পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাদ বন্ধুবান্ধবের নিকট ছিল, তাহাদের সকলের সৰ্ব্বনাশ হষ্টয়া গেল। পঞ্চাশ-যাট টাকার জিনিষের জঙ্ক তাহাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হইল। এইরী যখন চলিতেছে তখন ( ৪ঠা এপ্রিল সভায় ) আমি ছু-শিষ্ট, কুঠিতে আমার ঘরে বসিয়া রাজপথে অনেক ঘোড়া চলার শব্ব শুনিতে পাইলাম । দেখিলাম, মহাগুরুর সর্বোচ্চ কৰ্ম্মচারী দো-নির-ছেনপো এবং তা-লামার সঙ্গে নেপাল-রাজদূত ও সৈন্তসামস্ত সকলেই মোতীরত্ব সঙদাগরের দোকানের সম্মুখে দাড়াইয়৷ আছে । চি-টুঙ এখানে একটি বস্থমূল্য পেম্বালা দেওয়ার কথ। বলিয়াছিল এবং এখন স্বয়ং তপ্পাসীর সাহায্য করিয়ু সেটি বাহির করিয়া দিল । শোনা গেল, পলাইবার সময় উহার তুষ্ট জমে দুই রাত্রি ঐ দোকানে একটি বড় সিন্দুকের মধ্যে লুকাইয় ছিল । মোতীরত্ব গ্রেপ্তার হইয়া নেপালী গারদে চলিল । লাসার প্রধান থানার কোতোয়াল ও মোতাঁরত্নের একই গ্নী ছিল, কোঁতোয়াল ও তাহার স্ত্রীও জেলে চলিল । 嶺 拳 議 গত ডিসেম্বর পর্য্যস্ত আমার এদেশে থাকা বা না-থাকা সম্বন্ধে কিছু ঠিক করিতে পারি নাই । লঙ্কা হইতে পত্র পাইয়াছিলাম যে আমাকে পুস্তক-ক্রয়ের জন্য টাকা পাঠানো হইবে, আমি ক্রয় শেষ করিয়াই যেন চলিয়া আসি। প্রথমে আমি সে প্রস্তাবে রাজী হই নাই, কিন্তু যখন চার মাসেও কোন বিহারে থাকিবার ব্যবস্থা হইল না এবং নেপালতিব্বত যুদ্ধের আশঙ্কা উত্তরোত্তর বাড়িয়াই চলিল, তখন আমি সেই প্রস্তাবই সমর্থন করিয়া পত্ৰ দিয়াছিলাম । আশ্চর্ষ্য ব্যাপার, যখন নিরাশায় মন ক্লিষ্ট তখন নৈরাশুই চতুর্দিকে, যখন আশার সঞ্চার আরম্ভ হয় তখন তাহাঙ অতিমাত্রায় আসে । পুস্তক-ক্রয় ও প্রত্যাগমনে স্বীকৃতিপত্র পাঠাইবার পরেই মহাপ্ত আনন্দ লিখিলেন যে আমার প্রথম পত্র সিংহলের এক প্রসিদ্ধ দৈনিক "জিন্‌-মিন্‌” ( দিনমণি) প্রকাশ করিয়াছে এবং জানাইয়াছে যে তাহারা প্রতি পত্রের জন্তু ১৫২ টাকা বা ততোধিক দিতে প্রস্তুত। প্রতি সপ্তাহে একটি লেখা লিখন ও প্রকাশ কোনটাই দুরূহ নছে এবং তাঁহাতেই আমার অর্থ-সমস্তার সমাধান সম্ভব । পুরের পত্রেই আমাকে পুস্তক-ক্রয়ের জন্ত টাকা শীঘ্রই পাঠানো হইতেছে এই সংবাদ আসিলে