পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Se কোনোগুলিতেই নাকি শরীরের সকল অঙ্গ ও পেশীগুলি যথাযথ চালিত হয় না । জাৰ্ম্মাণীর এক ব্যায়াম-বিদ্যালয়ে অভিনব উপায়ে শরীরের সমস্ত অঙ্গ চালনার ব্যবস্থা হইয়াছে। একটি বৃহৎ চাকার মধ্যে অবস্থিত হইয়। চাকার সাথে ঘুরিলেই শরীরের পেশীগুলিতে টান পড়ে ও তাছাতে ব্যায়ামের কাজ হয়। আঘাত বা আঁচড় না লাগাইয়া যাহাতে হাত ও পা দৃঢ় থাকে তাহারও ব্যবস্থা আছে। উপরের ছবিতে এই ধরণের ব্যায়ামরত একটি লোকের ছবি দেওয়া হইল । চরিত্র-নিৰ্দ্ধারণের বৈজ্ঞানিক উপায়— লোকের প্রকৃতি ও চরিত্র নিৰ্দ্ধারণের এক বৈজ্ঞানিক উপায় উক্রেনিয়ার এক ডাক্তার কর্তৃক আবিষ্কৃত হইয়াছে। বৈদ্যুতিক দণ্ডের বৈজ্ঞানিক উপায়ে চরিত্র-বিচার প্রবাসী—শ্রাবণ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড একপ্রান্ত পরীক্ষার্থীর দেহে সংলগ্ন থাকে,অস্তপ্রান্ত পরীক্ষকের হস্তে থাকে এবং এই দণ্ডের সহিত সংযুক্ত একটি মাইক্রোফোন তাহার কানে লাগানে থাকে। বৈদ্যুতিক শক্তি এই দণ্ডের ভিতর দিয়৷ চালিত করিলেহ পরীক্ষকের কানে নানাপ্রকারের শবদ হয় । নাম ধরণের ও চরিত্রেণ লোককে পরীক্ষা করিয়া একটি চার্ট তৈয়ারী করা হইয়াছে । এই চাট অনুযায়ী লোকের চরিত্র ঠিকাঠক বলিয় দেওয়া যায় । জাপানী সুন্দরী— জাপানের সুন্দরী বলিতে আমরা বেঁটে মুখ-চ্যাপ্টা নাক-খাদা সুন্দরীই বুঝিয়া থাকি। আসলে আমাদের আদর্শেও জাপানে সুন্দরব অভাব নাই। নাক মুখ চোখ ভুর চুল সমেত জাপানের অনেক স্বন্দরাণঠ জাপানী সুন্দরী আমাদের চোথেও স্বন্দরী বলিয়া গণ্য হইবেন । ছবিতে একটি জাপা - সুন্দরীর নমুনা দেওয়া হইল ।