পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, দ্বিতীয়াংশ).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

也可可时1 এই লুঠতরাজের কাষ উহার এতশীঘ্র সম্পন্ন করে যে আধ ঘণ্টার মধ্যে দুরন্থ বাসা জয় কুরিয়া ফিরিয়া আসে। বাসার মধ্যে প্রস্তু ও ভূত্যেরা বেশ সম্ভাবে বসবাস করে, উন্নত ও সভ্য মানুষের মত অত্যাচার করে না। প্রভুর কেবল দাস সংগ্ৰহ করিয়া উহাদের সংখ্যা বৃদ্ধি করে। “আর "দীসের গৃহনিৰ্ম্মাণ, সস্তানপ্রতিপালন, খাদ্যসংগ্ৰহ প্রভৃতি সমুদ্বার গৃহকাৰ্য সম্পন্ন করিয়া থাকে। গৃহকাৰ্য্য সম্পাদন করাইবার জন্তই দাসীর প্রয়োজন। সেই জন্তই পিপীলিকার যে সকল গুটি হইতে শ্রমিক বা দাসী জন্মিবে, সেই সকল গুটি অপহরণ করে। স্ত্রী ও পুরুষ জাতীয় গুটি অপেক্ষাকৃত বৃহত্তর। সুতরাং তাড়াতাড়ির মধ্যেও বাছিয়া লইতে বিশেষ কোন বেগ পায় না । মতিরিক্ত প্রভুত্বের ফল দাস অপেক্ষা প্রভুদিগের পক্ষে যে অধিকতর ক্ষতিকর ইতিহাস তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। শুনিতে পাওয়া যায় চাকরে জুতা ঘুরাইয়া না দেওয়ায় অযোধ্যার নবাব পলাইতে পারেন নাই ; ইংরাজ হস্তে বন্দী হইয়াছিলেন। বাদসাহি আলস্তের ফলে নবাব স্বাভাবিক শক্তি হইতে এতদুর বঞ্চিত হইয়াছিলেন যে আসন্ন বিপদের সময়েও স্বহস্তে জুতা ঘুরাইয়া লইতে পারেন নাই । দীর্ঘকাল যে অঙ্গের বা যে মনোবৃত্তির ব্যবহার না করা যায় তাহ নষ্ট হইয়া যায়। বীরশ্রেষ্ঠ রাজপুত জাতি এখন বন্দুকের শব্দ শুনিয়া ভীত হইয়া উঠে। পিপীলিকাদের বেলায় এ নিয়মের অন্যথা হইবে কেন ? দাসব্যবসায়ী (Slave-making) sat, tq<5 জাতীয় পিপীলিকা + আছে উহারা অপেক্ষাকৃত দুৰ্ব্বল হইলেও পূৰ্ব্বোক্ত ছেলেধরার পিপীলিকাদিগের মত অন্ত এক জাতীয় দাস পিপীলিকাকে আক্রমণ করিয়া থাকে । কিন্তু • এই দাস জাতির দুৰ্ব্বল না হওয়ায় আক্রমণকারীর প্রায়ই মারা পড়ে কিন্তু তথাপি যে তাহারা জয়লাভ করে সে কেবল তাহদের প্রতিপালিত দাসদিগের আমুকুল্যে। স্বজাতি শক্ৰ ন হইলে মহাকায় হস্তী কখন মানুষের দাস হইত কি ? পুৰ্ব্ব সংগৃহীত দ্বাস-শিশুর বয়ঃপ্রাপ্ত হইয়া অতিমাত্রায় প্রভুভক্ত হইয় পড়ে। প্রভুদিগের প্রায় সৰ্ব্ববিধ কাৰ্য্য Strongylognathus testaceus. [੧ੋਂ SumitaBot (আলাপ) ০৬:১১, ২৫ মার্চ ২০১৬ (ইউটিসি)."",~." আপনারাই সম্পন্ন করিয়া দেয় ; কাজেই পরিশ্রমেৰ অভাবে প্রভুদিগের শারীরিক বলবীৰ্য্য ক্রমশঃ অবনতিপ্রাপ্ত হইতে থাকে। শেষে দাসেরাই প্রবল হইয় পড়ে । উপরোক্ত জাতির মধ্যে এইরূপেই অধঃপতন পূর্ণমাত্রায় দেখা দিয়াছে। মানুষের মধ্যেও কি এ দৃষ্টান্ত বিরল ? - Anergates নামক এক প্রকার পিপীলিকার এতদূর অধঃপতন হইয়াছে যে উহারা এখন দাসমিcগর অনুগ্রহপ্রার্থী হইয়াছে। সুপ্রসিদ্ধ পিপীলিকাতত্ত্ববিদ লৰক (Lubbock) সাহেব অনুমান করেন উহাদের বহুপ্রাচীন পূৰ্ব্বপুরুষের মধু ও শিকারের উপর নির্ভর করিত। ক্রমে দস্থ্যবৃত্তি অবলম্বন করিয়া ধীরে ধীরে দাসব্যবসায়ী (Slave-making) হইয় পড়ে। উহার কিছুকাল আপনাদিগের শক্তি, ও দ্রুতগতি রক্ষা করিয়াছিল বটে কিন্তু অলক্ষো ধীরে ধীরে প্রকৃত স্বাধীনতা—স্বাবলম্বন হারাইয়া ফেলে। গৃহনিৰ্ম্মাণ, সন্তানপালন প্রভৃতি সমুদায় কাৰ্য্য করিবার ক্ষমতা ক্রমশঃ হারাইয়া এবং দাসের উপরে সমুদায় কাৰ্য্যের ভার দিয়া নিজেরা অলস হইয়া পড়ে। সেই আলস্ত ও পরনির্ভরতার ফলে বর্তমান অধঃপতিত অবস্থায় আসিয়া পৌঁছিয়াছে। শরীরে শক্তি নাই, মনে আর পূর্বপুরুষদিগের মত বল নাই ; সংখ্যায় দিন দিন, কমিয়া যাইতেছে। এখন ইহারা দাসজাতির অনুগ্রহপ্রার্থী-হীন মোসাহেব (parasite) মাত্র। যখন দাসের বাসা পরিবর্তন করে তখন তাহারা উহাদিগকে মুখে করিয়া অন্ত বাসায় লইয়া যায়। * এতদূর অধঃপতন হওয়া কি সম্ভব ? পেটের দায়ে উন্নত মানুষ যখন অত্যন্ত হেয়বৃত্ত্বি অবলম্বন করিতেছে তখন পিপীলিকার যে পূৰ্ব্বগৌরব বিস্তৃত হইয়া দীনভাবে জীবন যাপন করিবে তাহাতে বিশেষ আশ্চৰ্য্য কি ? উহাদের বাসায় শ্রমিকসম্প্রদায় দেখা যায় না ; কেবল পুরুষ ও স্ত্রীজাতি থাকে মাত্র । সুতরাং আহার্য্য সংগ্ৰহ করিধে কে ? এমন কি শিশুদিগের দ্যায় আহার করাইয়া না দিলে উহারা নিজে আহার গ্রহণ করিতেও অক্ষম + ।

  • Lubbock o “Ants, Wasps and Bees” “wtow পুস্তকের ৮৯ পৃষ্ঠা দ্রষ্টব্য। . ബ

ঐ পুস্তকের ৮৭ পৃষ্ঠা দ্রষ্টব্য।