পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Հ প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ৬ নন্দিন ( ক্ষমূৰ্ত্তি )—ময়ূরভঞ্জে প্রাপ্ত In a soft-complexioned sky Fleeting rose and kindling grey. llave you seen Aurora fly At the broak of day 2 স্নিগ্ধবরণ আকাশের গায় লালিম পালার, ধূসর জ্বলে, তখন উযারে পালাতে দেখিয়া পিছু পিছু তার দিবস চলে । এই স্বযম-স্বরূপিণী উষা সমস্ত আকাশ অন্তরীক্ষ পূর্ণ করে থাকে ; পুরুষ বা জীব সেই সৌন্দয্যস্বরূপিণীকে ধবৃতে চায়, কিন্তু অ-ধরকে ধরতে না পেরে সে কাতর হয়, শোক করে । - উরু শব্দের আদিম অর্থ ব্যাপ্ত, বিস্তীর্ণ। সেইজন্যই কালক্রমে দেহের মধ্যে যে অঙ্গ সৰ্ব্বাপেক্ষ। স্কুল তারও নাম হয়েছে উরু। উরু শব্দের আদিম অর্থ যখন পরবর্তী অর্থে চাপ পড়ে গেলো, তখন পুরাণের মধ্যে উৰ্ব্বশী শব্দের ব্যুৎপত্তি স্থির করা হলো— নারায়ণেরং নির্ভিদ্য সংতুত বরবর্ণিন । ঐলস্ত দয়িত দেবী যোধির্দু-রত্বং কিম্ উৰ্ব্বণী ॥—হরিবংশ । নার অর্থাৎ নরসমূহের অয়ন অর্থাৎ গতি বা আশ্রয় যিনি সেই ভগবান নারায়ণের অরূপ পরিব্যাপ্ত বিরাটু বপু থেকে অপরূপ রূপবতী উৰ্ব্বশীর উৎপত্তি হয় । এই নারায়ণই বিষ্ণু--অর্থাৎ বিশ্বব্যাপক— যস্মাদ বিশ্বম্ ইদং সমং ভস্ত শক্ত্য মহাত্মনঃ। তন্মাদ এবোচ্যতে বিধুর বিশ-ধাতো: প্রবেশনাৎ ॥ এই উৰ্ব্বশীর উৎপত্তি হয় নর-নারায়ণের তপস্যাভঙ্গের জন্ত । একান্তমনে কোনো কৰ্ম্মে অভিনিবেশের নাম তপস্যা। নারায়ণেরই অংশ নর: যখন একান্তমনে কোনো কৰ্ম্ম অনুষ্ঠান করতে চায়, যখন সে নিজের চারিদিকে কৰ্ম্মের কারাগার রচনা করে নিজেকে বন্দী করতে থাকে, তখন সৌন্দর্য্যৰূপিণী উৰ্ব্বশী রূপ-রস-গন্ধ-স্পৰ্শ