পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাল্প; গান্ধী মন্দিরের দ্বার উদঘাটন করিতেছেন অসন্তোষ ভিত্তিহীন নহে। জাতিভেদের ও অস্পৃশ্যতার দাসত্ব হইতে আপনাদিগকে যথাসম্ভব মুক্ত করিবার নিমিত্ত তাহার হিন্দুদিগকে সনিৰ্ব্বন্ধ অনুরোধ জানাইয়াছেন, যাহাতে র্তাহার। স্বাধীনতার সংগ্রামে তাহাদের স্বদেশবাসীদের পাশাপাশি দাড়াইতে পারেন । স্পেনে যুদ্ধের অবস্থা স্পেনে বিদ্রোহীরা রাজধানী মাদ্রিদে প্রবেশ করিয়াছে বটে, কিন্তু অন্য অনেক শহর ও প্রদেশ এখনও তথাকার গবন্মেন্টের হাতে আছে। যুদ্ধের অবসান এখনও হয় নাই, হইবে না। . বৰ্ত্তমানে স্পেনের বিদ্রোহীরা পোটুর্গ্যাল, জামেণী ও ইটালীর সাহায্য পাইতেছে। শেষ পর্য্যন্ত যদি তাহারা জয়ী হয়, তাহা হইলে ইউরোপে ইটালী, জামেণী, স্পেন ও টুর্গ্যাল এই চারিটি প্রদেশ ফাসিষ্ট হইবে । রাশিয়া আছে বৃহৎ সোশালিষ্ট বা সমাজতান্ত্রিক দলের অন্তর্গত শ্রীশিবপ্রসাদ গুপ্ত কমু্যনিষ্ট বা সাম্যবাদী দল। ফ্রান্স কতকটা সমাজতান্ত্রিক। ব্রিটেন ঠিক কান দলের নহে। এখানে ফাসিষ্ট আছে, সোপ্তালিষ্ট এবং কমুনিষ্টও আছে ; কিন্তু সকলের চেয়ে বড় দল এথম টোরিদের—ধারা এখন তথাকার গবন্মেণ্ট নামধেয় । ইউরোপে একটা খুব বড় যুদ্ধ আসন্ন মনে হইতেছে, তাহাতে ব্রিটেন কোন দলে যাইবেন, সে বিষয়ে নানা প্রকার অনুমান নানা জনে করিতেছেন । চলন্ত চিত্রপ্রদর্শনী লক্ষ্মেী কলাবিদ্যালয়ে ( লগ্নেী আর্টস্থলে ) শিক্ষাপ্রাপ্ত এবং তথাকার শেষ পরীক্ষায় উত্তীর্ণ ঐযুক্ত রামেশ্বর চট্টোপাধ্যায়ের চিত্রাঙ্কণনৈপুণ্য প্রবাসীর পাঠকগণ অবগত আছেন । তাহার কয়েকটি চিত্রের রঙীন প্রতিলিপি প্রবাসীতে প্রকাশিত হইয়াছে। তিনি সম্প্রতি ভারতীয় চিত্রকলার সহিত ভারতবর্ষের নানা নগরের লোকদিগের পরিচয় ঘনিষ্ঠভর করিবার নিমিত্ত লক্ষ্মেী কলাবিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রদিগের অঙ্কিত মোট তেষট্টিখানি ছবির