পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফিলিবার্ট বার্থিলিয়ারের মনুমেন্ট দেখিলেও, বন্ত অবস্থায় সাপ দেথিয়াছি বোধ হয় স্তু তিনবার মাত্র । আপনি ভারতবর্ষে গেলে আপনাকে খুব ভাল ভাল জায়গাই দেখান হইবে ; সাপের সঙ্গে আপনার ২৭শ ভাগ, ১ম খণ্ড সাক্ষাৎকার হইবার সম্ভাবনা কম !" আমার ডান দিকে যে মহিলাটি ছিলেন, তিনি মিল বেঙ্গ, এম-এসসি, অষ্ট্রেলিয়ার ডেলিগেট। প্রৌঢ় । ভারতবর্ষে তিন সপ্তাহ বেড়াইয়াছেন। জয়পুর দেখিয়াছেন। আবার অধিকতর দিনের জন্য এদেশে আসিবেন বলিলেন। পূৰ্ব্বোক্ত ক্ষুধিত ইংরেজটির স্থান হইয়াছিল ঠিক আমার সম্মুখে। তিনি দেথিলাম খুব ক্ষিপ্রকারিতার সহিত ডিশের পর ডিশ সাফ করিতেছেন। পু-একটা কথা যথাস্থানে লেথা হয় নাই। আমি মডার্ণ রিভিউয়ের জন্য জেনীভ হইতে প্রথম যে এক কিস্তি বিবিধ প্রসঙ্গ পাঠাই, তাহী লীগ, ডাকঘরে রেজিষ্টরী করিয়া পাঠান হয়। রেজিষ্টরী করিবার ভারপ্রাপ্ত ব্যক্তি জিজ্ঞাসা করে, প্যাকেটটাতে কি আছে । উত্তরে বলা হয়, সংবাদপত্রের জন্য লেখা ও ফোটোগ্রাফ । তাহাতে সে প্যাকেটটি রসীদ দিয়া গ্রহণ করে। এক বৃহস্পতিবারে ইহা ঘটে। তাহাই ভারতবর্ষে ডাকে কিছু পাঠাইবার দিন। পরবর্তী শনিবারে প্যাকেটটি ফেরত আসে—এই ওজুহাতে যে উহাতে চিঠি আছে! বলা বাহুল্য, উহাতে চিঠি ছিল না। ডাকের পূৰ্ব্বোক্ত কৰ্ম্মী বা অন্য কেহ উহা খুলিয়াছিল। এই খোলার কাজটা রেজিষ্টারীর রসীদ দিবার আগে করিলেই ঠিক হইত। তাহা হইলে তাহাকে দেখাইয়া দেওয়া হইত, যে, উহাতে চিঠি নাই, এবং প্যাকেটটির কলিকাতা পৌছিতে এক সপ্তাহ বিলম্ব হইত না । এক সপ্তাহ বিলম্ব হওয়ায় আমার লেথাগুলি অক্টোবরের কাগজে বাহির না হইয়া নবেম্বরের কাগজে বাহির হইয়াছিল। অবশু, প্যাকেটটি কে খুলিয়াছিল এবং খুলিবার উদ্বেগু কি ছিল, বলিতে পারি না। உதுமக