পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مواسيالا হইত—মূল্য অত্যন্তই বেশী ছিল। কিন্তু সকলের অপেক্ষা মূল্য সম্পূর্ণ বর্ণহীন, স্বচ্ছ ও নিৰ্ম্মল কাচেরই ছিল। শোনা যায়, সম্রাট নীরো ঐরূপ একজোড়া কাচের পানপায় ৬০০০ সেন্তেবৃটিয়া (Gooo scstertia) অর্থাৎ প্রায় ৭৫০,০০০টাকা মূল্যে ক্রয় করেন । রোমকগণ এই বিষয়ে বিশেষ উন্নতিলাভ করেন এবং বহুদেশে—যগ গল, ব্রিটেন ইত্যাদিতে, ইহার প্রচার করেন। রোম প্রথমে মিশর এবং সীরিয়া হইতে কাচ আমদানি করে। পরে ঐ সকল দেশ রোম-সাম্রাজ্যভূক্ত ইষ্টলে, ঐ সকল দেশ গুইতে বহু কারিগর রোমে আসিয়া কাচশিল্পে রোমকদিগকে শিক্ষা দেয়। বিশেষে সম্রাটু টাইবেরিয়সের (Tiberius, 14 A. D.) সময় এই কাচের বিস্তার হয়। রোমকগণ বিশেষ খরবুদ্ধি ও কলানিপুণ ছিলেন । স্বতরাং অল্প সময় মধ্যেই তাহারা তাহাদিগের শিক্ষকগণের সমকক্ষ হইয় উঠেন। রোমের ধ্বংসের পর সেই সাম্রাজ্যের এক ভূতপূৰ্ব্ব অংশ লাইজাণ্টিয়ামে ( Byzantium) বৰ্ত্তমান ইয়োরোপীয় তুকীদেশে কাচের কার্য্য বহুকাল সতেজে চলিতে থাকে । পরে এই রাজ্যের পতনের সহিত তথাকার কাচশিল্প প্রায় লোপ পায় । কিন্তু ইতিমধ্যে ভেনিসীয় জাতি বাইজাণ্টিয়ামের রাজধানী কন্‌ষ্টাণ্টিনোপল ১২০৪ খ্ৰীঃ জয় করেন। এই বিজয়ের ফলে ভেনিসে কাচশিল্প দৃঢ়ভাবে স্থাপিত হয় এবং তাঙ্গর ক্রমে এরূপ উন্নতি হয়, যে, এখনো ভেনিসীয় কাচন্দ্রব্যাদি জগংময় বিখ্যাত ও আদৃত। ভেনিসীয়গণ তদেশীয় কাচশিল্পের নানা তথ্য ও গুহ্য প্রণালী, সংঙ্কেত প্রক্রিয়াদি অতি সন্তপণে গুপ্ত রাখা সত্ত্বেও ধীরে-ধীরে ইয়োরোপের অন্যান্য জাতি ইহা শিক্ষা করিতে আরম্ভ করে। ভেনিস এই সময়ে কোচ দ্রব্যাদির ক্ষেত্রে জগতে সৰ্ব্বপ্রধান ছিল। সত্যসত্যই সেই সময়ে এই কাচশিল্পই ভেনিসের সমৃদ্ধির একটি প্রধান কারণ ও উপায় ছিল । বিশেষে মার্কো পোলে ( Marco Polo ) ১২৯৫ খৃঃ ভেনিসে প্রত্যাবৰ্ত্তন করিয়া চীন ও ভারতে ভেনিসের কাচনিৰ্ম্মিত মুক্ত ও কৃত্রিম মণি-মাণিক্যের বিশাল বিক্রয়স্থল নির্দেশ করিয়া দেন । ভিনিসীয়গণ প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড অসমসাহসিক সামুদ্রিক বাণিজ্যদক্ষ জাতি ছিল। স্বতরাং মার্কে পোলোর নির্দেশ তাহারা অবিলম্বে গ্রহণ করিয়া প্রাচ্য বাণিজ্যক্ষেত্রে কাচ বিক্রয় করিয়া বিপুল অর্থলাভ করিতে থাকে । ফলে যতই অন্য সকল জাতি কাচ-সম্বন্ধে শিক্ষা করিতে লাগিল, ততই ভিনিসীয়গণের ভয় হইতে লাগিল, যে, বুঝি বা কাহাদের একাধিপত্য যায়। এই ভয়ে প্রথমে সেদেশে এইরূপ সকল আইন করা হইল মাহ দ্বারা কেক বিদেশে কাচের উপাদান বা কাচ-প্রস্তুত করণের সঙ্কেত ( formulae ) বিক্রয় করিলে বা বিদেশীকে শিক্ষাদান করিলে এই অপরাধের শাস্তিরূপে তাহার যথা-সৰ্ব্বস্ব বাজেয়াপ্ত করা হইত। ইহাতেও সন্তুষ্ট না হইয়া পরে ১১৮৯পূ: নিয়ম করা হুইল যে, সকল কাচশিল্পী ও সমস্ত কাচ কারখানা ভেনিসের নিকটবত্তী মুরানে (Murano ) নামক ক্ষুদ্র দ্বীপে থাকিবে, অন্য কোথাও থাকিতে পারিবে না। দ্বীপে স্থান নিদেশের উদেশ্য প্রকৃতপক্ষে এইমাত্র যে, তাহাতে রাষ্ট্ৰীয় পুলিস প্রহরী, গোয়েন্দা ইত্যাদি “রক্ষক’দিগের কায্যের স্ববিধ হয় এবং লুকাইয়া নিষিদ্ধ কায্য করার অস্থবিধা হয়, কিন্তু বাহিরে প্রকাশ হইল সে এই সকল বিধান, কেবল মাত্র কাচ প্রস্তুতকারক এবং শিল্পীদিগকে উপযুক্তভাবে “রক্ষণ” করার উদ্দেশ্যে করা হইয়াছে। এইরূপে ক্রমেই কঠিন নিয়ম সকল গঠিত হইতে লাগিল । শেষে এই সুসভ্য ইয়োরোপীয় জাতি নিম্নলিখিত আইন প্রণয়ন করিলেন —“যদি কোন কাঁচশিল্পী বিদেশে যাইয়া আপন কাৰ্য্য করে তাহা হইলে তাহাকে দেশে ফিরিয়া আসিতে আদেশ করা হইবে।” “যদি সে এই আদেশ অমান্ত করে তবে তাহার দেশস্থ আত্মীয় স্বজনকে কারারুদ্ধ করা হইবে ” “যদি ইহাতেও সে ফিরিয়া না আসে, তাহা হইলে গুপ্তঘাতক প্রেরণ করিয়া তাহাকে হত্যা করা হইবে * ”

  • 26th article of the statutos foim.ed by th: State Inquisiticn of the Council of ten (n or abou 1547 A. Do