বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-~~. SN98N9 ফোটে ৪ খ্ৰীপরিমল গোস্বামী তাহার যুগান্তরকারী পরিবর্তন ঘটিয়া গিয়াছে। মাত্র চারিপাচ বৎসর পূৰ্ব্বেও হাও-ক্যামের যত বড় হওয়া উচিত বলিয়া তাহারা মনে করিতেন, সে ধারণা এখন আর নাই। এত দিন ৩৫ × ২ই ইঞ্চি ছবি যে ক্যামেরায় তোলা যায় হাও-ক্যামেরার মধ্যে তাহাই ছিল সৰ্ব্বাপেক্ষা ছোট এবং সৰ্ব্বাপেক্ষা জনপ্রিয় সাইজ। অবশ্ব ‘ভেষ্ট-পকেট’ ক্যামেরাও প্রস্তুত হইত কিন্তু তাহা জনপ্রিয় ছিল না। ঐ সাইজ, ৯ x ১২ সেণ্টিমিটার বা পোষ্টকাড সাইজ ক্যামের যত বিক্ৰী হইত, ভেষ্ট-পকেট সাইজ তাহার কলিকাতার দৃপ্ত এব-চতুর্থাংশও বিক্ৰী হইত কিনা সন্দেহ। "ভেক্ট-পকেট ছবির আকার ২২ × ১৫ ইঞ্চি । কুড়ি বাইশ বৎসর পূৰ্ব্বে এনসাইন ক্যাটালগে টিক-ওয়াচ, ক্যামেরার বিজ্ঞাপন দেখিয়াছি—তাহাতে ডাকটিকিট সাইজের ছবি তোলা যাইত। কিন্তু সে ক্যামেরা আদৌ বিক্ৰী হইয়াছে কিনা সন্দেহ । গত তিন চারি বৎসরের মধ্যে লোকে অত্যন্ত ছোট সাইজ ক্যামেরা ও ছোট সাইজ ছবির ভক্ত হইয়া পড়িয়াছে। এই নূতন রীতির ফোটোগ্রাফির নাম হইয়াছে মিনিয়েচার