পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্যাপ্টেন হিক সাহেব—র্তার সহকারী হলেন ডাক্তার ব্যানাজি । আরও দু-এক জন ওখানে কাজ করেন, কয়েক জন বাঙালী নাসও আছেন । ওখানকার বড় চিকিৎসক হলেন ভূতপূৰ্ব্ব সিবিল সার্জন ঐশ্বরেন্দ্রচন্দ্র মিত্র । আমরা ওঁকে প্রায়ই সান্ধ্যভ্রমণে রত দেখতাম। স্বৰ্গীয় আশুতোষ রায় মহাশয় ওখানে এক জন স্বনামখ্যাত ডাক্তার ছিলেন— ওঁর সঙ্গে এক সময় আলাপ হয়েছিল । হাজারিবাগ কোটে বাঙালী উকিলের সংখ্যা যথেষ্ট । সরকারী উকিল ঐনিৰ্ম্মলকুমার বস্থ মহাশয়ের সঙ্গে আলাপ হ’ল। দেখলাম তিনি একখানি সংস্কৃত গ্রন্থ নিয়ে আলোচনা করছেন। নন-রেগুলেটেড জেলা, দেওয়ানী মোকদ্দমা বিশেষ হয় না, তার জন্ত একটি মুন্সেফ কোট। ফৌজদারী বিভাগে বোধ হয় পাচ-ছয় জন ম্যাজিষ্ট্রেট আছেন। বাঙালী ম্যাজিষ্ট্রেট সাধারণতঃ দু-তিন জন থাকেন। পূৰ্ব্বে ঐনন্দলাল ঘোষ মহাশয় ছিলেন এস. ডি. ও। ডেপুটি কমিশনার মারউড় সাহেব ছুটি লওয়াতে সম্প্রতি রায়বাহাদুর নগেন্দ্র রায় তার স্বানে কাজ করছেন। কাছারীতে কৰ্ম্মচারীদের মধ্যে বাঙালীর সংখ্যা খুবই কম বলে মনে হ’ল। ব্যবসায়ক্ষেত্রে বাঙালীর স্থান কিছু কম নয়। তার সৰ্ব্বাপেক্ষা মূল্যবান পরিচয় ছোটনাগপুর ব্যাঙ্ক এবং গাঙ্গুলি কোম্পানীর লাল মোটর। গাঙ্গুলি কোম্পানী বহুদিন থেকে cखली छूल

  • ** " " Yo'o".

. . . হাজারিবাগ কলেজ এখানে মোটর এবং বাস সাভিসের ব্যবসা করছেন। এরা পূৰ্ব্বে এটি একচেটিয়া করে নিয়েছিলেন। সম্প্রতি কয় বৎসর কয়েকটা অ-বাঙালী কোম্পানী জন্মলাভ করেছে। প্রশংসার বিষয় যে, গাঙ্গুলি কোম্পানী কোনরূপ সঙ্কীর্ণতা না করে বহু বিহারীকে চাকরি দিয়েছেন। বাঙালী যুবক কয়েক জন প্রাইভেট, ট্যাক্সির ব্যবসা করে বেশ অর্থ উপার্জন করছেন। তবে কলকাতার মত অনেক পঞ্জাবী হালে এখানে বাস, ট্যাক্সি ক’রে ফেলেছে। ছোটনাগপুরের ব্যাঙ্কের নূতন দ্বিতল গৃহটি যেমন স্বন্দর তেমনই উপযোগী। এই প্রতিষ্ঠান ছোটনাগপুরে বাঙালীর সম্মান বৃদ্ধি করেছে। হাজারিবাগের বাঙালী সম্প্রদায়ে কয়েক জন কোদৰ্ম্ম এবং তার নিকটবর্তী অভ্রখনিতে অনেক দিন ব্যবসা করে আসছেন ; নিজস্ব খনি কয়েক জনের আছে। র্তারা খনিতেই বেশীর ভাগ সময় থাকেন, তবে সকলেই প্রায় শহরের সঙ্গে সম্পর্ক রেখেছেন–পূৰ্ব্বে গ্র্যাগু-কর্ড খোলবার আগে আরও ছিল তবে কোদৰ্শ্ব রেলষ্টেশন হওয়াতে একটু কমে গেছে। এ ছাড়া মহুয়া, গাল, সবাই-স্বাস, খয়ের এবং শালপাতা ও কাঠ প্রভৃতি ছোটখাট ব্যবসা অনেক আছে । হোটেল, বোর্ডিং বা স্বাস্থ্যনিবাস