পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ -বেঙ্গল স্যাশন্যাল ব্যাঙ্ক ফেল হওয়া २b-१? ভারত অপেক্ষা অনেক কম টাকা দেয় এরূপ দেশের লোক অনেক বেশী চাকরী পাইয়াছে। যে-সব রাষ্ট্র লীগের সভ্য নহে এবং চাদ দেয় না, তাহাঙ্গেরও কোন কোনটির লোক ভারতীয়দের চেয়ে বেশী কাজ পাইয়াছে। কোন জন্‌-ইউরোপীয় দেশের প্রতি কৰ্ম্মে নিয়োগ সম্বন্ধে লীগ, ন্যায়বান্‌ হইতে পারে নাই। জাপান ইটালীর সমান টাকা দেয়, কিন্তু কাজ পাইয়াছে ইটালীর সিকি । তাহ। হইলেও,এবিষয়ে একটু লক্ষ্য করিবার জিনিষ আছে। চীন ভারতবর্ষ অপেক্ষ টাকা দেয় অনেক কম, কিন্তু কাজ পাইয়াছে বেশী । চীন ইংরেজদের অধীন নহে বলিয়৷ কি ? হ্যামদেশ টাকা দেয় ভারতবর্ষের ষষ্ঠাংশেরও কম, কিন্তু কাজ পাইয়াছে ভারতবর্ষের অৰ্দ্ধেক ; পারস্য টাকা দেয় ভারতবর্ষের একাদশাংশেরও কম, কিন্তু কাজ পাইয়াছে উত্থার অৰ্দ্ধেক । এই দুটি প্রাচ্যদেশ স্বাধীন, ইংরেজদের অধীন নহে ; ভারত ইংরেজদের অধীন । এই জন্যই কি ভারতবর্ষের প্রতি এই রূপ বিচার হইতেছে ? কুকুর ও চীনদেশের মানুষ চীনদেশের সাংহাই সহরট। পাশ্চাত্য বিদেশীদের অধিকৃত ; চীন অংশও একটি আছে, তাহ নগণ্য । তথাকার মিউনিসিপালিটী এই বিদেশীদের দ্বারা পরিচালিত । মিউনিসিপালিটার বাগানে একট। ইস্তfহার আছে, “কুকুর ও চীনদের প্রবেশ নিষিদ্ধ।” সম্প্রতি(চীনর যুদ্ধ করিতে জানে দেখিয়া?) এই বিদেশীরা নিজেদের মহাকুভবতা দেখাইবার জন্য একটা প্রস্তাব ধাৰ্য্য করিয়াছে, যে, চীনদিগকে বাগানে প্রবেশ করিতে দেওয়া হইবে । চীনের নিজের দেশের লাগানে ঢুকিতে পাইবে—কি বিস্ময়কর অপূৰ্ব্ব সদাশয়তা ! কিন্তু হঠাৎ এত বেশী সদাশয় হওয়া ভাল নয় ভাবিয়া বিদেশীরা প্রস্তাবে দুটা সৰ্ভ জুড়িয়া দিয়াছে, যে, চীনে অশান্তি দূর হইলে এবং প্রস্তাবটি (বিদেশী) করদাতাদের আর এক সভায় অঙ্গুমোদিত হইলে, তদুপারে কাজ হইবে। অতএব আপাততঃ বিদেশীদের মতে চীনের নিজেদের দেশে কুকুরদের সমশ্রেণীস্থই রহিল। চীনের। পাশ্চাত্য বিদেশী দগকে যে পরদেশ পিশাচ (ফরেন ডেভিল) মনে করে, তাহা আশ্চর্যের বিষয় नांश् । চীনেরা যে স্বদেশে কুকুরের সমান বিবেচিত হয় তাহাতে ভারতীয়ের বিস্মিত হইবে না। কানপুরে যে সিপাহী যুদ্ধের ঘটনা-বিশেবের স্মারক কুপ আছে, তাহ। দেখিবার জন্য ভারতীয়দিগকে ভিতরে যাইতে দেওয়া হয়, না—অন্ততঃ কিছুদিন আগে পর্যন্ত দেওয়া হইত না । তাহাদিগকে বে ঢুকিতে দেওয়া হইবে না, এরূপ কোন ইস্তাহার নাই বা ছিল না। যে ইস্তাহার ছিল বা আছে, WR "Dogs are not allowed”, “$$33 &A" নিষিদ্ধ।” ভারতীয় কেহ ঢুকিতে চাহিলে পাহারাওয়াল। বলে বা বলিত, "হুকুম নেহি হায়” এবং হুকুম দেখাইতে বলিলে ঐ “কুকুরের প্রবেশ নিষিদ্ধ" ইস্তাহারটির প্রতি অঙ্গুলি নির্দেশ করিত। গত খৃষ্টীয় শতাব্দী যথন নব্বইয়ের কোটায়, তখন মিস্টার কেন এই বিষয়ে বিলাতী পালামেণ্টে একটি প্রশ্ন করিয়াছিলেন । বেঙ্গল স্যাশন্যাল ব্যাঙ্ক ফেল হওয়া বেঙ্গল ন্যাশন্তাল ব্যাঙ্ক ফেল হওয়ায় কেবল যে তাহার । ংশীদারদের ও যাহাদের টাকা গচ্ছিত ছিল, তাহাজের ক্ষতি হইয়াছে তােহা নহে, বাঙ্গালীর চালিত কারবারের প্রতি লোকের বিশ্বাস কমিয়া বাঙয়ায় সমগ্র বাঙালী জাতির ক্ষতি হইয়াছে। ইংরেজদের এবং অন্ত সবজাতিরই কোন না কোন ব্যাঙ্ক ফেল হওয়ার সংবাদ মধ্যে মধ্যে . শোনা যায়। কিন্তু তাহাদের ব্যবসাবাণিজ্য বহুবিস্তৃত, এবং স্বপ্রতিষ্ঠিত ও স্বপরিচালিত কারবার তাদের অনেক আছে। এই জন্য দু একটা কারবার দেউলিয়া হইলেও তাহাদের জাতীয় অক্ষমতা বা অন্ত বদনাম হয় । না। আমাদের তেমন কার্বার অল্পই থাকায় আমাদের . উপর অবিশ্বাস লোকের সহজেই হয়। মাম্রাজের আরবুথ নটর। যখন ফেল হয়, তখন প্রতারণ। অপরাখে। তাহাদের বড় সাহেবের জেল হইয়াছিল । তিন বৎসর জাগে ইংরেজদের এলায়েন্স ব্যাঙ্ক ফেল ষে ব্যক্তিবিশেষের