পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অখিম ভাথে এমন আন্দোলন করিবেন না যাহা একপেশে ("onesided" ) এবং যাহাতে এক সমষ্টি অপর সমষ্টিকে বঞ্চিত कब्रिञ्च लांछवांन श्रउ फ्रांश्डिरझ uक्रश्न भएन श्छ। অর্থাৎ, সোজা কথায়, হিন্দুদের সমষ্টি মুসলমানদের সমষ্টির বিরুদ্ধে আন্দোলন করিবেন না । কংগ্রেসের নির্দেশ মোটাম ; ঐ প্রকার। এ-বিষয়ে আমরা মডার্ণ রিভিয়ুতে লিপিয়াছিলাম, যে, কংগ্রেস যখন বাটোয়ারাটার উচ্ছেদ চান এবং কংগ্রেস এরূপ একটি বৃহৎ সমষ্টি যাহার মধ্যে হিন্দু, মুসলমান, খ্ৰীষ্টিয়ান, শিখ, শ্রমিক, ধনিক, জমিদার, রায়ুং, সকল দলেরই লোক আছেন বা থাকিতে পারেন, তপন কংগ্রেস স্বয়ই তো বাটােয়ারাটার বিরুদ্ধে আন্দোলন করিতে পারেন বা পারিতেন। তাহ একপেশে আন্দোলন না হইয়া সকপেশে হইবে বা হইত। সম্ভবতঃ এইরূপ কোন যুক্তিমাৰ্গ অবলম্বন করিয়া বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি সাম্প্রদায়িক বাটোয়ারাটার বিরুদ্ধে আন্দোলন করিবেন স্থির করিয়াছে। তাহারা যে যুক্তিমাৰ্গই অবলম্বন করিয়া থাকুন না কেন, তাহাদের সংকল্প कूिड़े হইয়াছে। তাহদের মধ্যে হিন্দু মুসলমান উভয়ই আছেন। স্বতরাং উহাদের আন্দোলন “একপেশে” বলা চলিবে না । বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি তাহদের সংকল্প অতুসারে সাম্প্রদায়িক বাটোয়ারার বিরুদ্ধে আন্দোলন চালাইলে বঙ্গে কংগ্রেস স্বাঞ্জাতিক দলের (“Congress Nationalist Party”) afo o থাকিবে না । নিখিল ভারত কংগ্রেস কমিটি বঙ্গের এই সংকল্প সম্বন্ধে এপৰ্য্যস্ত (৭ই সেপ্টেম্বর, ২২শে ভাদ্র পৰ্য্যস্ত) কিছু বলেন নাই। রামমোহন রায় স্মৃতিমন্দির প্রতিবৎসর ২৭শে সেপ্টেম্বর, রামমোহন রায়ের মৃত্যু দিবসে, তাহার প্রতি সন্মান প্রদর্শনার্থ ভারতবর্ষের মান স্থানে থাকে। তিনি সমগ্র ভারতবর্ষের* হেলেও, তিনি বাঙালী বলিয়া nerদীদেরই উহার প্রতিরক্ষা” উচিত। অবশু, অন্ত সকল কীৰ্ত্তমান পুরুষদের মত র্তাহার ছেঞ্জনকে চিরস্মরণীয় কলি " জড় সব পুরুত্ৰেটের স্থতিরক্ষার ব্যবস্থা তাহাদের বিবিধ প্রসঙ্গ—প্রতিষোগিত৷ বনাম মনোনয়ন ৯২৭ ৷ বাসীরা করি থাকেন ও করিয়াছেন, রামমোহনের জন্তও আমাদের তাহ করা উচিত। এই কৰ্ত্তব্য কিং পরিমাণে সাধন করিবার নিমিত্ত কয়েক বৎসর হইল একটি কমিটি গঠিত । হয়। তাহার চেষ্টায় রামমোহনের জন্মস্থান রাধানগরে একটি স্মৃতিমন্দির নিৰ্ম্মিত হইয়াছে। এই কমিটির সভাপতি মহারাজা প্রদ্যোতকুমার ঠাকুর, কোষাধ্যক্ষ শ্ৰীযুক্ত যতীন্দ্রনাথ বস্তু, সম্পাদক ত্রযুক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি অর্থসংগ্রহের জন্য চেষ্টা করিয়াছেন, এবং নিজেরাও যথেষ্ট টাকা দিয়াছেন। হুগলী ডিষ্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান উত্তরপাড়ার প্রযুক্ত তারকনাথ মুখোপাধ্যায় এই কার্ঘ্যে সহায়তা করিয়াছেন। ফলে স্মৃতিমন্দিরটি নিৰ্ম্মিত হইয়াছে, কিন্তু কণ্ট্যাক্টারের নিকট ৫০০০ (পাচ হাজার টাকা ) ঋণ রহিয়াছে। डिनि बै টাকার জন্য নালিশ করিয়া আদালতে ডিক্ৰী পাইয়াছেন এবং যে-কোন সময়ে টাকা আদায়ের নিমিত্ত স্মৃতিমন্দিরটি নিলাম করাষ্টতে পারেন। উছ নিলাম হইয়া গেলে বাঙালীর ঘোরতর কলঙ্ক হইবে। বাঙালী জাতির পক্ষে ৫,০০০ টাকা বেশী কিছু নয়। ধনী মধ্যবিত্ত সকলে কিছু কিছু দিলে উহ অনায়াসে উঠিয়া যায়। অতএব, অনুরোধ এই, যে, সকলে অবিলম্বে যথাসাধ্য টাকা কোষাধ্যক্ষ ত্রযুক্ত যতীন্দ্রনাথ বস্তুকে, টেম্পল চেম্বাস, ৬ ওল্ড পোষ্ট অফিস ষ্ট্রট, কলিকাতা, ঠিকানায়, কিংবা সম্পাদক ত্রযুক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায়কে ৯, লোয়ার রডন ষ্ট্রট, কলিকাতা, ঠিকানায়, পাঠাইয়া বাঙালী জাতিকে কলঙ্ক হইতে রক্ষা করিবেন । প্রতিযোগিতা বনাম মনোনয়ন বহুপূৰ্ব্বে ভারতীয় সিবিল সার্বিসে মনোনয়ন দ্বার কৰ্ম্মচারীদের নিয়োগ হইত। তাহার কুফল দেখিয় প্রতিযোগিতামূলক পরীক্ষা দ্বারা কৰ্ম্মচারী নিৰ্ব্বাচন ও নিয়োগের প্রথা প্রবর্তিত হয়। আগে কেবল লওনে এই পরীক্ষা হইত। কয়েক বৎসর হইল ভারতবর্ষ ও ব্রহ্মদেশেও i যে-কারণেই হউক, কিছু দিন হইতে দেখা যাইতেছে, যে, প্রতিযোগিতায় যত ভারতীয় সফলকাম হইতেছে, তত ইংরেজ হইতেছে না। ইংরেজ যথেষ্ট সংখ্যায় ঐ চাকরিखबिाड हुशश्शन निभिड ******* ভারতশাসন أنهتثنية . كذي هنغتهتصفسسسسسسسسسهسسسسسسسسسسسعت