পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] তাহা কিনিয়া রাপা । এইরূপ পণ্য, যথা-চাউল, পাট, গুড় ইত্যাদি। এই উদ্দেষ্ঠে সমিতির আবখ্যকসংখ্যক 'গোলা’ এবং গুদাম স্থাপন করিতে হুইবে । (৪) সমিতিকর্তৃক বৈজ্ঞানিক প্রথায় চালিত একটি আদশ কৃষিক্ষেত্র স্থাপন কর । এই কৃষিক্ষেত্রে যুরোপ ও আমেরিকায় যেরূপ উন্নত প্রণালীতে কৃষিকাৰ্য্য হইতেছে তাহার পরীক্ষণ করা এবং সফল হইলে গ্রামস্থ সকল কৃষকেয় ক্ষেত্রে উহার প্রবর্তন কর । কৃষির সুবিধার জন্ত খাল, পয়ঃপ্রণালী, কুপ প্রভৃতি খনন করা। কৃষকসম্প্রদায়কে শিক্ষার দ্বারা অনুপ্রাণিত করিয়া লইতে পারিলে পাশ্ববৰ্ত্তী অনেকগুলি জমী ( Plots ) একটি জমীতে পরিণত করিয়া সহযোগে কৃষিকাৰ্য্য চালান যাইতে পারে। ইহাতে লাভের আশ অধিক । (৫) সমিতির পক্ষ হইতে মাছের চাষ, গরু, মহিষ প্রভৃতি পালন এবং তৎসঙ্গে দুধ, বি, মাপণ প্রস্তুতের কারূপান ( Dairy farm ), ইস, মুর্গ, প্রভূতির পালনশীল ( Poultry farm ) স্থাপন কর । ( ৬ ) গ্রামবাসীদের পোষাক-পরিচ্ছদ পরিস্কার লিমিত্ত প্লজকাগার ( HAaundry ) স্থাপন করা । - ( ৭ ) প্রত্যেক পল্লীর বিশেষ শিল্প যাহা লুপ্ত হইয়। গিয়াছে অপব যাইতে বসিয়াছে তাহার পুনঃপ্রতিষ্ঠা কর । (৮) এতদ্ব্যতীত অন্তপ্রকার কৃষি, শিল্প, বাণিজ্য, যাহা সেই গ্রামের পক্ষে সস্তুষ, তাহার প্রচলন করা। বাংলা দেশে স্থানে-স্থানে এইরূপ দেখা যায় বটে, কুম্ভকার, গোপ, ডোম এবং বাগীরা এইরূপ স্ত্রীপুরুষে একত্রে কাজ করে। তবে তাহার সংঘবদ্ধ নহে এষং তাঁহাদের উৎপন্ন দ্রব্যাদি বিক্রয়েরও স্ববন্দোবস্ত নাই । সমবায় সমিতিকে এই প্রকারের কুটারশিল্প স্থাপনের সহায়তা করিতে হইবে এবং শিল্প-জাত দ্রব্য-সস্তার যাহাতে লোকে স্থায্য মূল্যে বিক্রয় করিতে পারে তাহার ব্যবস্থাই করিতে হইবে । বাংলার পল্লীতে জাপানের ধরণে দেশলাই, পেন্সিল, গেঞ্জি, মোজা, খেলনা, সাবান প্রভৃতি নানাপ্রকারের শিল্প প্রতিষ্ঠিত হইতে পারে। জাপানী প্রথায় প্রতি গৃহস্তের বাড়ীতে দৈনিক প্রস্তুত পণ্য-সমূহ সমবায় সমিতির লোক যাইয়া সংগ্ৰহ করিয়৷ আনিবে এবং বিক্রয়ের জন্ত সহরের কেন্দ্রীয় সমবায়-তাওরে প্রেরণ করিবে । এইসকল প্রতিষ্ঠানের উপযুক্ত টাকা কোথায়? যদি অসম্ভব হয় তবে প্রতি মহকুমায় অন্ততঃ প্রতি