পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tూeS প্রবাসা " שא8פאבל এইবার তবে স্বর হোক। কিন্তু ইনি যে নিতান্ত ছেলেমান্থব, আপনাদের বয়স্থ আর কেউ নেই বুৰি ? --- আর সত্যিই ত, গুণীলোক ছনিয়ায় স্থলভ। তা চলুক তবে । বলিয়া শ্ৰীমন্ত পৈলান এমনভাবে আমার মুখের দিকে চাইল যে, যেটুকু দুঃসাহস অন্তরে তখনও বাচিয়া ছিল তাহাও নিঃশেষে মরিয়া গেল । হাত-পা যেন আমার কাঠ হইয়া আসিল । আমিও গান স্বরু করিলাম, শ্ৰীমন্ত পৈলানও ভ্রুকুটি कब्रिज । यत्रां८ण डांक्षां कणक कब्रिजांभ ॥ जक कब्रिञ्चांझे আরও যেন কেমন হইয়া গেলাম। শেষে, কি ষে গাহিয়া চলিয়াছিলাম তাহা নিজেই বুঝিতে পারিতেছিলাম না। কিছুক্ষণ যাবৎ খ্ৰীমন্ত পৈলান হাত তুলিয়াই বসিয়া রহিল, বায়া-তবলায় হাত ছোয়াইল না । হঠাৎ বাড়ুজ্যে মশাই বলিলেন, ছেলেটির গলা ভাল। পৈলান, ঐতেই কোন রকমে চালিয়ে নিয়ে চল। সাধনা জার ক’জনার থাকে । কালে ছেলেটি দাড়াতে পারবে । শ্ৰীমন্ত পৈলান একটা দীর্ঘনিশ্বাস চাপিয়া গিয়া হঠাৎ যেন বায়া-তবলার উপর একসঙ্গে হাত রাখিল। আমি নিজেকে তাহাতে যেন আরও দুর্বল, আরও নিঃস্ব মনে করিলাম। তার পরে ঠিক কি যে ঘটিল তাহা অার মনে নাই। তবে বুঝিলাম, গানটি আমাকে শেষ পৰ্য্যন্ত আর গাহিতে হর নাই। দেখিলাম, শ্ৰীমন্ত পৈলান অন্ত দিকে মুখ করিয়া ঘুরিয়া বসিয়াছে, আর নন্দ বাড়ুজ্যে অত্যন্ত ব্যস্ততার সঙ্গে একটি ছেলেকে বলিতেছেন, যা ষা, ছুটে যা বাবা অনাদি, আমার তানপুরোটা নিয়ে আসগে যা, নইলে মুখুজ্যের আমাদের আর মানটান থাকে না আর পৈলানেরই বা মৰ্য্যাদা রক্ষা হয় কেমন ক’রে । অনাদি ছুটিয়া চলিয়া গেল। चांषि चनंडा हांब्रटयांनिब्रभ झांक्लिद्र यांनtब्रञ्च dाक পাশে গিয়া বসিলাম। অপমানের চরম ষে আমার হইয়াছে সে বিষয়ে আমি সচেতন ছিলাম। শ্ৰীমন্ত পৈলানের উপর चाप्काट्ल ठाहे नयल नौब्र जायाब जनिरङझिण । मूष ভূদিয়া কাহারও দিকে চাহিয়া সহায়ভূতি ষে প্রত্যশা করিব সে লাহলও আর হইতেছিল না। অনাদি অবিলম্বে ফিরিয়া আসিল, সঙ্গে তানপুরা আসিল । অপাঙ্গে চাহিয়া দেখিলাম, শ্ৰীমন্ত পৈলান আবার ঘুরিয়া বসিয়াছে। নন্দ বাড়ুজ্যে তানপুরায় স্বর বাধিতে লাগিয়া গেলেন। ঐমস্ত পৈলান সহসা বলিল, আহ, ছেলেটি বুকি পালালো ? সামান্তই ওর বয়েস, তাল-মান রেখে গাওয়া কি চারটিখানি কথা, কিন্তু গলাটি ওর বেশ। আহা ! ছেলেটিকে ভাকুন, হারমোনিয়মে স্বর দিয়ে যাক শুধু। এমনি করেই একদিন হবে। সকলের অনুরোধে আবার আসিয়া হারমোনিয়ম লইয়া বসিলাম। শ্ৰীমন্ত পৈলান একটা রীডে আঙুল দেখাইয়া স্বর দিয়া যাইতে বলিল। যন্ত্রচালিতের মত স্বর দিয়াই চলিলাম। তার পরে আধ ঘণ্টণরও উপরে চলিল মুরবাধাবাধি। বায়া-তবলায় স্বর লাগে ত তানপুরায় স্থর লাগে না, আবার তানপুরায় স্বর লাগে ত বায়তবলায় লাগে না । সে যেন দেবাস্থরে মিলিয়া স্বর-সমূত্র भइन इक्र श्हेंल, चबूठ श्रृंब्रण छूहे-हे उiशरङ ऐंटैिब्रा আসিল । তার পরে যখন নন্দ বাড়ুজ্যে স্বরগ্রাম সাধিতে স্বরু করিলেন তখন তাহার অঙ্গের বালাপোব ফরাশে নামিয়া আসিল, আর শ্ৰীমন্ত পৈঙ্গানের সর্বাঙ্গে, চোখে-মুখে, এমন কি শিরা-উপশিরাতেও যেন একটা অমানবীয় আস্বরিক: উত্তেজনা জাগিয়া উঠিল। আজ একটা যেন প্ৰলয় ঘটবে এমনই উভয়ের ভাব-বাজনা । অতি ভয়ে ভয়ে আমি রীড় চাপিয়া বসিয়া ছিলাম। তার পরে ঝঙ্কার আর ঝঙ্কার । থাকিয়া থাকিয়া সারঃদেহুময় স্বর-শিহরণ অনুভব করিতেছিলাম । খন্ত শ্ৰীমন্ত পৈলান । বায়া-ভবলা যেন কথা কহিয়া চলিয়াছে, স্বরে স্বরে যেন বিনাইয়া বিনাইয়া কাজিয়ী মরিতেছে। লজ অপমান মুহূর্তে কোথায় ষে আমার ভাসিয়া গেল তাহা আর ভাবিয়া পাইলাম না। মনে হইল। আজীবন যেন বন-চাতকীর শ্ৰীমন্ত পৈলানের দাসাচুদাস হইয়} থাকিতে পাৰি । নন্দ বাড়ুজ্যে এক জন গুণী লোক বটে। তখন গাহিয়ঃ চলিয়াছিলেন,—