পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मेनजनौकाख मान প্রতিদিন আকাশের চেয়েছি বারত, ' দীর্ঘ বনস্পতি শিরে নবগুাম কচি কিশলয়, মাটির আঁধার হতে বিষ-বাষ্প দিয়েছে উত্তর । নামহীন পার্থীদের গান, মোর শাস্ত মুহূর্ভের অন্তরের সহজ কামন— নিস্তৃত অন্তর মাঝে ক্ষণে ক্ষণে গেয়ে-ওঠা বঞ্চিতের উদার পরিধি আর অনন্ত বিস্তার, ' অসম্পূর্ণ গান, আলোকের প্রসার বিপুল— হঠাৎ কাপিয়া-জাগা স্থর । উত্তেজিত মুহূর্তের মস্তিষ্কের ক্ষুদ্র চক্রব্যুহে হঠাৎ ভাঙিয়া-পড়া বন্ধুত্বের প্রণয়ের উচ্ছ্বাস প্রচুর, কুওলিত সৰ্পসম পাকে পাকে জড়ায়ে জড়ায়ে নিজে বেশ ভাল আছি, অকস্মাৎ বুঝিয়া বিস্ময়ে ফুসিয়াছে জীর্ণ ক্ষুদ্র আপন বিবরে ; নিপীড়িত দরিত্রের দীর্ঘশ্বাসে দুই চক্ষে ছল ছল জল— বৃহতে করেছে ক্ষুদ্র, সীমাহীনে দিয়াছে সীমান, যতই ক্ষুদ্রতা থাক, যত আমি ব্যর্থ হই, বৃহতে বিরাটে অভ্ৰচুৰী চুড়া মোর নিমেষে করেছে ধূলিসাৎ ৷ নমঃ শূন্ত নীলাকাশ, नभर्काच्ने, কে আমি, কি মোর পরিচয়— নমো নমো নমঃ হিমালয়, এই চিরন্তন ঘৰে বারবার পাসরি পাসরি মানুষের ভগবানে প্রশমিয়া মামুযেরে করি নমস্কার । ভালমন্দে গড়া আমি মোর বিশ্বে পেয়েছি প্রকাশ । কেহ করিয়াছে স্বণ, কেহ মোরে বাসিয়াছে ভাল, কেহ আসিয়াছে কাছে, দূরে কেহ করে পরিহার— তাহাদের স্বণ আর ভালবাসা, রূপ, রস, রঙ আমারে করেছে স্বষ্টি, সেই আমি সংসারের জীব ; সত্য পরিচয় মোর গোপন রহিয়া গেল, হবে না প্রকাশ কোন দিন। । জীবনের দুঃখ শোক লাঞ্ছনা ও অপমান মাঝে এই শিক্ষা আমি লভিয়াছি— মহুতেরে বৃহতেরে প্রতিদিন করিব স্বীকার । দ্বিধা আছে, স্বস্ব আছে, ভুল ভ্ৰাপ্তি খলন, পতন— আছে লোক্ত বীভৎস, কুৎসিত ; আছে ক্ষুধা, জাছে ক্ষোভ, বেদনার বয়ে আশ্রজল। প্রতিদিবসের অতি ব্যর্থ শৃঙ্গ নিরর্থক কাজে মাথার উপরে স্থির স্তৰ শুভ অনন্ত আকাশ, উৰ্দ্ধে শূন্ত নীলাকাশ বারম্বার তবু ভুল হয়— ঘরের কপাট ক্লধি, বাহিরের রুধিয়া বাতাস আপনার বিষ-বাম্পে আচম্বিতে হাপাইয়া উঠি ; মৰ্ম্মভেদী নিঃস্বতায় আত্মীয়েরে করি উৎপীড়ন, রূঢ় কহি প্রিয় বন্ধুজনে— বিকৃত বীভৎস রূপে আপনার স্বরূপ প্রকাশ— আপনি শিহরি উঠি নিজেরে প্রত্যক্ষ করি মনের মুকুরে । কারে কহি, কারে বা বুঝাই, মোর মূৰ্ত্তি সত্য এ তো নহে— সে তো নহি আমি । পীড়িতের ব্যথিতের যন্ত্রণায় মধ্যরাত্রে এক জাগি আমি,

  • . এক গাহি গান—

কেহ মোরে দেখিল না, বুৰিল না গান কি ষে বলে— चर्ष डांव्र खरं ब्रहरु छ्ब्र चांग्न छ्रमग्न चॅांथांरब्र, জামি—মোর নামের আড়ালে ;