পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতালীর দ্রাক্ষ-উৎসব শ্ৰমণীন্দ্রমোহন মৌলিক প্রাচীন কাল থেকে ইতালীতে যত রকম উৎসব অন্তষ্ঠিত হয়ে এসেছে তার মধ্যে দ্রাক্ষ-উৎসবই আজ পর্য্যন্ত প্রাধান্য বজায় রেখেছে। ইতালীতেও আমাদের দেশের মত বার মাসে তের পাৰ্ব্বণ । ধাৰ্ম্মিকদের পূজা-আচ্চা লেগেই আছে ; ক্যাথলিকদেরও দেবদেবীর অভাব নেই ; কিন্তু বহু শতাব্দীর রাজনৈতিক নিধাতনে গীজার আচার-পালন আজ প্রাণীন হয়ে পড়েছে । গীর্জার পূঞ্জ-পাৰ্ব্বণে আগে যে জাকজমক হ’ত আজ তার স্থান নিয়েছে জাতীয় উৎসব । আধুনিক ইতালীতে মুসলিনীর অভু্যদয়েঃ পর থেকে জাতীয় শ্লাঘ ও বিশেষত্ব সম্বন্ধে দেশবাসীকে সচেতন করার দিকে রাষ্ট্রের পড়েছে । ফসিজমের আভ্যস্থরিক শক্তি জাতীয় উংসবের মধ্যে বিশেষ ভাবে অন্তষ্ঠিত হয় এই কয়f—২১শে এপ্রিল, জুলিয়ুস সিজারের স্মৃতি-বাধিকা—এই উপলক্ষে রোমে "নাতালে দি রেম” Nath (li Roha ) উৎসব হয়ে থাকে ; ২৪শে নজর এইখানে । মে, বিগত মহাযুদ্ধে ইতালী এই তারিখে যুদ্ধ ঘোষণা করেছিল, ፴፰অভিধানের বার্ষিকা এবং ফসি বর্ষের সংক্রান্থি ; ৪ঠ জয়লাভের বর্ষিকী ( ব্রিটিশ তারই বার্ষিকী ; ২৮শে অক্টোবর, মুসোলিনীর নবেম্বর, মহাযুদ্ধে ইতালীর সাম্রাজ্যের “আমিষ্টিস্ ডে" ) , এবং রাজার জন্মদিন । এ ছাড়া অন্যান্থ ছোটখাট জাতীয় উৎসব ফাসি পার্টির তত্ত্বাবধানে অঙ্গুষ্ঠিত হয়ে থাকে। জাতীয় ১১ই নবেম্বর, বর্তমান উৎসবে সাধারণের যোগ দেবার সুবিধা নেই । একমাত্র সৈনিক বিভাগ ছাত্রদল, রাজকৰ্ম্মচারী এবং ফসি পার্টির কর্তৃপক্ষ দ্বারা সবট অন্তষ্ঠিত হয়। সাধারণ কেবল দর্শক হিসাবে জাতীয় উংসবে যোগদান করতে পারে । তা ছাড়া গ্রাম্য অঞ্চলে জাতীয় উংসবের অস্তান তেমন জমে না, শহরগুলিতেই হৈচৈ হয়ে থাকে বেশী। উপরে যে কয়ট জাতীয় উৎসবের নাম করা হয়েছে তার প্রত্যেক অনুষ্ঠানেই মুসোলিনী স্বয়ং যোগ দিয়ে থাকেন এবং কুচকাওয়াজ-অস্তে ডেনিস-প্রাসাদের বাতায়ন থেকে দেশবাসীকে উৎসাহবাণী দিয়ে থাকেন । এই তিথিগুলিতে সমস্ত শহরে রাত্রিতে দীপালি হয়ে থাকে এবং গীর্জায় প্রার্থনা করা হয়। এ-কথা এখানে ব’লে রাখা দরকার যে জাতীয় উংসবে যত বাদ্যই বাজুক না কেন, তার প্রতিধ্বনি প্রতোক গৃহস্থের বাড়িতে পৌছায় না। তারা যে উৎসবের অনুষ্ঠান করে, তাতে জাকজমক কম কিন্তু প্রাণের উল্লাস বেশী, তাতে যোগ দেবার অধিকার আছে সকলের -- বালক যুবক বুদ্ধ স্ত্রী পুরুষ নির্বিশেষে । সাধারণের উৎসবের মধ্যে ফেব্রুয়ারি মাসের “কার্ণিভাল্‌" আর সেপ্টেম্বরের "ফেশ্ব দেল উভ" ( stn dell' t'w.) অণ;ং দক্ষ উংসব প্রধান । ইতালী কুফিপ্ৰধান দেশ । এদেশের জলপাঃ + wক্ষণ ইউরোপের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ । ইতালা সমস্ত ইউরোপকে জলপাঃ-তৈল জোগান দিয়ে থাকে, আর ইতালীর ক্ষা-নিষ্পেধি : পৃথিবীর BBDD BBB S BBBBS BBB BBKBSSSBBBB SBt করে না আমার জ্ঞান নেই, কিন্তু ড়ের গায়ে গয়ে দুখ গনেক কবি-চিকে চঞ্চল জলপাই-কুঞ্জের যে অপূৰ্ব্ব দৃ করেছে তার জন্তু একটা উংসব কব নোং অমনিনি হ'ত না । মুসোলিনীর রাজত্বে দ্রাক্ষ-উৎপাদনের দিকে প্রজ্ঞ"দের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। “ড়াচের” হুকুমে ইতালী থেকে আঙব রপনি বন্ধ ; তার কারণ সাধারণের স্বাস্থ্যরক্ষার জন্ত ফৰ্মিষ্ট গভর্ণমেণ্ট যত প্রকার প্রধান খাদ্যসামগীর মূল্য নিৰ্দ্ধারণ করে দিয়েছে তার মধ্যে আঞ্জরও ইতালীতে দুধ, রুটি মাস এক আঙুরের মূল্য শ্রমিক এবং চাষীদের একটি। রাষ্ট দ্বারা নিৰ্দ্ধারিত হয়ে থাকে । দেন্তপুষ্টির জন্তু এই কয়টি সামগ্রীর প্রয়োজন খুব বেশী, তাই এদের প্রাচুর্য্যের হানি না হয় সেজন্য ফসিষ্ট-রাজ অত্যন্ত তৎপর। ইতালীর দ্রাক্ষ-উংসবের অর্থ অনেকট পূর্ববঙ্গের নবান্নউৎসবের মত। ক্ষেতের প্রথম ফসল যেমন দেবতাকে