পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२य সংখ্যা । ] . উপায় ? পাজী দেখা। অর্থাৎ জ্যোতিষ আশ্রয় করা। - অনেকে পার্জী দেখাইতেছেন, কিন্তু পাজীতে ভুল আছে কি না, কে জানে ? পাজীতে নানা কথা থাকে। তার মধ্যে বাঙ্গালা পাজীতে উদ্ধরেগার বাম পাশ্বে গণিত জ্যোতিম, দক্ষিণ পাশ্বের অধিকাংশ স্মৃতি, তন্ত্র ও ফলিত জ্যোতিয। গণিত ভাগই আমাদের আলোচ্য । ইহাকে ধরিয়াই স্মৃতির ব্যবস্থা ও ফল গণন । আমরা পাজীর গণিতের কোন কোন ফল মিলাইতে পারি। গ্রহণ ও• গ্ৰহগণের পরস্পর সমাগম, তারা ও গ্ৰহগণের চন্দ্র সূর্য ও অন্তান্ত গ্রহের উদয় স্ত, চন্দ্র সুর্যের সমাগমকাল একটা ঘড়ী পাকিলে অক্লেশে মিলাইতে পারা যায়। আমাদের অধিকাংশ পাঞ্জীকার এ সকল বিষয় গণিতে পারেন, কি ? গণেন না । সকলেই চন্দ্রস্র্যের গ্ৰহণকাল বলেন, কোন কোন পাজী সুযের উদয়াস্তকাল ঘণ্টা মিনিটে বলেন । এপন পাঞ্জীর নাম করিতে শুইবে । দেশের পঞ্জিকજાલના જમા જીવન મિ পাঞ্জার দোষ দিষ্ট, সে দোষের ভাগী আমরাই। পঞ্জিকাকার অন্ত দেশের মহেন, আমাদেরই দেশের ; আমাদের পাজীর ভুল বাহির করা এই আলোচনার উদ্দেশু নহে । যদি ভুল বাকির হয়, আশা করি সে ভুল সংশোধিত হইবে । আলোচনার নিমিত্ত নিম্নলিপিত পাজীগুলি দেপ গেল । বৎসর প্রায় শেষ ইষ্টয় আসিল । এই হেতু কএক খানি পাজী সংগ্ৰহ করিতে পারা গেল না :– ( ১ ) বাঙ্গাল পাজী । কলি ১, কলিকাতার গুপ্তপ্রেশ পঞ্জিকা : কলি ২, শ্রীরামপুরের পাজী দে ব্রাদার্স হিন্দুপ্রেস পাজী ) : কলি ৩, বটকৃষ্ট পাল কোম্পানীর পাজী : কলি ৪ সরল ফলিত পঞ্জিক : কলি ৫ পি এম্‌ বক্‌চির পুঞ্জী এ বৎসরের পাইলাম না, ১৩১২ দেখিতেছি । ইত্যাদি । পূর্বে মাধব বাবুর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিক দেথিতাম। তাহার মৃত্যুর পর সে পাজী আর দেখিতে পাই নাই । বিশুদ্ধ সিদ্ধান্তপঞ্জিক ও সরল ফলিত পঞ্জিক। কিছু নুতন ধরণের। বর্তমান আলোচনায় এই দুই পাজী বাদ দেওয়া গেল । (২) হিন্দী পাজী । বাপু কাশীর বাপুদেব শাস্ত্রীর প্রবৃত্তিত পঞ্জী : কাপ ১ কাশীর মহারাজের আজ্ঞায় গণেশ দত্ত জ্যোতিধার পঞ্জী: কাশী ২ কাশীর ভাগৰ পুস্তকালয়ের পাজী । জয় জয়পুরের মহারাজের আজ্ঞায় বল্লভ মণীরামের পাঞ্জা । গঙ্গাধ জোধপুরের মহারাজের আজ্ঞায় চণ্ডাংশু চণ্ডু পঞ্চাঙ্গ । মল-মাস ও পাজী । (?