পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I મગફળ1_ বৃক্ষবন্দনা বাগীশূন্ত ছিল একদিন জলস্থল শূন্তড়ল, ঋতুর উৎসবমন্ত্রহীন,— শাখায় রচিলে তব সঙ্গীতের আদিম আশ্রয়, যে-গানে চঞ্চল বায়ু নিজের লভিল পরিচয়, স্বরের বিচিত্র বর্ণে আপনার দৃশ্যহীন তন্থ রঞ্জিত করিয়া নিল, অঙ্কিল গানের ইন্দ্ৰধনু উত্তরীর প্রান্তে প্রান্তে । মুন্দরের প্রাণমূৰ্ত্তিখানি মৃত্তিকার মৰ্ত্ত্যপটে দিলে তুমি প্রথম বাখানি’ টানিয়া আপন প্রাণে রূপশক্তি সূৰ্য্যলোক হতে, আলোকের গুপ্তধন বর্ণে বর্ণে বর্ণিলে আলোতে । ইন্দ্রের অঙ্গরী আসি মেঘে মেঘে হানিয়া কঙ্কণ বাষ্পপাত্র চুর্ণ করি’ লীলামৃত্যে করেছে বর্ষণ যৌবন-অমৃত্তরস, তুমি তাই নিলে ভরি’ তরি’ আপনার পত্রপুষ্পপুটে, অনন্তযৌবন করি’ সাজাইলে বসুন্ধরা। হে নিস্তব্ধ, হে भशनेडी, বীৰ্য্যেরে বঁাধিয়! ধৈৰ্য্যে শাস্তিরূপ দেখালে শক্তির ঃ তাই আসি তোমার আশ্রয়ে শাস্তিদীক্ষা লভিবাৱে, • শুনিতে মেীনের মহাবাণী;—দুশ্চিস্তার গুরুভারে নত শীর্ষ বিলুষ্টিতে শুামসৌম্যচ্ছায়াতলে তব,-- প্রাণের উদার রূপ, রসরূপ নিত্য নব নব, বিশ্বজয়ী বীররূপ, ধরণীর বাণীরূপ তার লভিতে আপন প্রাণে ॥ ধ্যানবলে তোমার মাঝার গেছি আমি, জেনেছি, সুৰ্য্যের বক্ষে জ্বলে বহ্নিরূপে স্বষ্টিযজ্ঞে যেই হোম, তোমার সত্তায় চুপে চুপে ধরে তাই শ্যাম স্নিগ্ধরূপ ; ওগো সূৰ্য্যরশ্মিপায়ী, শত শত শতাব্দীর দিনখেমু দুহিয়া সদাই যে-তেজে তরিলে মজ্জা, মানবেরে তাই করি দান করেছ জগৎজয়ী ; দিলে তারে পরম-সন্মান ; হয়েছে সে দেবতার প্রতিস্পন্ধা,-সে-অগ্নিচ্ছটায় প্রদীপ্ত তাহার শক্তি, বিশ্বতলে বিস্ময় ঘটায় . فتنهمر