পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতর প্রাণীদের সম্বন্ধে মিথ্যা ধারণ ছেলেদের জন্য লেখা বহিতে, এবং অনেক সময় পড়দের জন্য লেপা বহিতেও, ইতর প্রাণীদের সম্বন্ধে এমন অনেক কথা থাকে যাহা সত্য নহে । এখানে আমি এরূপ দুটা মিথ্যা ধারণার বিষয়ে কিছু বলিব । পৃথিবীতে বোল্‌ত নানারকম আছে, মাকড়সাও নানারকম আছে। কোন কোন বোলতা কোন কোন মাকড়সা শিকার করিবার জন্য তাহার শরীরে হুল ফুটাইয় তাহাকে অসাড় করিয়া ফেলে। এইরূপ একজাতীয় বোলতাকে ইংরেজীতে ডিগার %াম্প, বা খনক বোল্‌তা, এবং তাহার যে-সব মাকড়সা শিকার করে তাহাদিগকে ইংরেজীতে জাম্পিং স্পাইডার ৭। লম্ফপ্রদানকারী মাকড়সা বলে। প্রাণীদের বিষয়ে লিখিত অনেক বহিতে দেখা যায়, যে, এই বোলতার পজিয়া খুজিয়া মাকড়সাদের সেই জায়গাটিতে হুল ফুটায় পান হইতে তাহদের স্বায়ু-সকল সমস্ত শরীরে ছড়াইয়। ড়িয়ছে। মানুষের শরীরেও স্বায়ু আছে। তাহাঁদের সাহায্যেই মুখ ও যাতন বোধ হয়। মাকড়সার স্বায়ুওলের কেন্দ্ৰে হুল ফুটাইয়া বোলত। তাহাকে অসাড় করে, ইহা সত্য নহে ; তাহার শরীরের যেখানে-সেখানে হুল ফুটাইয়াই বোলত। তাহাকে মারিয়া ফেলে। মাকড়সার স্নায়ুমণ্ডলের কেন্দ্রস্থলটি ঠিক করিবার মত বৃদ্ধি বোলতার নাই। * এখানে যে ছবি দিলাম, তাহাতে দেখিতে পাইবে, বালত যে-কোন একটা জায়গায় হুল ফুটাইবার চেষ্টা করিতেছে। - সাপ ও পাখীদের সম্বন্ধেও এই একটা ধারণা চলিত আছে, যে, সাপ পার্থীর দিকে তাকাইয় তাহাকে জাদু করিয়া ফেলে। এইরূপ জাদু করাকে ইংরেজীতে হিপ্লটিজ ম্ ও বাংলায় সম্মোহন বলে। এইরূপে সম্মোহিত হইলে পাপী আর নড়িতে-চড়িতে বা উড়িতে পারে না, এবং সাপ তাহাকে ধরিয়া গিলিয়া ফেলে। ইহা কিন্তু সত্য নহে । সাপ পাপী বা পাপীর বাসা আক্রমণ করিলে, સાન્ટા ઇન યૂનિકનાલ (5 વષ્ટિ: অনেক সময় তাহার ৬fাবাসাক লাগিয়া যায়। সে নিজের বা নিজের সঙ্গা ও চানানের জন্ত ভয় পাইয়া ঠিক করিতে পারে না, ধে, পালাইবে না সাপটকে থাক্রমণ করিবে । ইহা হইতেই জাদু করার গল্প কেহ বানাইয়া থাকিবে । বাস্তবিক অনেক স্থলেই পাখীরা সাপের সঙ্গে খুব যুদ্ধ করে । ছবিতে দেখ, দুটি চড়ই পাপী নিজেদের বাস ও ছানা রক্ষা করিবার জন্য সাপের সঙ্গে যুদ্ধ করিতেছে ।