পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশষাঢ় শুনি তখনি বুঝি, এ সীমানা যখন আপনি পেরবে তা পূৰ্ব্বে সবই বুথ চেষ্টা । তাই দীর্ঘকাল কাউকে কবিতা পড়ে শোনাই নি । বাংলায় নুতন ছন অনেক আমিই প্রবৰ্ত্তিত করেছি-- এক সময় ধঃ রীতিবিরুদ্ধ ছিল আজ সেটাই or thodox, 'lassical হয়ে গেছে । আমার এখনকার কবিতার বিরুদ্ধে অভিযোগ এক্ট, যা গদ্য ত কথনে কবিত’ হ’তে পারে ন| এ-কথাটা যে সত্য তা স্প%, এ কথার কোনো উত্তর নেই। গণ্য কথাবাৰ্ত্তার ভাষা, কবিতার বক্তব্য তাতে বলবার জে নেই । ভাষার যে একটু নি আড়াল কাব্যে মাধুৰ্য্য জোগায় গছে তার অভাব ; গদ্য হচ্ছে কথার ভাষ । ভাম, খবর দেবার যে ভাষা সৰ্ব্বদ, প্রচলিত নয় তার মধ্যে যে একটা দুরত্ব আছে, তারই প্রয়োগে কাব্যের রস জমে ওঠে । অধুনা শেষ সপ্তক" প্রভৃতি গ্রন্থে আমি যে ভাষা, ছন্দ প্রয়োগ করেংি তাকে ‘গদ্য বিশেষণে অভিহিত করা হয়েছে। গদ্বোর সঙ্গে তার সাদৃশ্ব আছে ব’লে কেউ কেউ তাকে বলেছেন গদ্যকাব্য, সোনার পাথরবাটি । আমি বলি, যাকে সচরাচর আমরা গদ্য ব'লে থাকি সেট আর আমার আধুনিক কাব্যের ভাষ এক নয়, তার একট, বিশেষত্ব আছে যাতে সেটা কাব্যের বাহন হ'তে পারে ; সে ভাষায় ও ভঙ্গীতে কোনে সাপ্তাহিক পত্রিক; লিখিত হ’লে তার গ্রাহক-সংখ্যা কমধেঠ, বাড়বে ন; । এর একটী বিশেষত্ব আছে যাকে আমাৰ মন কাব্যের ভাষা ব’লে স্বীকার ক’রে নিয়েছে। এই ভঙ্গীতে আমি যা লিখেছি আমি জানি । &নে বলতে পারতুম না । જે 6 ડન ! ৩} অস্ট্র কোনো অবশু উত্তর হতে পারে, নাই কিন্তু বলবার কথা আছে অথচ নিয়মের পাতিরে অণমণর কাব্যের গতি ভাবে আমার সীমানা নিদিষ্ট হয়েছে ಜೆಕ್ಟ್ರಾ'! s o { w இt\9 ,• تخھ متفق: 受l বলবন এ বড় নিষ্ঠুরের মত কথা। আমার পক্ষে এটা অনিবাৰ্য্য অপরিহার্য্য বলেষ্ট করেছি ; এ প্রচলিত স্বীকৃত হবে কি না ত! আমি জানি নে । তর্কে অবশ্য এ জাতীয় বিচারের মীমাংস হয় না ; যদিচ আমার নিজের বিশ্বাস এটা অসঙ্গত হয় নি, এমন কুকীৰ্ত্তি করি নি যা দণ্ডনীয়, মহাকালের দরবারে আপলে হারতেই হবে এমন মনে করি নে ; কিন্তু রচয়িতার অভিমত এ ক্ষেত্রে অনেকে গ্রামাণ্য ব'লে গ্রহণ না-ও করতে পারেন । আজকাল অনেক আধুনিক ইংরেজ কবি নানা রকম পরীক্ষা করছেন—এটা তারই অতুসরণ নয় । এক সময়ে আমাদের দেশে লেখকদের ইংরেজ রচয়িতাদের সঙ্গে তুলনা না-ক'রে আমরা শাস্তি পেতুম না, নবীন সেন ছিলেন বাংলার বায়ুরণ, কালীপ্রসন্ন ঘোষ ছিলেন বাংলার কালচিল—আমাকে বলত বাংলার শেলি যদিও কোনোকলে আমি শেলি নহ । এই রকম একট; শ্রেণীনির্ণয় না করতে পারলে অনেকে শাস্ত হন না । আমাকে যদি বলেন বাংলার এলিয়ট তবে হয়ত অনেককে আমার দলে পাব ; কিন্তু আমি তা নই, অনিবার্ষ্য পথে আমার কাব্যজীবন চলেছে, এখনো তার শেষ হয় নি, ক্রমশ লেখনী নৈপুণ্যে পরিণতি লাভ করছে। অনেকে মনে করেন, কবিতা লেখা এতে সহজ হয়েছে । কিন্তু আমার মনে হয়, বধি ছন্দেহ তে রচনা হুহু ক’রে চলে, ছনাই প্রবাহিত করে নিয়ে ধায় ; কিন্তু যেখানে বন্ধন BB BBB ggS BBSBBS BBBB BBBS BBB BB রাখতে হয় । কলিকাত বিশ্বম্ভরত সন্মিলনীতে বক্তার আধুনিক কাব্যপাঠের ভূমিকা । শ্রীপুলিনবিহারী সেন কর্তৃক অনুলিখিত । oxo ororoforo ఫ్గన్జీ Is* & Ale* ۹ ندا ------ری )