পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՀN) রিপোর্টে কয়েদীদের বিশেষতঃ বালক কয়েদীদের মুক্তির পর তাহদের সাহায্যের ও তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা সম্বন্ধে গবর্ণমেন্ট সকলের দৃষ্টি আকৰ্ষণ করিতেছেন। রিপোর্টে প্রকাশ, সামান্ত শাস্তিপ্রাপ্ত কয়েদীদের সংখ্যা দিনদিনই বৃদ্ধি পাইতেছে। বাঙ্গালার জেলসমূহে বিভিন্ন শ্রেণীর কয়েদীদিগকে পৃথক পৃথক ভাবে রাখার প্রস্তাৰ গবৰ্ণমেণ্ট গ্রহণ করিয়াছেন। সশ্রম কয়েদীদের গড়পড়তা উপার্জন আলোচ্য বর্ষে ৬৭w/• হইয়াছে। গত বৎসর ৭৪%y আনা হইয়াছিল। উপার্জন হ্রামের কোন কারণ দেওয়া হয় নাই । ম্যানুফ্যাক্গর বিভাগে গত বৎসরের চেয়ে আলোচ্য বর্ষে কয়েদীদের সংখা অল্প বৃদ্ধি পাইয়াছে । পরলোকে বাঙ্গালী ভাস্কর ফণীন্দ্রনাথ বস্থ— লগুনের ৬ই আগষ্টের সংবাদে প্রকাশ যে, প্রসিদ্ধ বাঙ্গালী ভাস্কর ফণীন্দ্রনাথ বস্ব সম্প্রতি মৃত্যুমুথে পতিত হইয়াছেন । বরোদার গাই ভাস্কর ফণীন্দ্রনাথ বন্ধ 哆 কোরের তিনি বহু কাৰ্য করছেন এবং রয়াল স্কটপ এ্যাকাডেমীতে अर्नकदाम्न छिनि यमर्थक क८० छुश्रृश्ठि इ३झोरइन । य७ि ठिनि প্রবাসী-ভাদ্র, ృలిరితి [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ষোল বৎসর বয়স হইতেই লণ্ডনে চিত্রবিদ্যা শিক্ষার ব্যাপৃত ছিলেন, তাহা হইলেও প্রাচ্য শিল্পকলার প্রতি তাহার স্বাভাধিক প্রবণতা ছিল। বাংলায় নারী-নিগ্রহ— বাংলায় নারী-নিৰ্য্যাতনের সংখ্যা এমাসেও কম নহে। প্রায় প্রতিদিনই সংবাদপত্রে ঐ-বিষয়ক ২১ একটি লজ্জাকর সংবাদ পাঠ করি। অtশার কথা দুই-একটি ক্ষেত্রে গ্রাম্য স্বেচ্ছাসেবক দল অথবা অস্ত ভদ্রলোক নিজেদেকে বিপন্ন করিয়াও কয়েকটি বলপুৰ্ব্বক-অপহৃত নারীর উদ্ধার সাধন করিয়াছেন । শ্রীহট্টের জনশক্তিতে প্রকাশ যে, নবীগঞ্জ থানাং দরোগ মৌলবী মনাওর আলী প্রভূত কষ্ট স্বীকার করিয়া এইরূপ একটি নিৰ্য্যাতিত হিন্দু নারীর উদ্ধার সাধন করিয়াছেন। অনেক স্থলে দুৰ্ব্ব ত্তর অল্প শাস্তি পাওয়ায় অথবা তাহদের দুষ্কায্যের প্রতিকার না হওয়াতে অধিকতর প্রশ্রয় পাইতেছে । স্বথের বিষয়, সংবাদপত্রের আলোচনার ফলে শ্ৰীযুত ক্ষিতীশচন্দ্র নিয়োগ আগামী ভারতীয় এসেম্বলীর অধিবেশনে এই উদ্দেশ্যে একটি আইনের খসড়া উপস্থিত করিবেন। এই আইনে স্ত্রীলোকের উপর পাশবিক