পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রবাহিণী
১৩২

সাত সমুদ্র পারের থেকে   বজ্রস্বরে এলে হেঁকে
দুন্দুভি যে উঠ্‌ল বেজে বিষম কলরোলে।
রাজপুত্র, কোথা হ’তে হঠাৎ এলে চ’লে॥
বীরের পদপরশ পেয়ে মূর্চছা হ’তে জাগে,
বসুন্ধরার তপ্তপ্রাণে বিপুল পুলক লাগে।
মরকতমণির থালা   সাজিয়ে,গাঁথে বরণ মালা,
উতলা তার হিয়া আজি সজল হাওয়ায় দোলে।
রাজপুত্র, কোথা হ’তে হঠাৎ এলে চ’লে।

১১

পূব সাগরের পার হ’তে কোন এল’ পরবাসী।
শূন্যে বাজায় ঘন ঘন
হাওয়ায় হাওয়ায় সনসন
সাপ খেলাবার বাঁশী॥
সহসা তাই কোথা হ’তে
কুলুকুলু কলস্রোতে
দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী৷
আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু
ডমরুরব হয়েছে ঐ সুরু।
তাই শুনে আজ গগনতলে
পলে পলে দলে দলে
অগ্নিবরণ নাগনাগিনী ছুটেছে উদাসী॥