জেলায় যাহাতে একটি সমিতি স্থাপন করা যায়, তদ্রুপ চেষ্টা করা কৰ্ত্তব্য। তাহার কাৰ্য্য হইবে, অধীনস্থ কেন্দ্রসমূহে উত্তমরূপে কাজ চলিতেছে কি না তাহ। পরিদর্শন করা এবং আবখ্যক হইলে তাহদের উৎপন্ন দ্রব্যাদি বিক্রয়ের অথবা প্রয়োজনীয় জিনিষপত্র ক্রয়ের ব্যবস্থা করিয়া দেওয়া । কেন্দ্রীয় সমিতির সভ্যগণই অধীনস্থ সমিতিগুলি পরিচালিত করিবার নিয়মাবলী প্রণয়ন করিবে এবং উপযুক্ত হিসাব-পরীক্ষকদ্বার আয়ব্যয়ের হিসাব পরীক্ষণ করাইবে । শুধু অর্থ উপার্জন করিলেই পল্লীর অভাব, অভিযোগ, দুঃখ দূত্র হইবে না। উপার্জিত অর্থ পল্লীয় হিতসাধনে ব্যয় করা দরকার। বল বাহুল্য, উপরিউক্ত সমিতিই এই অর্থব্যয়ের ভার গ্রহণ করিবেন। উীহীদের প্রথমতঃ এই কাজগুলি করিতে হুইবে - ● ( ১ ) গ্রামের শিক্ষণ --প্রতি পরিবারের প্রত্যেক বালক-বালিকা যাহাতে সংশিক্ষা পাইতে পারে, তদনুরূপ ব্যবস্থা কর । এই উদ্দেষ্ঠে গ্রামে যথাসংখ্যক বিদ্যালয় স্থাপন করা, দরিদ্রদিগের ছেলেমেয়েদের বিনাবেতনে পড়ান, এবং বই, প্লেট, পেন্সিল প্রভৃতি কিনিয়া দেওয়া, ক্রীড়ার বন্দোবস্তু করা, বয়স্কাউটং, ড্রিল প্রভৃতি শিখাইয়া বালক কষ্টিপাথর—সমবার ও আদর্শ পল্লী II বালিকাদিগের স্বাস্থ্যের উন্নতি করা, তাহদের স্বশৃঙ্খল ও সমবেতভাবে কাৰ্য্য করার অভ্যাস বৃদ্ধি করা, পারিতোষিক প্রভূতির দ্বারা শিক্ষায় উৎসাহিত করা, অভিনয়, বায়স্কোপ ও ম্যাজিকূলণ্ঠন বক্তৃতা দ্বারা আমোদপ্রমোদের ভিতর দিয়া নানা বিষয় শিক্ষা দেওয়া, আশু প্রতীকর (First Aid) শিক্ষা,হাতে-কলমে কুটার-শিল্প-শিক্ষা প্রভৃতির বন্দোবস্ত করা বিশেষ দরকার। নিরক্ষর বয়স্কদের জন্য নৈশ-বিদ্যালয় স্থাপন করিতে হইবে। সৰ্ব্বসাধারণের জ্ঞানবিস্তারের জন্য একটি লাইব্রেরী ও পাঠাগার প্রতিষ্ঠিত করিতে হইবে । সেখানে দেশ-বিদেশের সংবাদ জানিবার নিমিত্ত কতকগুলি সংবাদ-পত্র নিয়মিতরূপে রাখিতে হইলে । (২) গ্রামের স্বাস্থ্য —বাংলার নষ্ট পল্লীস্বাস্থ্য যাহাতে আবার ফিরিয়৷ পাওয়া যায়, তাহার চেষ্টা কর । যথা গ্রামের জঙ্গল পরিষ্কার, নর্দমা সাফ, ডোবা গৰ্ত্ত তরটি করা, মশকবংশ নিপাত করা, ঘরবাড়ী অাধুব্লিকপ্রণালীতে নিৰ্ম্মাণ, রাস্তা-ঘাটের উন্নতিসাধন ইত্যাদি। সমিতি হইতে গ্রামে একটি দাতব্য-চিকিৎসালয় প্রতিষ্ঠিত করিতে হইবে । গ্রামবাসীদিগকে পরিষ্কার-পরিচ্ছন্ন শুদ্ধ সংযতভাবে জীবন-যাপন-প্রণালী শিশ্ন দিতে হইবে। তজ্জন্য মধ্যে-মধ্যে পল্লীর সকল লোককে সমবেত করিয়া সভায় বক্ততা করা, ম্যাজিক্‌লণ্ঠন সাহায্যে স্বাস্থোর তত্ত্ব বুঝান ও পৃথিবীর নানা দেশের স্বাস্থ্য-সম্বন্ধীয় খবরাখবর সংবাদ-পত্র পাঠ করিয়া বুঝাইয়৷ দিতে হইবে । প্রত্যেক গ্রামে একটি করিয়া ব্যায়ামাগার স্থাপন করিতে হইবে ; সেখানে যুবকের নানাবিধ ব্যায়াম, কুন্তী, ঘূষিলড়। যুযুৎস্থ, লাঠিপেলা, অগ্নিনির্বাপণ ( Firo Drill ) প্রভৃতি শিক্ষণ করিবে । চোর ডাকাত গুও বদমায়েসদের হাত হইতে গ্রামষাসীকে রক্ষা করিবার জন্ত প্রতিsits attool (Village Defence ) offs on of To হইবে । , (৩) পল্লীবাসী নরনারীদের কৰ্ম্মক্লাস্ত জীবনে সরসতী আনিয়া, অবসাদ দূর করিয়া কৰ্ম্মে উৎসাহ দিবার নিমিত্ত মধ্যে মধ্যে অভিনয়, কথকতা, যাত্রা, চলচ্চিত্র-প্রদর্শন প্রভৃতির অনুষ্ঠান করিতে হইলে । ( 8 ) Histão offo (General Committee) ofton sırassfĦ »toll-riffs (Sul-committee) žH *fŘES ŘEH I যেমন, শিক্ষার জন্ত একটি। ইহ। শুধু পল্লীর শিক্ষা-বিভাগের তত্ত্বাবধান করিবে । এইরূপ স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য, কৃষি ও বিচার-বিভাগের একএকটি সাব-কমিটি থাকিবে । এইসব সাব-কমিটির উপরে থাকিলে সাধারণ সমিতি । সাধারণ সভায় ভোট-অনুসারেই স{য-কমিটিগুলির সদস্ত নিৰ্ব্বাচিত হইলে । (৫) বিবিধ —গ্রামবাসীদের আর যাহ-যাহ প্রয়োজন বোধ হইবে, তাহার ব্যবস্ত করা । সমবায়-সমিতি গঠনের নিমিত্ত বৰ্ত্তমান রাশিয়ার কো-অপারেটিভ সোসাইটগুলিকে আদর্শরূপে গ্রহণ করা যাইতে পারে । রাশিয়া কৃষিপ্রধান দেশ। রাশিয়ায় কৃষকদিগকে দুরবস্থা এবং শোষক-শ্রেণীর কবল হই5ে মুক্ত করিবার জন্ত অসংখ্য সমবায়-ভাগুীয় স্থাপিত হইয়াছে। এইসকল ভাণ্ডারের পরিচালন-কাৰ্য্য কৃষকদের দ্বারাই সম্পন্ন হয়। পণ্যদ্রব্য কৃষকের ক্ষেত্র হইতে বহুসংখ্যক ব্যবসায়ীর হস্তে না যাইয়া, সরাসরি উক্ত ভাণ্ডারে প্রেরিত হয় এবং তথার উচ্চমূল্যে বিক্রীত হইয় কৃষকদিগকে লাভবান করে। বাংলায় এইরূপ ভাণ্ডার স্থাপিত হইলে কৃষকের প্রভূত লাভবান হইতে পারে। ( ভাণ্ডার, ফাল্গুন ১৩৩২ ) শ্রী স্বরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য