অত্যাচার, স্ত্রী-হরণ প্রভৃতি স্ত্রী-লোকের উপর অত্যাচার-ঘটিত অপরাধে গুরুতর দণ্ডের ব্যবস্থা হইবে এবং ঐ-সমস্ত অপরাধের তদন্ত ও মামলার বিচার স্বাহীতে যথাসম্ভব শীঘ্ৰ নিম্পন্ন হয়, তাহারও ব্যবস্থ৷ হইবে। বাঙ্গাল দেশে ও ভারতের নান স্থানে নারীনিৰ্য্যাতনকারী গুণ্ড বদমায়েসদের সংখ্যা দিন দিন যেরূপ বৃদ্ধি পাইতেছে, তাহাতে নিয়োগী-মহাশয়ের আইনের খসড়া এসেম্বলীতে সৰ্ব্বসমতিক্রমে গৃহীত হওয়া উচিত। নারীরক্ষা সমিতির নিবেদন— বঙ্গীয় নারীরক্ষা সমিতির সম্পাদক শ্ৰীযুক্ত কৃষ্ণকুমার মিত্র নিম্ন লিখিত নিবেদন-পত্র প্রকাশ করিয়াছেন । ফরিদপুর জেলার অন্তর্গত ভাঙ্গ। থানার অধীন দুয়াইর গ্রামে এক গরীব পরিবার বাস করে। সে পরিবারে বৃদ্ধ বিধবা মাতা, শ্ৰীমতী রাধারণ নাম্নী বিধবা পুত্রবধু ও ১৬১৭ বয়স্ক এক পুত্রসহ বাপ করেন । রাধারণীর বয়স ২১ বৎসর। গত চৈত্র মাসের শেষে ৪ জন দুৰ্ব্বত্ত মুসলমান শাশুড়ীর সম্মুখ হইতে রাধারাণীকে বলপূর্বক হরণ করিয়া লইয়া যায়। ২৪ দিন পৰ্য্যন্ত তাঁহাকে ফরিদপুর জেলার নানস্থানে এবং ঢাকা জেলার অন্তর্গত লেছড়াগঞ্জে লুকাইয় রাখে। অবশেষে ৩২শে বৈশাখ , একজন মুসলমান রাধারাণীকে কলিকাতা আনিতে রাজবাড়ী ষ্টেশনে উপস্থিত হয় । একজন পুলিশ কর্মচারী দেই মুসলমানের হস্ত হইতে রাধারাণীকে উদ্ধার করেন এবং মুসলমানকে গ্রেপ্তার করেন । অতঃপর ফৌজদারী আদালতে মোকদম উপস্থিত করা হইয়াছে। এই মোকদ্দমার বাদী পক্ষে ফরিদপুর ও ঢাকা জেলার ৪২ জন সাক্ষীকে উপস্থিত করিতে হইবে । আসামীগণ ধনী ও প্রতিপত্তিশালী । হতরাং দুৰ্ব্বত্তদিগকে দমন করিতে হইলে প্রায় পনের শত টাকা ব্যয় করিতে হইবে। বাংলাদেশের সর্বত্রই দুৰ্ব্বত্ত লোকের নারী হরণ করিতেছে । ইহাদিগকে দণ্ডিত করিতে ন পারিলে নারীর সতীত্ব প্লক্ষ করা অসম্ভব হইবে । নারীরক্ষা সমিতি বঙ্গদেশের নানা জেলায় অনেক দুৰ্ব্বত্তকে দণ্ডিত করিয়াছেন এবং তাহার শুভ ফল হইয়াছে। মিঃ এস, আর দাস নারীরক্ষা সমিতির সভাপতি। প্রসিদ্ধ এটণী শ্ৰীযুক্ত হীরেন্দ্রনাথ দত্ত প্রভৃতি ইহার সহকারী সভাপতি, বিখ্যাত এটণী ঐযুক্ত যতীন্দ্রনাথ বস্ব ইহার ধনধ্যক্ষ, কলিকাতার অনেক মাননীর दासि देशांब मछ । दप्त्रब्र ●वरङाक ममांजश्tिठरी वाख्द्रि बांग्रैौद्ध १ई ७ नवांछ ब्रक्रां★ छश्च १षीनांश वर्षकांन कब्र कर्डबा ; ठक्षिाग्र