পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীসুরেন্দ্রনাথ মৈত্র হে তারকাবলি, তোমরা কি মহাশূন্যে জোনাকি কেবলি, আলোকের কীট শুধু, আঁধারে জলিছ স্পন্দহাৱা ? তোমরা কাহারা ? ওই ক্ষীণ স্নিখোজল আলো কেন এত বাসি আমি ভালো ? কেন অামি প্রতি সন্ধ্যাবেল নীরবে একেলা চেয়ে থাকি উৰ্দ্ধমুখে । কেন ওই জ্যোতিষ্ক-জটলা করে মোরে স্বপ্রাতুর বিস্ময়ে উতলা, হই আত্মহারা ? আর কিছু নও, শুধু কিরণকন্দুক, শুধু তারা ? তিমির সাগরবক্ষে লক্ষ লক্ষ আলোক-তরণী ভাসিয়া চলেছে কোথা ? ক্ষুদ্র এই মৃন্ময়ী ধরণী যুগ-যুগাস্তর ধরি চেয়ে আছে কুহক-বিহ্বল কত লক্ষ বরষের অফুরন্ত জিজ্ঞাসা কেবল চঞ্চল করিছে তারে অস্তহীন কালে পলে পলে ! মাটির শিশুর বক্ষে তাই কি উথলে সে অনন্তু প্রশ্ন-পরম্পরা সসাগরা ধরা লভিল না যে উত্তর, সস্তান তাহার জ্যোতির্বেত্তা অভ্রাপ্ত গণিতে অলক্ষ্যের বক্ষ হতে সদুত্তর পারিবে আনিতে ? অজ্ঞান তিমিরে ভ্ৰণসম অন্ধজাখি এই আমি, তবু মোরে ঘিরে মাতৃ কুক্ষি-প্রবাহিনী জীবনের ধারা, রহস্যে রহস্যে ফুলহারা উখলিছে অহনিশ নক্ষত্রের কিরণে কিরণে, কঁাপিতেছে প্রশ্নভর জীবনের স্পন্দনে স্পন্দনে। fক প্রশ্ন সে ? কি জিজ্ঞাসা জাগে প্রাণে অসীমের লাগি । ক্ষুদ্র প্রাণ হয় যে বিবাগী । জানি না বুঝি না যারে কাদি তার তরে ; বুঝি ঘারে, জানি ধারে রহস্যসাগরে তারে আমি দিই বিসর্জন । জানি সে মরালী মোর অঙ্কুলে করিবে সস্তরণ কন্তু ডুবিবে না, চির পরিচয় মাঝে হবে সে অচেনা অসীম রহস্যপারাবারে । ভুমার মাঝারে হারায় সে ক্ষুদ্র সীমা, শাশ্বর্তী স্বযম তাহারে যে করে নিরুপম । নক্ষত্র দীপালি, হ’তে যদি আলিসার কম্প্রশিখা দীপাবলি খালি, দীপ্তি ঢালি রাতে পরদিন নিভিতে প্রভাতে, তাহলে কি বিস্ময়ে গৌরবে হ’ত কি এ মুগ্ধ হিস্থ উদ্বেলিত বাণীহীন স্তরে ? অন্তহীন দেশকালে জলে কোটি শিখ, নিকষে হিরণদীপ্তি আলোকের ঋকৃমন্ত্র লিখা । অক্ষরে অক্ষরে তার বিলিখিত আলোক-পুরাণ স্বষ্টিস্থিতিলয়ে অফুরান । উৰ্দ্ধমুখে তাই থাকি চেয়ে, জু-নয়ন বেয়ে আনন্দের মন্দাকিনী ঝরে দরধারে, তারকার কিরণ-আসারে মিশে স্বতঃনিষ্যন্দিত মোর অস্তঃসলিলার বারি । মনে হয় কোটি নরীহার পরি শুামাজিনী নারী নগ্নবক্ষে মহাশূন্যে রয়েছে বসিয়া, থাকি থাকি কণ্ঠহার হতে তারা পড়িছে খসিয়া