পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)డిg\ల সত্য বলি চণ্ডীদাস করিলে স্বীকার। - তখন সন্দেহ কেহ না করিবে আর ॥ এখন এসব কথা রাখ মনে মনে । অবশু ফলিবে ফল সময়ের গুণে ॥ কুধাই তুমারে এবে শুনি দেখি কহ । তুমার মায়ের মামা আছিল কি কেহ । হাস্যমুখে দয়ানন্দ কহিলা তখন । শুনেছি বাবার মুখে ছিল এক জন ॥ বহুধন ছিল তার মার মুখে শুনি । বহুদিন কাশীবাস করেছেন তিনি । নাম তার চন্দ্রচূড় কহয়ে সবাই । মরেছে কি বঁচে আছে শুনিতে ন পাই । তার পর খুলি সব কহিলা রাৰ্মিণী । চন্দ্রচূড়-গৃহে বাস আদি সে কাহিনী । তু্যকালে সেহ মোরে যত রত্ন ধন । 1 মাত্র তুমারে সে দিবার কারণ । ছি সে ধন আমি বলদের পিঠে । ছ দক্ষিণ ঘরে পেটরায় অটে । সহিবে তুমি পাইবা তখনি । খরচ তার করেছে রোঠি । শ্ৰাদ্ধ তার কর বিধিমতে। সের শুক্লপক্ষ পঞ্চমীতে ৷ তবে চলি গেল। রামী । সব শুনিয়াছি আমি ।

  • | * ( ক্রমশ: )