আমাকে প্রত্যাবর্তনের জন্য b"ーン8 নিষিদ্ধ দেশে সওয়া বৎসর ግo® প্রস্তত হইতে হইল ; এমন সময় ( ১১ই ফেব্রুয়ারি ) আচাৰ্য্য নরেন্দ্র দেব লিখিলেন যে, কাশী বিদ্যাপীঠ আমাকে মাসিক ৫•< টাকা বুত্তি ও পুস্তক-ক্রয়ের জন্ত এককালীন ১৫০ ০২ টাব দেওয়া মধুর করিয়াছেন, স্বতরাং আমার এদেশে বাস ও অধ্যয়নের আর কোনও সমস্তাই নাই । লাসায় এখন তিন বৎসর থাকিয়া অধ্যয়ন করার কোনই বাধ৷ রহিল না কিন্তু এ সকল ব্যবস্থা তিন সপ্তাহ দেরিতে হওয়ায় আমাকে প্রতিশ্রুতি-মত ফিরিতে হইবে । কিরূপে এই সমস্ত পূরণ করা যায়ু ভাবিতেছি এমন সময় লঙ্কা হক্টতে টেলিগ্রাম আসিল যে দু-শিঙ কুঠির কলিকাতাস্থ শাখায় ২০০০ টাকা তারযোগে পাঠান হইয়া গিয়াছে। এখন পুস্তক সংগ্রহেই মনোনিবেশ করিলাম। তিব্বতী টঙ্কার মূল্য কমিতেছিল, মৃতরাং আমার খরিদ করা সহজ হইল। আমার পুস্তক-ক্রয়ের কথা প্রচার হইলে ক্রমেই নূতন, পুরাতন, হস্তলিখিত, মুদ্রিত সকল প্রকার পুস্তক এবং দুই-চারিখানি চিত্রপটও নানা কি হইতে আসিতে লাগিল। প্রথমে আমি চিত্র-ক্রয়ে রাজী ছিলাম না, কেন-মা আমার চিত্র সম্বন্ধে জ্ঞান বা সংগ্রহেচ্ছা কোনটাই ছিল না, কিন্তু দুই-দশটি দেখিতে দেখিতে সেদিকে আমার আকর্ষণ বুদ্ধি পাইতে লাগিল। এক দিন ঐরুপ তেরটি চিত্র-পট আমার কাছে আসিল । বিক্রেতা প্রতি চিত্রের জন্ত এক দোজে' (২৫২ টাকা ) মূল্য চাহিল। নেপালী বন্ধুরা বলিলেন, দাম বেশী চাহিতেছে, কিন্তু ছুইএক দিন পরে সেগুলি হাতছাড়া হইবার ভয়ে আমি ঐ দামেই ক্রয় করিলাম। তখন সে চিত্রগুলির ঐতিহাসিক বা নগদ মূল্য সম্বন্ধে কিছুই বুঝি নাই কিন্তু পরে প্রকাশ পাইল যে লওন ও প্যারিসের চিত্রশালাগুলি ঐ তেরটি চিত্রের জন্তু পচিশ-fত্রশ হাজার টাকা দিতে প্রস্তুত, কেন-না, ঐ সংগ্রহে বারটি ঐতিহাসিক পুরুষের ( প্রখম হইতে সপ্তম দলাইলাম, প্রথম তিব্বত-সম্রাটু চোঙ-খ-পা প্রভৃতির ) চিত্র আছে এবং ত্রয়োদশ ছবিখানিও অবলোকিতেশ্বর বোধিসত্ত্বের স্বন্দর চিত্র। চিত্রগুলির মধ্যে একটির পৃষ্ঠের লিখন হইতে প্রকাশ পাইল যে এই সকল চিত্রই সপ্তম দলাইলামার সময় (बैठेीझ खहेाझण *उॉर्कौब्र थाब्रह्छ) अकिङ श्हेच्चाहिण । আমি সবসুদ্ধ প্রায় দেড় শত চিত্র সংগ্ৰহ করিয়াছিলাম,