পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] হয়। বহুল প্রচলনের ফলে সে দেশের এই কার্য্যের শিল্পীদিগের উৎসাহ বা ক্রেতার অভাব নাই, সুতরাং সাধারণতঃ ব্ৰহ্মদেশের লেপ-চিত্রাঙ্কণের নিদর্শন সকল ভারতবর্ষে প্রস্তুত ঐ প্রকার দ্রব্য অপেক্ষ উৎকৃষ্ট ও সংস্কৃত (well-finished)। তবে এদেশের কারিগর উৎসাহ পাচলে কি প্রকার কার্য্য করিতে পারে তাহার পরিচয় দেশী রাজস্যবর্গের প্রাসাদদির আসবাব-পত্রে পাওয়া যায়। এদেশের দুই একটি স্থলে কয়েক ঘর মাত্র শিল্পী এখনও আছে, যাহাদের লেপ-কারুকার্য্য-প্রথা উপরোক্ত পদ্ধতি হইতে সম্পূর্ণ বিভিন্ন । রাজপুতানায় শাহপুর নামক ক্ষুদ্র সতরে কয়েক ঘর শিল্পী আছে ( অস্ত তঃ পক্ষে কিছুদিন আগে পর্যন্ত ছিল) । তাহার প্রধান তঃ উট র। গ গুণরের চৰ্ম্মনিৰ্ম্মিত ঢালের বা অস্ত্র-শস্ত্রের খাপের উপর লেপ কারুকার্য্য করে । তাহাদের ব্যবহৃত উপকরণের সহিত গাল ইত্যাদির বিশেষ কোন ও সম্পর্ক নাই ! ইগরা বৃক্ষ-নির্যাস হইতে প্রাপ্ত ধূপ বা “গদ” জাতীয় নানা পদার্থের সহিত তৈল মিশ্রণে কয়েক প্রকার বর্ণিস (varnish) প্রস্তু ত করে। ঐ বাণিস নানা প্রকার বর্ণে রঞ্জিত করিয়৷ তাচ দ্বারা নানা বর্ণের লেপ দান করা য়ায় । চৰ্ম্মনিৰ্ম্মিত দ্রব্যটি পরিষ্কার ও উত্তমরূপে মসৃণ করিয়; তাহার উপর ঐ রূপ সেপ দান করা হয় । লেপ শুকাইয় যাইবার পর তাহ অতিশয় সত্বের সহিত “পালিশ” করিয়া মস্তণ ও উজ্জল করা তয় । পরে তাতার উপর ভিন্ন বর্ণের বা একই বর্ণের আরো দুষ্ট চারিটি লেপ প্রদান করিয়া প্রত্যেক লেপ শুকাইবার পর মসৃণ করিয়া লইলে পর জমী প্রস্তুত হয়। তাতার পর অপেক্ষাকৃত গাঢ় ও নানা বর্ণে রঞ্জিত বর্ণিস এবং সোণার পাত ইত্যাদি উজ্জল পদার্থের সাহায্যে ঐ জমীর উপর রীতিমত চিত্র অঙ্কিত হয়। চিত্রাঙ্কণের পর উক্তার উপর ক্রমে ক্রমে নানাবর্ণের ও নানা ছায়ার পচিশ-ত্রিশটি লেপ সংযোগ করা হয়। কখন কথন কয়েকটি লেপ প্রদান, পরে চিত্রাঙ্কণ বা আলেখ্য, পুনৰ্ব্বার লেপ প্রদান ও চিত্রাঙ্কণ, এইরূপে স্তরে স্তরে লেপ ও পণ্ডে খণ্ডে চিত্রাঙ্কণ দ্বারা কারুকার্য সম্পন্ন করা হয় । মান্দ্রাজ প্রদেশের গাঞ্জাম, কৃষ্ণ ও কাকুল অঞ্চলে 8 لا حساسـ. لا لا لا লেপ-চিত্রাঙ্কণ ઇ-૧૧ কয়েক ঘর কারিগর আছে, খাহাঁদের প্রথা অন্ত আর এক রূপ । ইহার প্রথমে হরিণের চৰ্ম্মখণ্ড জলে দুই তিন দিন ভিজাইয়া পরে তাহ। ফুটাইয়া ও ছাকিয়া শিরীষ (glue) প্রস্তুত করে। ঐ শিরীষের সহিত শ্বেত ডামার (Dammer এক জাতীয় ধূপ) গুড়াইয়৷ উত্তম রূপে মিশান হয় এবং পরে তাহাতে জল দিয়া উপযুক্ত রূপ “আঠা” প্রস্তুত হয়। এই লেপ-চিত্রাঙ্কিত আবরণী (Screen) । আঠার সহিত অতিশয় মিতি মৃৎভাগুচর্ণ ও ঘৃতকুমারী জাতীয় উদ্ভিদের নির্যাস (aloes)–তিন ভাগ চূর্ণ ও একভাগ নিৰ্য্যাস—মিশাইয় গাঢ় “কাই” (paste) প্রস্তুত হয়। যে দ্রব্যের উপর লেপ-চিত্রাঙ্কণ হইবে সেটি প্রথমে উত্তমরূপে মন্ত্ৰণ করিয়া, তাহার উপর তুলীর ঐ “কাই” দ্বার: চিত্রাঙ্কণ করা হয়। চিত্রের রেপাসকল ক্রমাগত কাই সংযোগে জমী হইতে উৎক্ষিপ্ত (standing out in relief) করা হয় । চিত্রাঙ্কণের পরে সমস্ত দ্রব্যটির উপর এক “পোছ” শ্বেত “তেল রং দেওয়া হয়। তৈল-বর্ণ