পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] কলঙ্কের বোঝা বহিয়া শয়ন কক্ষে প্রবেশ করিলেন । স্ত্রী বলিলেন, “কি গো মুনিব ঠাকুর, এসেছ ? বলি হেঁটে হেঁটে ত পায়ের নড়া খইয়ে এসেছ—এখনও কি আমি তোমার দাসী-বাদী ?” পিতোমবাবু সকল ইচ্ছাশক্তি পত্নীর পদে বিসর্জন দিয়া বলিলেন, “ন গে না ; আর কখনও অমন কথা আমি মুখে আনুব না। ঘরে কিছু খাবার আছে ?” ( & ) পিতোমবাবু ‘অদ্ভুত ইচ্ছাশক্তি’ গ্রন্থটি রাজপথে নিক্ষেপ করিয়া আজকাল আবার ঠিক পূর্কের স্থায় স্ত্রীর কথামত ঘুম হইতে ওঠেন, বাজারে যান, ছেলেকে খেলা দেন, আপিল যান, মাহিনী আনিয়া স্ত্রীকে বুঝ{হয়৷ দেন, ওঠেন বসেন । কিন্তু, প্রাণে তার দারুণ অশাস্তি । গিল্পি তাকে বড়ই কড়া শাসনে রাখেন, তার সিগারেট খাওয়া বারণ—সান্ধ্যভ্রমণের জন্ত এক ঘণ্টার অধিক বাহিরে থাক বারণ—কোন প্রকার বদহজমের অর্থাৎ সৰ্ব্বপ্রকার মুখরোচক খাদ্য খাওয়া বারণ-বন্ধুবান্ধবকে বাড়ীতে নিমন্ত্রণ করা বারণ—আরও কত কিছু কারণ। এতদ্ব্যতীত তাহাকে মেধের, থোকার, নস্ক খুড়ার, আরও কতলোকের মন জুগাইয়া চলিতে হয়,— প্রত্যহ শতবার শুনতে হয় তিনি অকৰ্ম্ম, নিল জ, বেহায় ও নিকেবাধ । মরিয়া হুইয়। শেষাবধি পিতোমবাবু একদিন পরম শত্রু নেপেন ভাদুড়ীর শরণাপন্ন হইলেন। বলিলেন, "ভাই নেপেন, জানহঁত ভাই, আমার কেমন ক’রে দিন কাঢ়ছে। কি ক’রে, ভাই, যাড়ীতে একটু নিজের মত সুখে শাস্তিতে থাকৃতে পারি তার একটা উপায় বলতে পার ? তুমি বুদ্ধিমান লোক, ইচ্ছে কল্পে পারবে একট। উপায় ব’লে দিতে ।* নেপেনবাবু তাহাকে বহু প্রশ্ন করিয়া অবশেষে একটা পরামর্শ দিলেন । দিন কয়েক পরে একদিন রাত্রে তরকারীতে হন বেশী হইয়াছে বলায় স্বভাষিণী পিতোমবাবুর পাতে এক হাত গরম জল ঢালিয়া দিয়া বলিলেন, "এবার খাও পীতাম্বর সাণ্ডেল &boo কম স্থান লাগবে এখন। কাজ নেই কোন, শুধু খুতধরা বাই হয়েছে। এরপর তুমি হোটেলে গিয়ে চারগও পয়সা দিয়ে ভাত থেও ৷” পিতোমবাবু রাগ করিয়া না খাইয়া উঠিয়া গেলেন। খাবার ঘরের বাহিরে গিয়াই কিন্তু তাহার মুখ কি একটা অপূৰ্ব্ব আনন্দে উৎফুল্প হইয়া উঠিল। পরদিন সকাল বেলা ঘুম ভাঙ্গিতেই স্বভাষিণী দেখিলেন পিতোমবাবু মশারীর দিকে পা তুলিয়, “ম ম” বলিয়া ডাকিতেছেন ও মধ্যে মধ্যে নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠ চুষিতেছেন । প্রথমে তিনি, তর্জন, গর্জন, গালিগালাজ দিয়া দেখিলেন কিছুই হইল না। পিতোমবাবু তজপোধের উপর চিৎ হইয়া শুইয়৷ এক বিরাটাকুতি দৈত্যশিশুর স্তায় হাত প। ছুড়য়। ক্রমাগত “ম মা” করিতে লাগলেন। গিন্নি ভয় পাইয়া নমু খুড়াকে ডাকিয়৷ পাঠাইলেন । খুড়া আসিয়া টানাটানি করিয়া পিতো মবাবুকে cभtस:७ नाभाझेप्री शिtउई *ि डाभदादू श५ निम्न घब्रमब्र “দুছ, কবি ; ছুছ, কাব,” বলিয়া ঘুরিতে লাগিলেন। গিঞ্জি এবার সত্য সঙ্যই ভয় পাইয়া মহা কাম্নাকাটি জুড়িয়া দিলেন । নস্বধুড়া দৌড়াইয়া গিয়া ডাক্তার ডাকিয়া আনিলেন। ডাক্তার এরূপ ব্যায়রাম কখনও দেখেন নাই । তিনি নিজ অজ্ঞতা ঢাকিবার জন্ত বলিলেন, “এ্যাকিউট নারুভাস ব্রেক-ডাউন, রুগীকে কোন প্রকার নাড়া চাড়। ব। উত্তেজিত করিবে না। দু’ধ চাহিতেছে, দুধ খাওয়াইয়াই রাধ। পরে আসিয়া দেখিব, কি হয় ।” সকলে ধরাধরি করিয়া পিতোমবাবুকে খাটের উপর শোয়াইয়া দিলেন । তিনি শুইয়া শুইয়া কথন হাত প) ছুড়িতে লাগিলেন কখন বা “গ, গ, গ, গ,"বলিয়া চীৎকার । বা অযথা হাস্ত করিতে লাগিলেন। শিশুর। যেমন ক্রমাগত চিৎ হইতে উবুড়, উবুড় হইতে চিৎ হইয়৷ দৈহিক"এনাজির* সদ্ব্যবহার করে, পিতোমবাৰুও সেইরূপে ব্যায়ামের কাজ করিয়৷ যাইতে লাগিলেন। একবার নম্বখুড়া অনবধানতাবশত পিতোমবাবুর পায়ের কাছে জাসিয়া বসাতে ক্রীড়ানিরত পিতোমবাবুর পদসঞ্চালনে দূরে নিক্ষিপ্ত হইলেন । ।