পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هواك জলপ্লাবিত স্থানসমূহ হইতে গুফ ও বুলাম নৌকাযোগে জিনিসপত্র বহন ভাঙ্গিয়া যায়। রাঙ্গ ফজলের প্রাসাদ বাধের এই অংশেই অবস্থিত জলন্ত্রেীত্তের লেগে বাধের ভাঙ্গন ক্রমশঃ এত বেশী হইল যে, অতি অল্প সময়ের মধ্যেই রাজপ্রাসাদ, সামরিক বিদ্যালয়, উত্তর বাগদাদ রেল | ষ্টেশন ও সহরতলীর প্রায় চারিশত মাইল পরিমিত গুলি জলে ডবিয়া যায় । এই বস্তার ফলে সহস্ৰ সহস্ৰ লোক গৃহহীন চইয়াছে এবং কয়েক জন লোক মৃত্যুমুখে পতিত হইয়াছে। বস্তার দরুণ ক্ষতির পরিমাণ প্রম ৪৫ লক্ষ টাকা ধায্য হুইয়ছে। লীযুক্ত এল, কটলীর সৌজন্যে বন্যার যে ছবিগুলি অমর পাইয়াছি তাই চাপ হইল । Mల్సిఉూ ...群, --- o: বিহার বিদ্যাপীঠের অন্তভুক্ত কন্মকারশাল প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ভারতবর্ষ লর্ড রেডিঙের ভারত-শাসন— - ভারতবর্ষের বড়লাট লর্ড রেড়িঙের কায্যকাল শেষ হওয়ায় গত মাসে বিলাত যাত্র করিয়াছেন। যাত্রার পূৰ্ব্বে তিনি গৰ্ব্ব করিয়া বলিয়াছেন ঘে তার পাঁচ বৎসর ব্যাপী শাসনকালে তিনি ভারতের স্বাঃ ভশাসনের ভিত্তি সুবিন্যস্ত । wel laid) করিয়৷ যাইতেছেন। লর্ড রেডিঙের স্বশাসনের () নমুনাস্বরূপ কয়েকটি তালিকা সম্প্রতি নানা সংবাদপত্রে সাহির হইয়াছে। আমরা নিম্নে একটি তালিক দিলাম :– ১ । অভিষ্ঠাস, ২ । লবণাকর বুদ্ধি ; ৩। ডাকমাশুল বুদ্ধি ; ৪ । লী-কমিশনের নির্দেশানুযায়ী উচ্চ-কৰ্ম্মচাবাদের বেতন বৃদ্ধির ব্যবস্থ ; BBB BBBB BBBB BB S BS BB BBBBB BBBB ধর-পাকড় ; ৭ । মহাপ্লাজা ও দেশবন্ধ প্রভৃতিকে কারাগারে প্রেরণ ; ৮ । আদালত অবমানম আইল : ৯ । সামগুরজ রক্ষা আইন ; ১০। পুলিশ রক্ষা আইন , ১১ । সৰ্ব্বপ্রকার জাতীয় উন্নতিমূলক প্রতিষ্ঠান দলন : ১২ । দেশের সর্ববএ দমননীতি প্ৰবৰ্ত্তণ ; ১ ও । পাঞ্জাবে শিপ নিৰ্য্যাতন ; ১৪ । নাভ নরেশের রাজ্যচুতি । তালিকা আরও বাড়ান যায়, কি আপাততঃ ইহাই যথেষ্ট । বিহার বিদ্যাপীঠ— গত মাসে আমরা বিহার বিদ্যাপীঠের একটি বর্ণনা দিয়াছি । অমর। পরে অবগত হইলাম বিদ্যাপীঠে অনেক বাঙালী ছাত্র অধ্যয়ন করে । গ্রীষ্মাবকাশের পর বিদ্যাপীঠের নুতন বৎসরের কাজ আরম্ভ হইবে। বিদ্যাপীঠের কর্তৃপক্ষ এইখানে শিক্ষালাভের জন্য ভারতের সমস্ত . প্রদেশের ছাত্রদের আমন্ত্রণ করিমুছেন । বিদ্যাপীঠের কতকগুলি চিত্র এই সঙ্গে দেওয়া হইল । q I Nভারতে বিধবা-বিবাহ – t লাহোর ও কলিকতা বিধবা-বিবাহ সহায়ক সভা এবং ইহার শখ। সমূহের গত মাসের কার্য্য-বিবরণী ;– উitষ্ট্রয়ারী, ফেব্রুয়ারি ও মার্চ ১৯২৬ তিন মাসে ৬২৬টি বিধবা-বিবাহ সম্ভার সাহায্যে সম্পন্ন হইয়ছে। তন্মধ্যে পাঞ্জাব ৪১৪, বাংলা ১ 3, আগ্র অযোধ্য সংযুক্ত প্রদেশ ১২৩, সিন্ধুদেশ ৩৬, দিল্লী ১৯. বিহার ও মধ্য প্রদেশ ৬, আসাম ১, বোম্বে ১, মাদ্রাজ ১ । বাংলা চিত্তরঞ্জন সেবা-সদন— দেশবন্ধু চিত্তরঞ্জম দাশের স্মৃতিরক্ষার জন্য সাধারণের নিকট হইতে যে অর্থ সংগ্ৰহ করা হইয়াছিল তাহ দ্বারা মহিল ইসপাতাল { চিত্তরঞ্জন সেবা-সঙ্গন ) প্রতিষ্ঠিত হইয়াছে । গতমাসে পণ্ডিত মতিলাল লেহের সেবাসানের স্বারোদঘাটন করিয়াছেন । দেশবন্ধু দাশের গৃহটি হাসপাতালের উপযোগী করিয়৷ সংস্কার করা হইয়াছে ও উপযুক্ত