পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] ছেলেদের পাততাড়ি-মুদ্রার কথা છ૧૯ গুলিতে তাড়াতাড়ি চারকোণা আর্টকোণা প্রভৃতি নান আকারের মুদ্ৰ তৈয়ার হইত। ল্যাণ্ডাউতে ১৭০২ সালের ঐরূপ একটি অদ্ভুত মুদ্রা পাওয়া গিয়াছে। ভারতবর্ষের বেশীর ভাগ প্রাচীন মুদ্রাই চতুষ্কোণ । সৰ্ব্ব-প্রাচীন ভারতীয় মুদ্রার নাম পুরণ । চতুষ্কোণ রৌপ্যখণ্ডের উপর ছোট ছোট মার্ক দিয়া সেগুলি তৈয়ারী করা হইত। এদেশে ব্যাকৃটিয়ান যুগে ও তাহার কিছুকাল পর পৰ্য্যস্ত চার-কোণ ছাচে-ঢালা মুদ্রার প্রচলন ছিল। স্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ইয়োরোপের নানা স্থানে রূপার পাত কাটিয়া চতুষ্কোণ মুদ্র তৈরী করা হইত। স্বইট্সারল্যাণ্ডে এই ধরণের মুদ্রার বহুল প্রচলন ছিল। এই মুদ্রাগুলির নাম “ব্র্যাকুটিয়েট” (Bractiates) । ইহা কাগজের মতন পাতলা রূপার পাত কাটিয়া প্রস্তুত । পূৰ্ব্বকালে উত্তর আমেরিকার ক্যালিফোর্ণিয় স্বর্ণখনির জন্য প্রসিদ্ধ ছিল। সেখানে অনেক দিন আগে আটকোণ স্লাগ (Slug) নামক স্বর্ণ-মুদ্রা প্রচলিত ছিল । এক-একটি স্লাগ-মুদ্রার মূল্য ছিল প্রায় ২ শত টাকা । অধুনা সেখানে ভারতবর্ষের এক-আনি, দু-আনি, সিকি ও আধুলির স্থায় নানা আকারের দস্তার মুদ্রার চলন হইয়াছে। অনেক দেশে দস্তার মুদ্রার মধ্যভাগে একটি গৰ্ত্ত করিয়া ছাপ দেওয়া হয় । ১৫৭৪ খৃষ্টাব্দে সম্রাট আকৃবর আগ্রায় “মিহরুবি মোহর’ নামক একপ্রকার স্বর্ণ-মুদ্রার প্রচলন করেন। মসজেদের মিহরবির (অর্থাৎ উপাসনা-স্থলের মূৰ্ত্তি রাখিবার কুলুঙ্গী ) স্তায় আকৃতি বলিয়া উক্ত মোহরের এইরূপ নামকরণ হয়। ব্রহ্মদেশের ও মলয় উপদ্বীপের প্রাচীন মুদ্রাগুলির আকৃতিও অতি অদ্ভুত ধরণের ব্ৰহ্মদেশের উত্তর ও পশ্চিম সীমাস্তে ও শুাম দেশের "লাও রাজ্যে · ডোঙার মতন ছাচে-ঢালা তামার শলাক-মুদ্র প্রচলিত ছিল। মলয় উপদ্বীপের পেহাঙে চতুষ্কোণ টুপীর আকারের টিনের মুদ্রার ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। খেদাতে (Khedah) টিনের ডিম্বাকৃতি মুদ্রার চলন ছিল। কৃষ্ণসাগরের তীরবর্তী ওলবিয়াতে তিমিমাছের আকারের ব্রোঞ্জ ( তামা ও টিন মিশ্রিত একপ্রকার ধাতু) ধাতুর মুদ্র প্রচলিত ছিল এবং ইতালীর ইগুভিয়াম্ অঞ্চলে བླླ་ན་རྨ་གསག་ ডিম্বের আকারের তামার মুদ্রা ব্যবহৃত | ਬੰ স্থলে দেশের অধিবাসীদের ঔদাসীন্ত অথবা ধানতার ফলে মুদ্রার গড়ন সৰ্ব্বাঙ্গম্বন্দর. হয় নাই। প্রাচীন গ্রীস-দেশের, রোমের জর্জিয়ার ও স্পেন-অধিকৃত আমেরিকার কতকগুলি মুদ্রার আকৃতি মোটেই স্বত্র ఫ్లి দোষেই মুদ্রাগুলির চেহারা ঐরূপ বিত্র | * স্বইডেনের একটি স্ববৃহৎ প্রাচীন মুদ্রা , সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে স্বইডেনে তামার পাত্তের উপর মার্ক মারিয়৷ এই ধরণের মুদ্র প্রস্তত হইত। মধ্যযুগে অনেক সময় সম্পূর্ণ গোলাকার মুদ্রাকে কাটিয়া নানা আকারের ও বিভিন্ন মূল্যের করিয়া ব্যবহার করা হইত। পশ্চিম দ্বীপপুঞ্জে এক শতাব্দী পূর্বে পর্বত্তও এই প্রথা প্রচলিত ছিল । কোথায়ও কোথায়ও এক-একটি পূর্ণাকৃতি ডলারকে সমান্তরালভাবে কাটিয়া মূল্যায়যায়ী ভাগ করা হইত। প্রাচীন কালের সকল দেশের মুদ্রার উপর চীন দেশের মুত্রার প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। চীনদেশের প্রাচীন মুদ্রাগুলি কিভূতকিমাকার। সেখানকার সর্বাপেক্ষা প্রাচীন মুদ্রার আকার ছুরীর স্তায় । খৃষ্টজন্মের কয়েক শতাব্দী পৰ্য্যস্ত সেখানে ঐ-আকৃতির মুদ্রার বহুল প্রচলন ছিল। প্রাচীন চীনদেশে লাঙল-ফলকের আকৃতির প্রাচীন মুদ্রারও নিদর্শন পাওয়া ষায় । খৃষ্টজন্মের পরে সম্রাটু ওয়াং মাং যখন চীনের সিংহাসন বলপূৰ্ব্বৰ দখল করেন তখন তিনি উক্ত দুইপ্রকার মুদ্রার