পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

er ল কলিকাতার ছুটি বড় কোম্পানীর প্রধান ব্যক্তি হইতে প্রিয়াছিলেন । তাহার জন্মগ্রাম ভাবলার শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির ...মিত এবং তাহার অধিবাসীদের জীবনযাত্রানিৰ্ব্বাহ সুখকর করিবার নিমিত্ত তিনি যথেষ্ট চিস্ত, শ্রম ও অর্থব্যয় করিয়াছিলেন । জন্মস্থানের উন্নতিবিধান মাতৃয়ের প্রধান কৰ্ত্তব্য । কিন্তু তাহাতেষ্ট ,"ষের কর্তব্য শেষ হয় না । রাজেন্দ্রকেবল যে ভ্যাবলারই হিত :রিয়া গিয়াছেন তাহী নহে। দেশের অৰ্থ বহু প্রতিষ্ঠান তাহার দ্বার উপকত • 1থ 5

  • ই ফুঠে । তাহার মধ্যে বঙ্গ ও অসমের অতুল্লত শ্রেণী:সমহের উন্নতিধায়িনী সমিতি বোধ হয় প্রধান ।

• • জীবনের শেষ কয় বৎসর ইহার সভাপতি ছিলেন এবং ইহার কাজে খুব তহার স্ত}য়ী ক৫ে টাকা দিয়াছিলেন , তদ্ভিন্ন নিয়মিত ... ওঁ সময় দিতেন । ১ w দিতেন এবং পরিচিত বিত্তশালী ঃে দিগকে চিঠি দিয়া ইহার জন্য অল্প সংগ্ৰহ করাইতেন । অল্প সময়ের মধ্যে ততর সভাপতি সধু রাজেন্দ্রনাথ মূ:থ",i.Jায় ও সম্পাদক ডাক্তণর প্রাণকৃষ্ণ অ}চায্যের পরলোকগমন উদ্বেগের কারণ ইঠয়াড়ে । রাজেন্দ্রনাথ রাধুনীতিক্ষেত্রের কৰ্ম্মী কিন্তু তিনি দেশের রাষ্ট্রনৈতিক উন্নতির জন্য আত্মোৎসগের মূল্য বুঝিতেন । পরলোকগত গোপালকৃষ্ণ গোথ লেকে তিনি নিয়মিত মাসিক দক্ষিণ দিতেন । যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্মৃতিবক্ষণ অর্থসংগ্রহের চেষ্টা আরব্ধ হয়, তখন তিনি উঠার কোষাধ্যক্ষ হইয়াছিলেন, এবং তিনি কোষাধ্যক্ষ হওয়াতে এমন অনেক লোকে টাকা দিয়াছিলেন যাহার সম্ভবত তিনি কোষাধ্যক্ষ না হইলে টাকা দিতেন না । কগমণ্ড ইন নাই । - বিবিধ প্রসঙ্গ—রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় 8ՊՏ তিনি যে রাজনীতি বুঝিতেন না, এমন নয়। আমরা বিশ্বস্তস্তত্ৰে শুনিয়াছি, গবন্মেণ্ট তিনি (তথাকথিত) গোলটেবিল কনফারেন্সের (তথাকথিত ) প্রতিনিধি হইতে রাজী হইবেন কিন জানিতে চান। তিনি রাজী হন নাই । আমরা যাঙ্গর নিকট একথা শুনিয়াছি, তাহাকে রাজেন্দ্রনাথ বাজে ন’লপি মুথোপাধ্যায় বলিয়াছিলেন, গবন্মে ণ্ট স্বশাসনক্ষমত কিছুই দিবে ন, সুতরা শুরূপ কনফারেন্সে তিনি যাইতে চান না। ওরুণ কাজে গিয়া বুথ স্বদেশবাসীদের বিরাগভাজন হইতে তিনি রাজী ছিলেন ল । আমরা উপরে সামান্ত যাহা কিছু লিখিলাম, তাহা হইতেও