পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অণশ্বিন কিন্তু কাহাকেও সে চোখে দেখে নাই, নামধামও বিশেষ কাহারও জানে না । বড় বোনটি বোধ হয় দশ বৎসরের হইবে। মাঝে মাঝে তাহাজের দেখিতে ইচ্ছা করে, বাবাকেও দেখিতে ইচ্ছা করে। যেমনই ব্যবহার করুন, তিনি বাবা ত বটে । ভাইবোনগুলিও আপনারই। কিন্তু মৃণাল জানে এ-সব সাধ পূর্ণ হইবার কোনও সম্ভাবনা নাই। কে তাহাকে সেখানে লইয়া যাইবে ? বাবাও যে তাহাকে দেখিয়া খুশী হইবেন এমন কথা [ক্রমশঃ] --- س--سسسسه" উন্মুখ শ্ৰীশান্তি পাল আমার মরমে যে স্বর বাজিছে আমার এ-স্বর ধ্বনিছে শূন্তে বাতাসে,— বাহির হইতে চায়,— বিরহ-মিলনে হাসি ক্রমন হতাশে, - --*, . শত শত রূপে শত শত মুখে সকল প্রাণের সকাশে । . গমকে মূর্ছনায়। সকল রাগিণী পরখ করিয়া স্বর যে চিনিতে পারে মিশিছে আবার বিভাষে ; বিহবল করে তারে স্বর ধৈবতে বিকাশে । বধির শ্রবণে ধরা নাহি দেয় পলকে মিলায়ে যায় ; নীরব মূর্ছনায়। আমার এ-স্থর ঝলমল করে নিশীখে ভট-অরণ্যে কল-কল্পোলে মিশিতে । "মামার এ-স্বর আপনার হাতে সাধ গ্রাম-প্রাঙ্গণে ছায়াঘন বনে খর গান্ধারে বাধা ঢেলে যায় বারি আপনার মনে,— নিমেষে নিমেষে ঝঙ্কারি ওঠে বর্ণে বর্ণে নীলনবঘনে নূপুরের রোলে আধা ; সিঞ্চিত করে তুষিতে ; এ যে পরাণে পরাণে বাধা । ওগো, প্রভাত প্রদোষে নিশীথে । उँछेन्यूशं t>RS জোর করিয়া বলা যায় না। হইবেন না । এবারে বাবার কাছ হইতে বিজয়ার সময় যে চিঠিখানা পাইয়াছে, তাহাতে তিনি লিথিয়াছিলেন, তাহার শরীর ভাল নাই। বেশী অম্বখ কিনা কে জানে ? মৃণাল চিঠির উত্তর দিয়াছিল, কিন্তু তাহার পর আর চিঠি পায় নাই । বিমাতা নিশ্চয়ই খুশী