পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\588 বগুতা স্বীকার করে নাই। ছাতনার দুই ক্রোশ দক্ষিণে মৌলবন ( মউল-বন ) গ্রামের মৌলেশ্বর শিবের গাজন হইয়া থাকে। নূতন রাজা ভবানী-ঝোর্যাৎ গাজনের উৎসব দেখিতে গিয়াছিলেন। বিদ্রোহী বার জন সামস্ত শিবের ভক্ত্যা সাজিয়া সেই সুযোগে খঞ্জর ( অসি ) আঘাতে ভবানীকে হত্যা করে, এবং পালাক্রমে এক এক সামস্ত এক এক মাস রাজা হইতে থাকে। ইহাতে রাজকার্ষে বিশৃঙ্খলতা দেখিয়া এক সামন্তরাজা পশ্চিমদেশ হইতে আগত এক ছত্রিকে রাজ্য ও কন্যা দান করেন । ইনি হামীর-উত্তর নামে ছাতনার প্রথম ছত্রিরাজ ও বর্তমান বংশের আদি। এই ইতিহাস অদ্যাপি লোকমুখে প্রচারিত আছে । ( সন ১৩৩৩ সালের ফাল্গুনের “প্রবাসী" দ্রষ্টব্য । ) ছাতনার ২ ক্রোশ দক্ষিণে স্বরূপনারায়ণ ধমরাজ আছেন। কবি দ্বারকেশ্বর নদীর নাম রূপনারায়ণ করিয়াছেন । অর্থাৎ স্বরূপনারায়ণ ধম রাজ হইতে নদীর নাম । এই নাম ছাতনায় অজ্ঞাত। মেদিনীপুর জেলায় ঘাটালের দক্ষিণে শিলাই নদী দ্বারকেশ্বরে পড়িবার পর নদীর নাম রূপনারাশ হইয়াছে। এই নামও ঘাটালের স্বরূপনারায়ণ ধমরাজের নাম হইতে হইয়াছে। ৪ । মাস = ১২, অন্ধি= ৭, বিশিখ= ৫ । ১২৭৫ শকে হামীর-উত্তর রাজা হন। "চণ্ডীদাসচরিতে” পাই, চণ্ডীদাস ১২৪৬ শকের চৈত্র মাসে জন্মগ্রহণ করিয়াছিলেন । অতএব ১২৭৫ শকে তাই'র বয়স ৩০ বৎসর হইয়াছিল । হামীরউত্তর রাজা হইবার পূর্বে রামী-চণ্ডীদাসের মিলন হইয়াছিল । চণ্ডীদাসের চৌত্রিশ বৎসর বয়সের সময় মিথিলার বিদ্যাপতির সহিত তাহঁর মিলন হুইয়াছিল । ৫ । ব্রহ্ম= ১, কাল=৩, কম = ২, অরি=৬ ৷ ১৩২৬ শকে হামীর-উত্তরের পুত্র বীর-হান্ধীর রাজা হন । এই শকের পরে গণনায়ক পূর্ববঙ্গে রাজা হন । ৬ । গো= ১, গুণ=৩, ইষ্ণু=৫, শকে বীর-হাদ্বীরের কনিষ্ঠ ভ্রাতা নিশঙ্কুনারায়ণ রাজা হন। ৭ । ১৩৫৭ শকের রসাঙ্গ' বৰ্ষপরে নিশঙ্কর পুত্র গ্রহ = ৯ । ১৩৫৯ নৃসিংহ রাজা হন । ‘রসাঙ্গ' পাঠ ধরিলে ৬৮ বৎসর হয়। টীকায় ১৮ বৎসর আছে । বোধ হয় পাঠটি রূপাঙ্গ ছিল । ৮ । ১৩৭৭ শকের ‘ইন্দ্ৰিয়’ বর্ষ গতে নৃসিংহপুত্র মোহান্ত প্রবাসী ১৩৪৩ কৈশোর বয়সে রাজা হন । কবি অস্তঃকরণ সহিত ইন্দ্রিয়= ১১ ধরিয়াছেন । ৯ । ভূবন = ১৪, অন্তরীক্ষ=•, বর্ণ= ৪ । ১৪৭৪ শকে মোহাস্তপুত্র শঙ্করনারায়ণ রাজা হন । ১• । বিধু=১, বর্ণ=৪, গুণ=৩, অর্ণব=৭। ১৪৩৭ শকে শঙ্করের বৈমাত্রভ্রাতা বিরিঞ্চিনারায়ণ রাজা হন । ১১ । ১৪৩৭ শকের ব্রহ্ম= ১, দ্বার= ৯, ১৯ বর্ষ গতে অর্থাৎ ১৪২৬ শকে বিরিঞ্চির রাণী চঞ্চল-কুমারী রাজদণ্ড গ্রহণ করেন । তিনি তখন সসত্ত্বা ছিলেন। তিনি "অচলাঙ্গ’ অচলা=ভূ= ১, অঙ্গ =৮, ১৮ বর্ষ রাজত্ব করেন। ১২ । ভূ= ১, দিক=৪, জলধি= 7, বর্ণ= ৪ । ১৪৭৪ শকে চঞ্চলকুমারীর পুত্র হামীর-উত্তর রাজা হন। ছাতনার ইটে ইহঁার নাম ও শক ১৪৭৫ আছে । অতএব দেখা যাইতেছে, ইনি বেষ্টনপ্রাচীর করাইয়াছিলেন। টাকায় ইহঁাকে ‘উত্তর রায়’ বলা হইয়াছে । ইটেও এই নাম আছে । অতএব ইনি দ্বিতীয় হামীর-উত্তর । ১৩ । পক্ষদিন = ১৫, পক্ষ =২, কাল=৩ । ১৫২৩ শকে উত্তর-রায়ের পুত্র জটিলবিবেকনারায়ণ রাজা হন । ১৪ . বিধু= ১, প্রাণ=৫, পিতৃ= ৫, দোষ= ৩। টীকায় পিতৃস্থানে ৫ আছে । চাণক্যনীতিতে পঞ্চপিতা প্রসিদ্ধ। ১৫৫৩ শকে ( ১ম ) স্বরূপনারায়ণ রাজা হন । ১৫ । পক্ষকাল= ১৫, দ্বীপ= ৭, অম্বর = c । ১৫৭- শকে স্বরূপের ভ্রাতা উত্তরনারায়ণ রাজা হন । ইষ্ঠারষ্ট আদেশে উদয়-সেন ১৫৭৫ শকে "চণ্ডিদাসচরিতামৃতম্” গ্রন্থ রচনা করেন । ১৬। শশীকলা= ১৬, শূন্ত= ১, রস=৬ । ১৬৮৬ শকে উত্তরের পুত্র থয় বিবেকনারায়ণ রাজা হন । ইনি ১৬৫৫ শকে বাসলীর দ্বিতীয় মন্দির নিমাণ করান। নাম ও শক মন্দিরগাত্রের পাথরে উৎকীর্ণ অাছে। ১৭। ১৬৪৬ শকের ভূত - ৫, অরাতি=৬, ৫৬ বর্ষ গতে অর্থাৎ ১৬৬২ শকে ( ২য় ) স্বরূপনারায়ণ রাজা হন । ১৮ । ভূ= ১, দর্শন=৬, অর্ণব= ৭, বজ্র=৮। ( দণ্ডীপর্বে অষ্টবজ।) ১৬৭৮শকে দ্বিতীয় স্বরূপের পুত্ৰ লছমীনারাণ রাজা হন । “চণ্ডীদাস-চরিত” পুীতে আছে, ইনি কবির পিতা হীরালাল গাতাইতকে ১৬৯৩ শকে লখাশোল গ্রাম দেন ।