পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৭
বিবিধ

২৯

দুঃখ যে তোর নয়রে চিরন্তন,
পার আছেরে এই সাগরের বিপুল ক্রন্দন॥
এই জীবনের ব্যথা যত
এইখানে সব হবে গত,
চিরপ্রাণের আলয় মাঝে বিপুল সান্ত্বন॥
মরণ যে তোর নয়রে চিরন্তন,
দুয়ার তাহার পেরিয়ে যাবি ছিঁড়বেরে বন্ধন।
এ বেলা তোর যদি ঝড়ে
পূজার কুসুম ঝরে’ পড়ে,
যাবার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন॥

৩০

দেশ দেশ নন্দিত করি মন্ত্রিত তব ভেরী,
আসিল যত বীরবৃন্দ আসন তব ঘেরি॥
দিন আগত ঐ,
ভারত তবু কই?
সে কি রহিল লুপ্ত আজি সব জন পশ্চাতে?
লউক বিশ্বকর্ম্মভার, মিলি সবার সাথে।
প্রেরণ কর, ভৈরব তব দুর্জ্জয় আহ্বান হে,
জাগ্রত ভগবান হে॥