পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ গ্রস্থাগার-আন্দোলনের প্রসার ) ফলিয়ছে। সরকার জেলখানায় গ্রন্থাগার স্থাপন করার আবশ্বকতা উপলব্ধি করিয়ু সেজন্য কিছু টাকার ব্যবস্থা করিয়াছেন ও আমাদের কাছেও পুস্তকের সাহায্য চাহিয়াছেন আশা করি যাহার যেরূপ সাধ্য পুরাতন পুস্তক বা পত্রিক সংগ্রহ দ্বারা বন্দীদের পুস্তকপাঠে সাহায্য করিয়া তাহদের কারাক্লেশ অনেকটা লাখ করিতে চেষ্টা করিবেন। আর এক কথা । আমাদের দেশে শিশু-পাঠাগারের বিশেষ অভাব দেখা যায়। স্কুলসংশ্লিষ্ট লাইব্রেরীগুলিও নিতাস্ত অকিঞ্চিৎকর, আদে চিত্তাকর্ষক নয়। কয়েক বৎসর পূৰ্ব্বে আমরা বঁাশবেড়িয়া সাধারণ লাইব্রেরীতে একটি শিশুবিভাগ খুলিয়াছি—তাহার পরিচালনার ভার শিশুদের হাতে অনেকট ছাড়িয়া দেওয়া হইয়াছে । তাহার ফল অনেকট সন্তোষজনক বলিয়া মনে হইতেছে। এই বিভাগ খুলিবার পর শিশুদের পুস্তকপাঠে অনুরাগ বাড়িয়া গিয়াছে। স্কুলে ধরাবাধা নিয়মে পাঠ্য পুস্তক পড়িতে হয় । পড়াশোনা কতকটা বাধ্য হইয়া করিতে হয় বলিয়া প্রকৃত পাঠাগুরাগ জন্মে - । স্বাধীন আবহাওয়ার মধ্যে চিত্তাকর্ষক পুস্তক সহজেই পাঠাগুরক্তি বাড়াইয় দেয়। শিশুই দেশের ভবিষ্যৎ আশাভরসা। তাহাদের গড়িয়া তোলা, তাহদের প্রকৃত মনুষ্যত্ব লাভের অনুকুল আবহাওয়া থষ্টি করাই শিশু-বিভাগের প্রধান লক্ষ্য । এখানে ছেলেদের গল্পের ক্লাসও অনুষ্ঠিত হইয়াছে।.তাহার প্রসার বৃদ্ধির ব্যবস্থা হইতেছে। অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশে শিশু-সাহিত্য তেমন গড়িয়া উঠে নাই—সে বিষয়েও সচেষ্ট হইতে হইবে। সরকার কবে কি করিবেন বলিয়। নিশ্চিন্ত থাকিবার সময় আর নাই । আমাদেরও একটা কৰ্ত্তব্য আছে । ss, ス ইউরোপ ও আমেরিকায় গ্রন্থাগারের প্রত্যেক বিভাগের জন্য পৃথক ভাবে গ্রন্থাগারিকদিগকে শিক্ষিত করা হয়। যে-সকল লাইব্রেরীতে বৈজ্ঞানিক গ্রন্থ বা ব্যবসাবাণিজ্য সংক্রান্ত গ্রন্থ রক্ষিত হয় সেগুলির জন্যও বিশেষজ্ঞ গ্রন্থাগারিক নিয়োগের ব্যবস্থা আছে। এমন কি হাসপাতালের লাইব্রেরীর জন্য পৃথক ভাবে বিশেষজ্ঞ প্রস্তুত ও নিয়োগ করা হয়। হাসপাতালের গ্রন্থাগারিক চিকিৎসকের সহিত পরামর্শ করিয়া প্রত্যেক রোগীর উপযোগী পুস্তক সরবরাহ করিয়া থাকেন—সব পুস্তক সকল রোগীর পক্ষে উপযোগী নহে। রোগীর মনের উপর পুস্তকের প্রভাব বিস্তৃত হয়। সেজন্য মানসিক অবস্থা বুঝিয়া পুস্তক নিৰ্ব্বাচন করিতে হয় । কোন পুস্তকে সাময়িক উত্তেজনা বদ্ধন করে, আবার কোন পুস্তক রোগীকে শক্তি দান করে, কোন পুস্তকপাঠে অবসাদ আনিয়া দেয়, কোনটি আবার মোহিনী শক্তিতে অভিভূত করিয়া ফেলে। কাজেই গ্রন্থাগারিককে পুস্তক-নিৰ্ব্বাচনে অতিরিক্ত পরিমাণে সতর্কত অবলম্বন করিতে হয় । আজকাল অনেক শিক্ষিত লোক চিকিৎসা ও শুশ্ৰুষার জন্য হাসপাতালে গিয়া থাকেন। তাহদের চিত্তবিনোদনের জন্য পুস্তক বা সাময়িক পত্রের অভাব পরিলক্ষিত হয় । রোগীদের দীর্ঘ অবসর কাটাইবার জন্য হাসপাতালে চিত্তবিনোদক সংসাহিত্যের আমদানী করার আবশ্ব)ক হইয়াছে । তাহাতে রোগীর শরীর ও মন দুই-ই ভাল থাকিবে এবং আরোগ্যের পথও স্বগম হইতে পারে। আমরা সেই উদ্দেশ্রে হাসপাতালে রাখিবার জন্য পুস্তক ও সাময়িক পত্র সংগ্রহের চেষ্টা করিতেছি । আশা করি হৃদয়বান লোকের সাহায্যে আমাদের প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হইবে । འཕང་ངོ་།། །།