পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aছাটনাগপুর ব্যাঙ্ক সাধাবণ সমাজের আচাৰ্য মন্মথবাবুর সঙ্গে আলাপ হ’ল। মন্দিবটি তুলনায় বড় , চমৎকার পুষ্পোদানের মধ্যে একটা নাতিবৃহৎ টাঙ্গল-গৃঙ্গে অবস্থিত। প্রত্যহ সকালে দুঃস্থ রোগীদেব বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া হয়। মন্দিবেব পিছনেষ্ট আচাৰ্য্য মহাশয়েব কুটীয় । বড বাস্তার ধাবেই বাজাবেব সামনে মেয়েদেব স্কুল— শুনলাম স্থানীয় শিক্ষিত বাঙালী সম্প্রদায়েব আন্তকুল্যে প্রায় ৪•৫০ বৎসব হ’ল স্থাপিত হয়েছে। ম্যাটিক ক্লাস পধান্ত এগোতে পারে নি এখনও । মেয়েদেব আরও কয়েকটা স্কুল আছে, তার মধ্যে মিশনবী স্কুলটাই উল্লেখযোগ্য—এখানে কয়েক জন বাঙালী শিক্ষয়িত্রী আছেন, এ ছাড়া জেলা স্কুল ও মিশনী সেন্ট কলম্বাস কলেজ-স্কুল প্রভৃতি ছেলেদেব স্কুলও আছে । হিন্দী মাইনর স্কুলও গোটাকতক আছে । গুজরংগঞ্জে মিশনরী-পরিচালিত মেয়েদেবও একটি হিন্দী স্কুল আছে— বাচি রোডে খণ্ডগবাবুর বাড়ীর নিকটেই । হাজারিবাগ শহরের শিক্ষার প্রসার কিরূপ তা মিশনী সেন্ট কলম্বাস কলেজটি দেখলেই বুঝতে পারা যায়। শহরের দক্ষিণ-পূৰ্ব্ব কোণে স্বন্দব প্রাসাদোপম কলেজ-গৃহটি–নির্জন নিরিবিলি জায়গায় বিদ্যাশিক্ষার আদর্শ অবস্থান। বিস্তৃত হাতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বৃক্ষলতায়-ঘেরা কলেজ-গৃহ, ছাত্রাবাস, টেনিসকোর্ট। ১৮৯৪ খ্ৰীষ্টাৰে ভবলিন বিশ্ববিদ্যালয় মিশন এই প্রদেশে কাজ করতে আসেন। ২ তার প্রথম সরকারের কাছ থেকে পুরাতন সেনাদলের পরিত্যক্ত, হাসপাতাল aজলা ফুল—ছঞ্জিনিবাস গৃহটি নিয়ে ধৰ্ম্মপ্রচার এবং শিক্ষা-প্রসার ব্লক করেন। বিশপ, হুঙ্গালী ছিলেন এই দলের নেতা। তাদেরই উৎসাহে ১৮৯৯ সালে এঙ্গ কলেজের প্রতিষ্ঠা। প্রথমে, বর্তমানে যে-গৃহে ডাকঘর রয়েছে সেইখানে ক্লাস হ’ল । মারে সালে হলেন সৰ্ব্বপ্রথম গ্রিলিপ্যাল । পরে কয়েক জন খ্ৰীষ্টান বাঙালী অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন । তার পর চাধা তুলে ১৯৪৮ সালে এই বৃহৎ অট্টালিকা নিৰ্ম্মিত হয়। এর মাঝখানে প্রার্থনীভবন, হুইটুলী সাহেবের নামে প্রতিটিঙ । সেন্ট কলম্বা কলেজ-স্কুলও এদের উদ্যোগে স্পষ্ট। মহিলা-বিভাগ প্রবেশিক পরীক্ষা পৰ্য্যস্ত এগণও অগ্রসর হয় নি গুনপাম । সেন্ট ষ্টিফেন্স গীর্জাও এদের উদ্যোগে নিৰ্ম্মিত হয়। ডাবলিন মিশনের আর একটি উল্লেখযোগ্য কীৰ্ত্তি, জেনানা হাসপাতাল । চমৎকার একটি দ্বিতল অট্টালিকায় এটি অবস্থিত। এত প্রতিষ্ঠানের পশ্চাঙে ছিল ভাক্তার হার্ণের অক্লান্ত উদ্যম। প্রথমে সামান্য fডসূপেঙ্গরী-গোছের ছিল, তার পব ১৯১৩ সালে এই বাড়ী নিৰ্ম্মিত হুর। প্রায় ৪-৫১টি রোগীর আসন আছে, সরকারের কাছ থেকে কিছু বাধিক সাঙ্গায্যও পেয়ে থাকেন গুনলাম। প্রাইভেট, ওয়ার্ডে সন্ধাত্ত ঘরের মহিলারাও ইচ্চা করলে বেশ আরামে থাকতে পারেন । পাটনা বিশ্ববিদ্যালয় স্থাপিত হবার পূৰ্ব্বে কলেজ কলিকাতা বিশ্ববিদ্যালয়েরই অন্তর্গত ছিল । বর্তমানে এখানে অনেকগুলি বাঙালী শিক্ষক আছেন। কলেজে ফলা ७ क्लिांन छ्झे-हें •छांन झ्छ । दांडांनौ शंtङ्गब्र गरषTांe मम