পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেলt৪ার কৃষিজীবী—ভলাডিসল স্বৰূজিলাস কর্তৃক খোদিত করিতে গিয়া লিখিয়াছেন—“আমি সাদা জমি ও কালেরেখা, দুটিকেই এমন ভাবে ফুটাইয়। তুলি যে, সমগ্র ছবিখনি উগ্ৰ ধূসর বর্ণে চিত্রিত মনে হয়।” সংমিশ্রণ, এবং বিন্দু ও রেখার সাহায্যে শিল্পের উন্নতি সাধন করিতে থাকেন। কাহার পর কি প্রয়োগ করা আবশ্বক তাঙ্গ নিদ্ধারিত করিয়া বলা কঠিন । শিল্পীর কল্পনা ও কার-ক্ষমতা দ্বারাই পদ্ধতি নিৰ্দ্ধারিত হইয় থাকে। হাৰ্ম্মান পাউল একজন নিপুণ উচ্চ শ্রেণীর কাঠ-খোদাই শিল্পী, —ইনি কালোর পাশে সাদা জমির বৈষম্য পরিস্ফুট করিয়া তাহার খসড়া (Design) গড়িয়া তোলেন । কিন্তু বিখ্যাত ইংরেজ-শিল্পী গর্ডন ক্রেগর্তাহার কাঠখোদাইয়ের আদর্শ বিবৃত ( २ ) শিল্পীর কল্পনা-শক্তির উপর উপকরণ বস্তুর প্রভাব প্রত্যেক শিল্পীর সর্বপ্রধান ও সৰ্ব্বপ্রথম কৰ্ত্তব্য র্তাহার অনুস্থত বিশেষ শিল্পকলার যথাযথ ধারা বজায় রাখিয়া চলা