পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NHOO প্রবাসী sఅ8లి করিয়া প্রতিবাদীর বরাবরে কবুলিয়ং লিখিয়া দাও নাই ? সেই কৰুলিয়ংখানি এখন কোথায় আছে ? জেরার উত্তরে বেচারাম সেন বলিয়াছে, সে ৫২ মাসিক বেতনে ১২১৫ সন হইতে ১২২৩ সনের ৩রা অগ্রহায়ণ পৰ্য্যন্ত ( ১৮১৭ সালের ১৭ই নবেম্বর পর্য্যন্ত ) রামমোহন রায়ের দপ্তরে মোহরেরগিরি করিয়াছে। জাতি সম্বন্ধীয় ব্যাপারে বাদী গোবিন্দপ্রসাদের সহিত প্রতিবাদী রামমোহন রায়ের যে মতভেদ অর্থাৎ দলাদলি উপস্থিত হইয়াছিল তাহাতে সে বাদীর পক্ষ সমর্থন করায় ১২২৪ সনের ৩রা অগ্রহায়ণ তাহাকে চাকরি হইতে বরখাস্ত করা হইয়াছিল। চাকরি লইবার সময় সম্ভাবে কাজ করিতে অঙ্গীকার করিয়া সে প্রতিবাদীকে কবুলিয়ং লিখিয়া দিয়াছিল। রামমোহন রায় বেচারাম সেনের এই কবুলিয়ং হুপ্রিম কোর্টে দাখিল করিয়াছিলেন, এবং মোকদ্দমার নর্থীর মধ্যে এখনও তাহ আছে। এই কবুলিয়তের পাঠ যতদূর উদ্ধার করিতে পারিয়াছি সেকালের দলীলের নমুনাস্বরূপ তাহা এখানে উদ্ধৃত করিব— লিখিতং শ্ৰীবেচারাম সেন কস্ত কবুলাতি পত্রমিদং সন ১২২১ সালাব্দে লিখনং কাৰ্য্যনঞ্চাগে পরগণে জাহানাবাদ তরফ কৃষ্ণনগর ও গয়রহ মহাশয়ের পত্তনি তালুক ও নিজ তরফ মজকুরের ডিহির মুহুরের গিরি কার্ধ্য আমাকে মোকরর করিলেন...খুলীতে মোকরর হইলাম ডিহি মোকামবর উক্ত হাজের থাকীয়া সকল কার্ধ্যের আনঞ্জাম (আঞ্জাম) দিব মহাশয় ডিহির কাগজপত্র জখন জাহা তলব করিবেন তৎখনাত মহাশয় বরাবর দাখিল করিয়া দিব বে আইন, কোন কাৰ্য্য করিব না জদি বেআইনী কোন কাৰ্য্য করি তাঁহাতে কেছ আদালতে আমার নামে নালিষ করে তাহার জবাব দেহি আমার জিৰ্মা (জিম্বা) এবং আদালতের খরচ পত্র যাহা हद्देवक डांश् चांभि निछ यांनांटम्र निव जब्रकां८ब्रग्न जश्डि এলাখা নাই মহাশয়ের হুকুম শেভায় কোন কাৰ্য্য করি সে মনঞ্জর ( মঞ্জুর ) নহে মাহে আন মাফেক বরাদ পাইব আমার চাকরির মাল জামেন রাধানগর সাকিনের শ্ৰীমথুরমোহন বসে কে দিব এতদার্থে আপনা খুলীতে চাকরি কবুল করিয়া কবুলাতি পত্র লিখিয়া দিলাম ইতি সন ১২২১ বার শও একুইষ সাল তা ১০ পৌষ ইসৗদি ঐরামহরি মিত্র ঐছনিরাম মিত্ৰ শ্ৰীমদনমোহন বশে সাং রাধানগর সাং রাধানগর সাং রাধানগর পং জাহানাবাদ বেচারাম সেন যে জেরার উত্তরে বলিয়াছে ১২১৫ সনে সে রামমোহন রায়ের দপ্তরের মোহরের নিযুক্ত হইয়াছিল এই কথা ভুল। কবুলিয়তে দেখা যায় তাহার এই পদে নিয়োগের প্রকৃত তারিখ ১২২১ সনের ১০ পৌষ ( ১৮১৪ সালের ২৩শে ডিসেম্বর ) * চাকরি হইতে বরখাস্তের তারিখ সম্বন্ধে বেচারাম সেনের উক্তির মধ্যে বিরোধ রহিয়াছে। সে একবার বলিয়াছে, ১২২৩ সনের ৩রা অগ্রহায়ণ পৰ্য্যন্ত সে চাকরি করিয়াছে, এবং আবার বলিয়াছে, ১২২৪ সনের ৩রা অগ্রহায়ণ সে পদচ্যুত হইয়াছিল। জেরার প্রশ্নমালায় বেচারাম সেনের বরখাস্তের তারিখ দেওয়া হইয়াছে ১২২৩ সনের চৈত্র ( ১৮১৭ সালের মার্চ-এপ্রিল ) । এই তারিখই অধিকতর সঙ্গত মনে হয়। পূর্বেই উক্ত হইয়াছে, রামমোহন রায়ের পরিবার লাঙ্গুড়পাড়ার বাড়ী ছাডিয়া রঘুনাথপুরের বাড়ীতে উঠিয়া গিয়াছিল ১৮১৭ সালের ২৭শে জানুয়ারী। তার পরই সম্ভবতঃ মাত-পুত্রের বিবাদ ঘনীভূত হইয়াছিল, এবং দলাদলি আরম্ভ হইয়াছিল। রামমোহন রায়ের পরিবার লাঙ্গুড়পাড়ার বাড়ী থাকিতে দলাদলির অবকাশ ছিল না। স্বতরাং ১৮১৭ সালের জানুয়ারী মাসের পরে দলাদলির এবং বেচারাম সেনের বরখাস্তের সম্ভাবনা । হইয়াছিল এবং বেচারাম সেনের চাকরি গিয়াছিল। . চাকরি যাওয়ার চার-পাচ দিন পরেই বেচারাম গোবিদ aषकांबाब cनन cवांर्ष इत्र ब्राऋयाख्न ब्राप्ब्रज sांकब्रि शश्वांब्र गूरी ब्रांजीकरणांछन ब्रांछन्न छांकूर्ध्नि कब्रिड । -