পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bアc や জান কুদৃশি (১২) রচিত মিত্রাক্ষর ছন্দের একটি কবিতা আছে । তাহার শেষ দুই চরণ হইতে বুঝিতে পারা যায় যে ১০৪৩ হিজরীতে সিংহাসনটির নিৰ্ম্মাণ-কাৰ্য্য সম্পন্ন হইয়|ছিল । এই উপলক্ষে কবি কেবদল খ৷ ১৩৪টি মিত্রাক্ষর ছন্দের শ্লোক রচনা করেন। ইহার প্রত্যেক দ্বাদশ চরণের একটি শেষ পঙক্তি বাদশাহের জন্মতারিখ নির্ণয় করে । ৩২শ চরণটি বাদশাহের সিংহাসন আরোহণ বিষয়ে ও অবশিষ্ট চরণগুলিতে সম্রাটের আকবরাবাদ (আগ্রা) হইতে কাশ্মীরে গমন ও আগ্রায় পুনরাগমন সম্বন্ধে উল্লেখ আছে। পাশ্চাত্য পরিব্রাজকগণ স্বচক্ষে ময়ূর-সিংহাসন দেখিয় যাহা লিপিবব্ধ করিয়া গিয়াছেন তাহার আলোচনা করা যাউক । ফ্র"স্ হইতে আগত হীরা খোদাইকারক ও জহুরা তাভ্যার্ণিএ ১৬৫১-১৬৬৯ খৃঃ ভারত ভ্রমণ করেন । ১৬৬৫ খৃঃ মোগল রাজধানীতে বাসকালীন তাহার ময়ুরসিংহাসন দেখিবার সুযোগ ঘটে। তাভ্যার্ণিয়ের মতে বাদশাহের সাতটি সিংহাসন ছিল ( ১৩ )। তাহার মধ্যে একটি হীরায় মোড় এবং অন্তগুলি চুণি ও মুক্তার দ্বারা তৈয়ারী। সৰ্ব্বশ্রেষ্ঠ সিংহাসনটি দৈর্ঘ্যে ৬ ফুট এবং প্রস্থে ৪ ফুট ; ২০ হইতে ২৫ ইঞ্চি উচ্চ চারিটি পায়ার উপর সংরক্ষিত ; পায়াগুলি চতুষ্টয় দণ্ডের সহিত সংযুক্ত। উল্লিখিত চারিটি দণ্ডের উপর দ্বাদশটি স্তম্ভ এবং স্তম্ভশীর্ষে তিনদিক আবৃত আচ্ছাদন—অর্থাৎ সিংহাসনটির সম্মুখ অনাবৃত। পায়া ও দণ্ডগুলি স্বর্ণ, পদ্মরাগমণি মরকত বা পান্নার দ্বারা গঠিত। প্রত্যেক দণ্ডের মধ্যভাগ পান্ন চতুষ্টয় পরিবৃত এক একটি “বদকৃগান” মণির দ্বারা পরিশোভিত। অক্সন নদীর শাখা “শিগনান” সচরাচর যে স্থানকে “বদকৃশান” বলা হয় সেই স্থানের বিখ্যাত মণিকে “বদকুশান মণি” বলে। সিংহাসনের নিম্নভাগ যথাক্রমে চতুষ্টয় পান্না বেষ্টিত মণি এবং মণি-বেষ্টিত পান্নার দ্বার সংবদ্ধ। (১২) হাজি মহম্মদের উপনাম ছিল “কুদৃশি” । তিনি ছিলেন শাহজাহানের আমলের রাজকবি বা “মালিকুণ শোয়ারা”। ১•se হিঃ বা ১৬০৫ খৃঃ তিনি মৃত্যুমুখে পতিত হয়েন। Archaeological Survey Report, 1911-1912. Bibliographical Dictionary—T. W. Beale. Lond. 1894. (**) Tavernier's Travels in India, vol I, p. 384. প্রবাসী—আশ্বিন, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড সিংহাসনটির উপর তিনটি গদি থাকিত। মধ্যেরটি, যাহার উপর বাদশাহ হেলান দিয়া বসিতেন, সেইটি ছিল সৰ্ব্বাপেক্ষ, বৃহৎ ও গোলাকৃতি । দুই পাশ্বের দুইটি গদিও আকারে বেশ প্রশস্ত ছিল । ইহা ব্যতিরেকে বহুমূল্য প্রস্তরাদির দ্বারা খচিত একটি তরবারী ও একটি করিয়৷ গদা, ঢাল, ধনুক ও সৰ্ব্বপরিশেষে একটি শরপূর্ণ তৃণ সিংহাসনে বিলম্বিত থাকিত । চাদোয়ার অভ্যন্তরটি হীরা ও পান্নার দ্বারা এবং ইহার চারিধার পান্নার ঝালর দ্বারা নিৰ্ম্মিত। চন্দ্ৰাতপটি চতুষ্কোণ গম্বুজের মত—ইহার উদ্ধদেশে একটি ময়ূরপুচ্ছ উত্তোলন করিয়া আছে। ময়ুরটির পুচ্ছদেশ নীলকান্ত মণি এবং অপর পর নানাবিধ মূল্যবান প্রস্তর দ্বারা তৈয়ারা ; ইহার দেহ স্বর্ণ এবং বহুবিধ মূল্যবান প্রস্তর দ্বারা নিৰ্ম্মিত । ময়ুরটির দুই পার্থে সমউচ্চ দুইটি ফুলের তোড় ; সেগুলি স্বর্ণ ও বহুমূল্য প্রস্তর দ্বার খচিত। এই স্থলে বলা প্রয়োজন মনে করি যে, পারসিক ভাষায় লিখিত ইতিহাসগুলি, যথা “পাদশাতনামা” বা “মাসিরউলওমরা”য় সিংহাসনটির ছাদের উপরিভাগে দুইটি ময়ূরের উল্লেখ পাওয়া যায়, পরন্তু তাভ্যার্ণিএর বিবরণীতে মাত্র একটি ময়ূরের কথাই লেখা আছে । সিংহাসনের অগ্রভাগে একটি হীরা এবং তৎসংলগ্ন চুণি ব। পার দর্শকবৃন্দের চিন্তু, আকর্ষণ করিত। ইঙ্গর উভয় পাশ্বে প্রায় চারি ফুট ব্যবধানে দুইটি রক্তবর্ণের রাজছত্ৰ ; ইহার চতুর্দিকে মতির ঝালর। লোকমুখে তাভ্যাণিএ অবগত হয়েন যে, এই সিংহাসনটর মূল্য প্রায় একশত সাত কোটী টাকা (১৪)। (১৪) “নাদির নাম" বা নাদিরের ইতিহাসে ময়ূৰ-সিংহাসনের মূল্য ২,• • • • • • পাউণ্ড নির্ণীত হইয়াছে। ইংরাজ ৰণিক জোনাস্ হানওয়ে (Jonas Hanawy) &toto. An Historical Account of the British Trade over the Caspian Sea, Two vols. Dublin 1754, Londom 1762 (vol II. Chap. X) vöeffúræ মোগল বাদশাহের মযুর-সিংহাসন, তাহার অপরাপর নয়টি সিংহাসন এবং হীর জহরতের আসবাবপত্র এই সমস্ত জিনিষগুলির মূল্য ১১, २५०,००० °ार्छ७ रुणिब्रांtइन । Scott नाcश्य ८कषण बयूबनि:शनtनब vj >,• • •,• •- "ise (sis Persia aud the Persian Question by Hon. G. N. Curzon. Longmans Green & Co. 1892. P, 318. fn,