পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●●。 চলে যেতে হবে মানুষের পক্ষে একথা সত্য হ’তে পারে না । সংসারের ভিমিরান্ধকারের মধ্য হতেই আলোকের পথ আবিষ্কার করতে হবে, জ্যোতিৰ্ম্ময় পুরুষকে জানতে হবে। আমার জীবনের একটা সৌভাগ্যের কথা ভেবে আশ্চৰ্য্য লাগে, সেকথা আজ বলতে চাই । এই আশ্রমের প্রারম্ভে আমাকে অসাধ্য ঋণভার ও দারিদ্র্যের বোঝা বহন করতে হয়েছে । আজকের এই প্রতিষ্ঠান স্থাপন অকস্মাৎ ও সহজে হয় নি, এর পিছনে অনেক ক্লছুসাধ্য আয়োজন ও চেষ্টার ইতিহাস আছে। ধখন এ স্থাপিত হয় সেসময়ে আমার নিজের সম্পত্তি ছিল না, দুৰ্ব্বহ ঋণের বোঝা ছিল । সেই অবস্থাতেই নিজেকে সমস্ত কৰ্ম্মভার এবং সকল ছাত্র ও শিক্ষকের ব্যয়ভার বহন করতে হয়েছে । কিন্তু এই কাজ আমার সহজ হয়েছিল, . কারণ আমার কৰ্ত্তর্যের প্রবাহ সহজেই আমাকে আমার নিজের থেকে সৰ্ব্বদা সরিয়ে রেখেছিল। আশ্রমের এই সুদীর্ঘ ৫০ বছরের ইতিহাসে আমাকে অনেক শোক ক্ষতি সহ করতে হয়েছে। দেশের লোকের ঔদাসীন্ত ও কুৎসা থেকে আমি নিষ্কৃতি পাই নি, এই প্রতিষ্ঠান চালতে গিয়ে আত্মীয়মণ্ডলী থেকে দূরে পড়ে গিয়েছি। প্রতিকূলতার অস্ত ছিল না, ميقافتتالية EPE N " 恩、 ، F_نبر గాఢా து து _ _ *

次邸 .సి*Sస్వర్క్ర

প্রশ্বাসী $ 96-9 কারণ বিষয়ীভাবে এই বিদ্যায়তন চালানে যথার্থই মূঢ়তা বলা যেতে পারে। তৰু এই দুঃখ-দারিদ্র্য, অন্যায় নিন্দা ও অকারণ উপেক্ষার পীড়ন সহ করা আমার কাছে সহজ হয়েছে তার একমাত্র কারণ যে, যে অহঙ্কারের ভার অহংকে পীড়িত করে কৰ্ম্মের প্রেরণাবেগে সে আপনিই কাধ থেকে নেমে গিয়েছিল। যার পর তারা আমার আত্মীয় হয়েছিল, যারা বাইরের তারা এসেছিল ভিতরে । কঠিন শোক দুঃখ আমাকে আক্রমণ করেছিল কিন্তু এই আশ্রম আমাকে পরাভব থেকে রক্ষা করেছে। মানুষ আপনার কৃতিত্ব প্রমাণ করবার জন্ত যখন কৰ্ম্মের আয়োজন করে তখন ছন্দ্বের অস্ত থাকে না, কারণ কৰ্ম্মক্ষেত্র তখন অহং ঘোষণার ক্ষেত্র হয়ে ওঠে । আজ উৎসবের দিনে আমরা এই কথা বলব যে এখানকার কৰ্ম্মপ্রচেষ্টা ক্ষুদ্র আপনকে প্রচারের প্রয়াস নয়, আত্ম-উপলব্ধির সাধনা। এই আদর্শ আমাদের কৰ্ম্মকে উদ্বুদ্ধ করুক, তবেই বিদ্যালয়ে ও আমাদের চারি দিকের পঞ্জীমণ্ডলে আমাদের কৰ্ম্মব্রত সত্য হয়ে উঠবে I* ও শান্তিনিকেতনে ৭ই পৌষ ( ; ২৪ ) উৎসবের উদ্বোধন ও উপদেশ । ঐ প্রদ্যোতকুমার সেনগুপ্ত কত্ত্বক অসুলিখিত ।

  • = ~ * * * * *No -> వ్రై vন

|్ళ5::?&'" : ,.:"J్మ:g s R^* :::: ه *zایجنس2:ٹیکٹ4 “ح:::Aگنی گئi:مئیo →