পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা } উপলক্ষ্য করিয়া বলিতেছিলাম । সকলেই Lodgeএর মুখের দিকে তাকাইতেছিল, আমিও এক-এক বার দেখিতেছিলাম। জন বুলের মনের ভাব মুখে প্রকাশ পায় না। তবে যখন শেষ হইল, বহু প্রশংসাধ্বনি শুনিলাম। President বলিলেন, কলিকাতার চন্দ্র বস্থ আমাদের সকলেরই সুপরিচিত, ইত্যাদি । তার পর বলিলেন, যদি কাহারও কিছু প্রতিবাদ করিবার থাকে, তবে এই সময় । না, প্রতিবাদ করিবার কিছুই নাই । তার পর Lodge উঠিয়াও প্রশংসা করিলেন এবং বস্ত জায়ার নিকট যাইয়া বলিলেন, “Let me heartily congratulate you on your husband's splendid work.” আমি মনে করিলাম, এই শেষ । আমার পূৰ্ব্ব স্থানে বসিয়া আছি, Lodge আসিয়া আমাকে দু-এক কথা fট জ্ঞাসা করিলেন । বুঝিতে পারিলাম, আস্তে আস্তে মন Ísfs, so I John Bullo Love of Fair Play আতি আশ্চৰ্য্য । তারপর হঠ{ং দেখিলাম, যে, Lodge IPrcsidentকে কি বলিতেছেন । বলিলেন, যে, অধ্যাপক বস্থর অত্যাশ্চৰ্য্য দৃষ্টি-সম্বন্ধে নূতন আবিষ্কারের বিষয়ে অনেকে শুনিতে আগ্রচ প্রকাশ করিতেছেন, পুনৰ্ব্বার তিনি যদি কিছু বলেন, তবে স্বর্থী হইব । তারপর যখন বলি, তাহাতে সকলেই অতি বিস্মিত হইয়াছেন। বক্ত তার পর Lodge বন্ধুদিগকে zēni sitsitz stereoscope a M E R O Ē ējffH দেখিয়৷ অতিশয় আশ্চৰ্য্য হইয়াছেন। আমাকে বলিCola, “You have a very fine research in hand, go on with it” i z sfs f5 Gțřil tfHGIR, “Are you Roolz, President a man with plenty of means ? All these are very expensive and you have many years before you, your work will give rise to many others—all very important” I offi কথ কাটাই য় দিলাম। তার পরের দিন Prof. Barret আমাকে বলিলেন, “We had a talk last night (Lodge was one of জগদীশচন্দ্র বস্থর পঞ্জাবলী us). We thought your time is being wasted in India, and you are hampered there. Can't Suitable chairs fall seldom vacant here, and there are many you come over to England 2 candidates. But there is just now a very good appointment ( CŵIà &2ifriŵ University? ATA Professorship) and should you care to accept it, no one else will get it.” এগন বলুন কি করি ? এক দিকে আমি যে কাজ আরম্ভ করিয়াছি—যাহার কেবল outskirts লইয়া এখন ব্যাপৃত আছি এবং যাহার পরিণাম অদ্ভুত মনে করি, সেই কাজ amateurish রকমে চলিবে না। তাহার জন্য অসীম পরিশ্রম ও বহু অনুকূল অবস্থার প্রয়োজন । অন্যদিকে আমার সমস্ত মনপ্রাণ দুঃখিনী মাতৃভূমির আকর্ষণ ছেদন করিতে পারে না । আমি কি করিব, কিছুই স্থির করিতে পারিতেছি না । আমার সমস্ত inspirationএর মূলে আমার স্বদেশীয় লোকের স্নেহ । সেই মেহবন্ধন ছিন্ন হইলে আমার আর কি রহিল ? এবার এইখানে শেষ করি । সৰ্ব্বদ পত্র লিখিবেন। বন্ধুদিগকে আমার কথা জানাইবেন । মীর আমাকে ভুলিয়া গিয়াছে, আমি ভুলি নাই । বন্ধুজায়াকে আমার সাদর সম্ভাষণ জানাইবেন । অfপনার শু জগদীশচন্দ্র বস্ন ( s१ ) লণ্ডন ৫ই অক্টোবর, ১৯০০ । ("fo. Messrs. Henry S. King & Co. 65, Cornhill, E. C. সুহৃৎ, অনেক কাল আপনার পত্র পাই নাই। চিঠি ন৷ পাইলে কি লিখিতে নাই ? আমি কি রকম ব্যস্ত আছি, বুঝিতে পারেন। আমার অনেক নূতন বিষয় সংগ্ৰহ হইয়াছে। কি করিয়া লিথিয় উঠিব, স্থির করিতে পারি না। আমি যা বলিয়াছি, তাহতেই সকলে অত্যন্ত আশ্চৰ্য্য হইয়াছেন । কিন্তু আরও