さ* ৩ ) উর্দু পাজী । কান ভূপালের বেগমের আজ্ঞায় কানপুরের মহম্মদ রহমত উল্লা রাধের বড় যন্ত্রী । . . . - ) তেলুগু পঞ্জী । বিয়-বিজয় নগরম হইতে প্রকাশিত এবং দক্ষিণামূৰ্ত্তি শাস্ত্রী এবং বিশ্বেখর সোমাঙ্গ কুত পরাভব নাম, সম্বৎসর পঞ্চাঙ্গ : রাজ-মাদ্রাজে মুদ্রিত কিন্তু রাজমহেন্দবরমের বংকাল বেংক] এণ্ড সনস দ্বার প্রকাশিত । - ৫ ) ওড়িয় । পুরী ১ সদাশিব খড়ীরত্বের পাজী, পুরী ২ রাজ বল্লভ মিশের পঞ্জী । উভয় পঞ্জীষ্ট পুরীর নিমিত্ত গণিত। এষ্ট সকল পার্জী সম্বন্ধে দুষ্ট এক কথা স্থলভাবে বল যাইতেছে । বাঙ্গল দেশে গুপ্তপ্রেশ পাজী যত প্রচলিত, বোধ হয় অন্য কোন পাঞ্জী তত নহে । এই পাজী ও শ্রীরামপুরের পাজী হিন্দু পরিবারে আদৃত। বাঙ্গলার অন্সেক পাজার মুপ্য উদ্দেশ্র ঔযধাদির বিজ্ঞাপন প্রচার কর । সমাজে যে সকল পাঞ্জীর দায়িত্ব নাই, সে সকল পাজার দোষ গুণে সমাজের ইষ্টানিষ্টও নাই । বিশ পচিশ বৎসর পরিয়া আমরা বাঙ্গাল পাজী দেখিয় আসিতেছি । কিন্তু পাজার কোন উন্নতি দেখি না । কোন কোন পাজী প এ-সংখ্যায় বাড়িয়াছে । কিন্তু তাহ হাচিটিকৃটিকির শব্দ, বীরবেণী কালবেলা নির্ণয়, যোগিনীর আক্রমণ ইত্যাদি ফলিত জ্যোতিষ, তন্ত্র ও স্মৃতির ‘বচনাৰ্থে” বাড়িয়াছে । বস্তুতঃ বাঙ্গলা পাজতে এই ‘বচনাথের যত বাড়াবাড়ি, উপরের }লপিত সুষ্ঠ কোন পাজীতে তত দেখা যায় না । বাঙ্গলা পাঞ্জীর চেষ্টা যেন কোন ৪ বিষয়ের নিমিত্ত কাহাকেও স্মাতভট্টাচাস ও ফলগণকের দ্বারে যাইতে না হয় । এই বৎসরের গুপ্তপ্রেশ পাজার প্রায় ৫৫০ পৃষ্ঠের প্রায় ৪৫০ পৃষ্ঠ স্মৃতির ব্যাখ্যায় ও ফল গণনায় পূর্ণ। ৯ যে পাঞ্জীর পুণ্ঠসংগা ৫৫০, সে পাজীতে গণিত ভাগের কিছু-না-কিছু ব্যাখ্য', অন্তত: পাঞ্জীর সাংকেতিক অক্ষরের ব্যাপ্য। আশা করা অষ্ঠায় কি ? দুঃখের বিষয়, পাজীকার

  • এই পঞ্জীর থব আকার করিবার হেতু কি ? পত্র-সংখ্যা বাড়িলে পাওঁ শীঘ্ৰ ছিড়িয়া যায়, বোধ হয় ছাপার খরচও বেশ পড়ে। যদি পর্ব আকার রাথিতেই হয়, তাঙ্গ৷ হইলে বিজ্ঞাপনের বোঝা কমন উচিত। আকার বড় করিয়া মুল বিষয়গুলি শ্রেণীবদ্ধ করিয়৷ সজাইলে পত্র-সংখ্যা কম হয়, পঞ্জী দেখায় সুবিধা হয়। বঙ্গল ও ওড়িয়া পঞ্জী ছাড়। অপর সকল পাজ বিষয় সজাইবার গুণে অল্প পত্রেই সমাপ্ত হয় । বঙ্গল পাজার নামেও বিশেষত্ব আছে । যে পাজীতে সংস্কৃত শব্দের বিভক্তি প্রত্যয়ের ছড়াছড়ি, সেই পাজার নামের সঙ্গে পুরা ইংরাজী কখনই শোভা পায় না। অমুক প্রেশের ( ছাপা পনার ? ) পঞ্জিকা, অমুক এও কোংর পঞ্জিক, বৃহৎ ফুল পঞ্জিকা, হাপ পঞ্জিকা, বৃহৎ শহরেক্টর পঞ্জিক। ইত্যাদি ইংরাজী নাম বঙ্গদেশ ছাড়া পাওয়া যায় না ।