পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ মেঘমল্লার—লেখক ভূপেন্দ্ৰকুমার স্যাম ; শিলচর। স্বাম আট আন । একাঙ্ক গীতিনাটক: অনেকগুলি গান আছে। প্লবীগ্রগন্ধী হইলেও শেমের গানটি ও আরও দু-একটি গান ছন্দে, শব্দ-বিষ্ঠাসে কুন্দর । নাট্যাংশ মামুলী । ভাসা ভাল । শেষ সাধ—বিজন4মার বন্দোপাধ্যায় । কমল পাব্লিশিং হাউস, ২৭ কলেজ ষ্ট্রট । দাম এক টাকা । উপন্যাস । কাচ হাতের লেগা, ঘটনাবিস্তাস অসংলগ্ন । ঐীমণীশ ঘটক গোবিন্দদাসের করচারহস্য—শ্ৰীমুণালকান্তি ঘোষ, ভক্তিভূষণ প্ৰণত । প্রকাশক- শ্ৰীহচাপ্ৰকাস্তি ঘোষ, ২ নং আনন্দ চাটুর্ঘ্যের লেন, কলিকাত: মুল্য আট আন । গত বর্যের মাঘ মাসের প্রবাসীতে সমালোচিত “চৈতন্যদেবের দক্ষিণাপথ প্ৰমণ’ নামক পুস্তকের স্তায় বর্তমান পুস্তকেরও উদেখ গোবিন্দ কৰ্ম্মকারের নামে প্রচলিত ‘গোবিনাদাসের করচ' নামক চৈতষ্ঠদেবের দাক্ষিণাত্যসমণের বিবরণ বিসয়ক বৎ বিবাদাম্পদ গ্রন্থের অসারতা, অর্বাচীনতা, ও কৃত্রিমত প্রদর্শন। করচাখানির প্রথম প্রকাশকালেই ( ১৮৯৫ খ্ৰীষ্টাব্দে ) এই প্রসঙ্গে যে সমস্ত আলোচনা হইয়াছিল প্রধানত তাহ অবলম্বন করিয়া শ্ৰীযুক্ত মৃণালবাবু আলোচ্য পুস্তকে যুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয়ের সম্পাদকতায় কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণের ভূমিকায় গ্রন্থপানির সারবত্ত ও অকৃত্রিমতা প্রতিপাদনের সে প্রয়াস দেখিতে পাওয়া যায় তাহ পণ্ডন করিয়াছেন । নবীন প্রাচীন নানা গ্রন্থ আলোচনা করিয়া তিনি দীনেশ বাবুর কতকগুলি কথার অসামঞ্জস্ত ও অস্ক্যান্য ক্রটিও প্রদর্শন করিয়াছেন । উপসংহারে দেখান হইয়াছে যে গ্ৰন্থখানির প্রথম প্রচারক জয়গোপাল গোস্বামী মহাশয়ের সমসাময়িক বিশিষ্ট ব্যক্তিবগের মতে গোস্বামী মহাশয়ই এই গ্রন্থের রচয়িত— বস্তুত:, গ্রন্থের অর্বাচীন ভাব ও ভাষাও এই মতেরই সমর্থন করে বলিয়ঃ মনে হয় । করচ সম্বন্ধে নান সময়ে বিভিন্ন ব্যক্তি কত্ত্বক যে-সমস্ত আলোচন গ্রন্থে বা প্রবন্ধে প্রকাশিত হইয়াছে হাঙ্গাদের মধ্যে অনেকগুলির অভিসি এই পুত্তক হইতে পাওয়া যায় সত্য, কিন্তু ইহাদের একটি পূর্ণ তালিক, এই সঙ্গে যোজিত হইলে বিশেষ সুবিধা হইত। নানা জ্ঞাতব তথ্যে এই পুস্তক পরিপুর্ণ ; তবে দীনেশ বাবু সম্বথে যে-সমস্ত ইঙ্গিত ইহার মধ্যে দেখিতে পাওয়া যায় তাহ এ-জাতীয় গ্রন্থের গৌরব ক্ষুণ্ণ করে । ঐচিস্তাহরণ চক্রবর্তী দেউল- প্রভাময়ী মিত্র। প্রকাশক, সুরেন্দ্রনাথ মিত্র, ৮বি রমানাথ মজুমদার স্ট্রট, কলিকাতা। মূল্য এক টাকা । প্রাচীন ভারতের শিল্পসাধনার ধারা লেখিকা এই নাটকথানির ভিতর দিয়া প্রকাশ করিয়াছেন। কাজটি যে অত্যন্ত কঠিন তাহাতে সন্দেহ নাই, কিন্তু কিংবদন্তী ও কল্পনার সাহায্যে লেখিকা যে কয়টি চরিত্রের প্রাণ দান করিয়াছেন, তাহা অসাৰ্থক হয় নাই সেই গৌরবময় যুগের চিরবর্ণায় শিল্পী ও কবির। পার্থিব সম্পদকে তুচ্ছ করিয়া নিজেদের সুখ-সুবিধার প্রতি দৃষ্টিপাত মাত্র না করিয়া