পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় জাপানী রঙীন কাঠখোদাই চিত্রের প্রদর্শনী আমাদের দেশে জনসাধারণের শিল্প-চেতনা যে ক্রমশ বুদ্ধি পাইতেছে, এ-সম্বন্ধে সংশয়ের অবকাশ নাই। প্রায় ল্লিশ বৎসর পূৰ্ব্বে ইণ্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আটস-এর প্রথম চিত্র-প্রদর্শনী হয় ; বহুদিন পর্যন্ত এই বার্ষিক প্রদর্শনীই কলিকাতার জনসাধারণের পক্ষে শিল্পপরিচয়ের একমাত্র কেন্দ্র ছিল। বৰ্ত্তমানে কেবল কলিকাতাতেই তিনটি বাধিক চিত্র-প্রদর্শনীর অনুষ্ঠান হইয়া থাকে। কিন্তু এই প্রদর্শনীগুলিতে সাধারণতঃ কেবল 鸚 *. i. ; * i o . -- i আধুনিক শিল্পীদেরই শিল্পকৰ্ম্ম প্রদর্শিত হয় বলিয়া সাধারণের পক্ষে একটা অহুবিধা থাকিয়া যায়। যে ঐতিহের উপর আধুনিক ভারত-শিল্প প্রতিষ্ঠিত, যে-সকল শিল্পধারার প্রভাব ইহার উপর পড়িয়াছে, তাহার সহিত পরিচয় না থাকায় সাধারণের পক্ষে আধুনিক ভারতশিল্পেরও সম্পূর্ণ রমগ্রহণ সম্ভব হয় ন! ৷ শিল্পকলা সম্বন্ধে র্যাহারা অালোচনা করেন র্তাহারা সকলেই জানেন আধুনিক ভারতীয় শিল্পীদের উপর যে