অবস্থায় প্রতিবিধান ন! করলে আর রক্ষণ নেই। গত ১৫ বৎসর গবন্মে"ণ্টেরই গণনা অনুসারে দেখা যায়, দশ হাজারেরও বেশী নারী নিগৃহীত হয়েছে । গবন্মেষ্ট তার দমনের জন্য কি করেছেন ? এতদিন ত কিছুই করেন নি, এ-বৎসর মাত্র বেত্ৰাঘাত-দণ্ডের ব্যবস্থা করেছেন। গবষ্মেণ্ট ঠগীর অত্যাচার নিবারণ করেছেন, গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ বন্ধ করেছেন। আর নারীর উপর