যেভাৰে "দেউল" রচনায় নিজেদের উৎসর্গ করিয়া গিয়াছেন সেই দুষ্কর সাধনার রূপটি বওঁমান যুগে প্রকাশিত ཙཱ་བས་གཙགཟ ། গানগুলির মধ্যে যথেষ্ট কবিত্বশক্তির পরিচয় পাওয়া | স্ত্রীরামপদ মুখোপাধ্যায় পুস্তক-পাৰ্বল্পী ٩وSجG পল্লী সাথী—অধ্যাপক ডক্টর শ্ৰীমুকুমাররঞ্জন দাস, এম-এ পি-এইচ-ডি প্রণীত। প্রকাশক জীবরেন্দ্রনাথ ঘোষ, বরেন্দ্র লাইব্ৰেঞ্জl. ২৭৪ নং কর্ণওয়ালিস স্ট্রট, কলিকাত । পৃষ্ঠা ১৪৩ ৷ মূল্য পাচ সিৰু । এই বইখানি পল্লীগ্রামের দুইটি তরুণ-তরুণীর আবাল্য প্রেমের কাহিনী লইয়া রচিত। তরুণীর অভিভাবকের আপত্তিতে প্রথমে তাহাদের মিলনে বাধা জন্মে। কিন্তু পরে ঘটনাচক্রে ঐ বাধা দূরীভূত হওয়ার মিলন সম্ভবপর হয় । পুস্তকখানিতে গ্রন্থকারের রচনা-নৈপুণ্যের পরিচয় আছে । ঐঅনঙ্গমোহন সাহা পুরস্কার প্রতিযোগিতা—প্রধাংশুকুমার দাশগুপ্ত । প্রকাশক, সেন ব্ৰাদাস এণ্ড কোং, ১০ কলেজ স্কোয়ার, কলিকাতা । মূল্য দশ আন । সহপাঠীদের চক্রাষ্ঠে নানা দুর্দশায় পড়িয়াও দরিদ্র ছাত্র প্রসাদ কি#পে শেষ পর্য্যন্ত পুরস্কার পাইল, তাহাই এই শিশুপাঠ্য উপঞ্চাসের গল্পাংশ । বইটি স্তলিখিত ও সুখপাঠ্য ; তবুে পটনা-সংস্থান স্থানে স্থানে অত্যপ্ত অশ্বাভাবিক। প্রসাদকে পুরস্কার হইতে বঞ্চিত করিবার জঙ্ক তাহার সহপাঠীরা যেরূপ ষড়যন্ত্র করিয়াছিল ও আত্মরক্ষার জন্ত যেরূপ যোগসাধণ করিয়াছিল তাহা স্কুলের অল্পবয়স্ক ছাত্রদের পক্ষে অসম্ভব ত বটেই—বরস্থ ও দুৰ্দ্ধৰ্ষ কুচক্রীদেরও তাহা ইহঁতে শিখিবার অাছে । নূতন কিছু—জীরবীন্দ্রলাল রায়। প্রকাশক, ভট্টাচাৰ্য গুপ্ত এও কোং লি:, ১ বি, রসারোড, কলিকাতা । মূল্য দশ আন । শিশুপাঠ্য হাসির গল্পের সমষ্টি । ‘নতুন কিছুর সন্ধান ন পাইলেও অধিকাংশ গল্পই আনন্দদায়ক । তবে কোন কোন গল্পে থেলে রসিকতা করির হাসাইবার চেষ্ট আছে, যাহা শিশুপাঠ্য পুস্তকে অন্ততঃ শোভন বলিয়। মনে হয় না। - ঐীপুলিনবিহারী সেন শ্ৰীকৃষ্ণ-উত্তর সংবাদ বা ললনা-মঙ্গল গীতা— ঐযামিনীকান্ত সাহিত্যভূষণ কর্তৃক প্ৰণতি । ইহা একখানি সড়পদেশপূর্ণ কাব্যগ্রন্থ । গভীর বিধয় সহজভাবে আলোচনা করিয়াছেন। সত্তেজ ও স্বচ্ছন্দ । ঐজিতেন্দ্রনাথ বসু বন্ধনহীন গ্রস্থি—ক্রহীরেন্দ্রনাথ দত্ত, এম-এ প্রগত। ঐগুঞ্জ লাইব্রেরী, কলিকাতা । মূল্য এক টাকা । দীপ্তি চাটাজী ইংরেজী সাহিত্যে এম-এ পড়ে। রিসার্চ স্কলার লরেন লাহিড়ীর সঙ্গে ভাবটা একটু বিশেষ আকার ধারণ করিয়াছে। এমন সময় রঙ্গমঞ্চে তৃতীয় ব্যক্তির প্রবেশ। দীঘ স্বাদশ বৎসর পর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী-গুহে বাল্যবন্ধু তমালের সহিত সাক্ষাৎ । এই তিন উচ্চশিক্ষিত তরুণ-তরুণীকে লইয়। উপন্যাসটি রচিত । কাহিনী ঘটনাৰষ্টল বা বিচিত্র নছে, কিন্তু বর্ণনাভঙ্গীতে সুখপাঠ্য হইয়াছে। ঘটনার গতি-নিয়ন্ত্রণে ও ভাষার প্রয়োগে লেখক সংযমের পরিচয় দিয়াচেন । রুচি হমার্জিত, ভাষা সহজ ও সরল, চরিত্রগুলি সঙ্গীৰ । ভূপেন্দ্রলাল দত্ত লেখক ইহাতে অনেক কবিতাগুলি সরল,