পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鲨E画 নিরাপত্তার কি মানে হইলে কি হয়, সে বিষয়ে অল্পমান করিয়া সহজবোধ্য ছু-একটা কথা বিবেচনা করা যাকৃ। বন্দী অবস্থায় স্বভাষচন্দ্রের স্বাস্থ্য ভাল হইতেছে না, রং খারাপ হইতেছে। ভিয়েনায় তাহার চিকিৎসক সত্যই লিয়াছিলেন যে, বন্দী দশায় তাহার এরূপ চিকিৎসা, থ্য ও শুশ্ৰুষার ব্যবস্থা হইতে পারে না যাহাতে তিনি iারোগ্য লাভ করিতে পারেন। তাহা হইলে এখন বন্মেন্টের বিবেচ্য এই, যে, বন্দী অবস্থায় স্বভাষচন্দ্রের মক স্বাস্থ্যাবনতি ও তাহার ফলে অকালমৃত্যু বাঞ্ছনীয়, না 5াহাকে মুক্তিদান ও তাহার ফলে র্তাহার আরোগ্যলাভ বাঞ্ছনীয় ? গবশ্নেণ্ট কি তাহাকে এত বড় প্রতিভাশালী ও ক্তিমান পুরুষ মনে করেন, যে, তিনি খালাস পাইলে গ্ন অবস্থাতেও দেশটাকে তোলপাড় করিয়া ফেলিতে fরেন ? সরকার তাহা যদি মনে করেন, তাহা হইলে গরতবর্ষের পক্ষে ইহা একটা সত্ত্বেনার কথা হইতে পারে, যে, দুদিনেও ভারতবর্ষে এ রকম সব মাতুয জন্মে আর, গবন্মেণট যদি তাহা মনে না করেন, তাহা হইলে তাহাকে মুক্ত অবস্থায় স্বস্থ হইয়া উঠিতে দিউন না। তিনি সুস্থ হইবার পর প্রয়োজন হইলে গবন্মেটি তাহাকে আবার বন্দী করিতে পারিবেন। ভূপেন্দ্রনাথ মিত্র সামান্ত বেতনে সরকারী কেরানীগিরি হইতে আরম্ভ করিয়া সৰু ভূপেন্দ্রনাথ মিত্র নিজ বুদ্ধি, দক্ষতা ও শ্রমশীলতার বলে সরকারী সামরিক-বিভাগের একাউণ্ট্যান্ট-জেনার্যাল, ভারত-গবন্মেন্টের শাসনপরিষদের সভ্য এবং শেষে লওনে ভারতবর্ষের হাই কমিশনার হন। স্বাধীন দেশে জন্মিলে তিনি স্বদেশের প্রধান মন্ত্রী ও রাজস্ব-সচিব হইতে পারিতেন এবং দেশের রাজস্ব সংগ্রহ ও ব্যয় সম্বন্ধে এরূপ ব্যবস্থা করিতে পারিতেন যাহাতে তাহার আর্থিক ক্রমোন্নতি হইতে পারে। কিন্তু পরাধীন দেশে জন্মিয়, দেশের উপকার করিবার ইচ্ছা থাকা সত্বেও, তিনি কেবল চাকরিই করিয়া গেলেন-লে সে চাকরি বতই উচ্চ.হউক না কেন । Sebo-ho বিবিধ প্রসঙ্গ—কৃষ্ণলাল দত্ত సెక్చా) স্বগীয় সৰু ভূপেন্দ্রনাথ মিত্র কৃষ্ণলাল দত্ত এইরূপ আক্ষেপ উচ্চ রাজকাৰ্য্য ইষ্টতে অবসরপ্রাপ্ত আর এক জন বাঙালীর সম্বন্ধে করিতে হইতেছে । তিনি রুষ্ণলাল দত্ত । সম্প্রতি ৭৮ বৎসর বয়সে তাঙ্গার মৃত্যু হইয়াছে । তিনিও প্রথমে অল্প বেতনের কেরানী হন । তিনি পরে মান্দ্রাজের একাউণ্ট্যান্ট-জেনার্যাল, বজেটের ভারপ্রাপ্ত কৰ্ম্মচারী, ডাক-বিভাগের কণ্টে লোর প্রভূতি উচ্চপদে অধিষ্ঠিত হল । তিনি গুরুত্বপূর্ণ অনেক সরকারী কাজ করেন। তম্ভিয় ভারতবর্ষে জিনিষপত্রের মূল্যবৃদ্ধি ( Rise of Prices in India ) বিষয়ে অনুসন্ধান বিশেষ দক্ষতার সহিত করিয়া তদ্বিষয়ে একটি মূল্যবান রিপোর্ট লিপিবদ্ধ করেন। এই রিপোর্টটি সম্বন্ধে ভারত-গবক্সেণ্ট বলেন যে, ভারতবর্ষের আধুনিক অর্থনৈতিক ও রাজস্ববিষয়ক ইতিহাসের ইহ একটি মূল্যবান è<itwfa , (*a valuable contribution to the recent economic and financial history of India. *)