পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৫
পূজা

যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর,
তাদের সবার সুরে সবাই মেলে নিকট হ’তে দূর
বোঝে কি নাই বোঝে
থাকে না তা’র খোঁজে,
বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে॥

তোমায় কিছু দেবো ব’লে চায় যে আমার মন,
নাইবা তোমার থাকল প্রয়োজন॥
যখন তোমার পেলাম দেখা
অন্ধকারে একা একা
ফিরতেছিলে বিজন গভীর বন—
ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে
নাইবা তোমার থাকল প্রয়োজন॥
দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,
গায়ে তোমার ছড়ায় ধূলাবালি।
অপমানের পথের মাঝে
তোমার বীণা নিত্য বাজে,
আপন সুরে আপনি নিমগন।
ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে
নাইবা তোমার থাকল প্রয়োজন