পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOLO প্রবাসী এল তিথি দ্বিতীয়া, ভাই গেল জিতিয়া, ধরিল পারুল-দিদি হাতা বেড়ি খুস্তি, নিরামিষে আমিযে রোধে, গেল ঘামি সে, ঝুড়ি ভরে জমা হ'ল ভোজ্য অগুস্তি । বড়ো থালা কাংসের মৎস্য ও মাংসের কানায় কানায় বোঝা হয়ে গেল পূর্ণ। স্বভ্রাণ পোলায়ে প্রাণ দিল দোলায়ে, লোভের প্রবল স্রোতে লেগে গেল ঘূণে । জমে গেল জনতা, মহা তার ঘনত, ভাই-ভাগ্যের সবে হতে চায় অংশী । নিদারুণ সংশয় মনটারে দংশয় বহু ভাগে দেয় পাছে মোর ভাগ ধ্বংসি’ । চোখ রেখে ঘণ্টে অতি মিঠে কণ্ঠে কেহ বলে, দিদি মোর, কেহ বলে,—বোন গো, দেশেতে না থাকৃ যশ, কলমে না থাক রস,